Election 2021 Date LIVE: আট দফায় ভোট বাংলায়, ভোট শুরু ২৭ মার্চ
Election Commission of India Announcement of Election 2021 Dates: পশ্চিমবঙ্গ ছাড়াও বিধানসভা নির্বাচন হচ্ছে তামিলনাডু, পুদুচেরি, অসম এবং কেরলে
- ‘অষ্টম দফায় ৩৫টি আসনে ভোটগ্রহণ’
- ‘অষ্টম দফায় ভোটগ্রহণ ২৯ এপ্রিল’
- ‘মালদা পার্ট ২, মুর্শিদাবাদ পার্ট ২, বীরভূম, কলকাতা উত্তর
- ‘সপ্তম দফায় ৩৬টি বিধানসভা আসনে ভোট’
- ‘সপ্তম দফায় ৩৬টি আসনে ভোটগ্রহণ ২৬ এপ্রিল’
- ‘মালদা পার্ট ১, মুর্শিদাবাদ পার্ট ১, পশ্চিম বর্ধমান, কলকাতা দক্ষিণ, দক্ষিণ দিনাজপুর’
- ‘ষষ্ঠ দফায় ৪৩টি আসনে ভোটগ্রহণ ২২ এপ্রিল’
‘নদিয়া পার্ট ২, পূর্ব বর্ধমান পার্ট ২, উত্তর দিনাজপুর’
- ‘পঞ্চম দফায় ৪৫ টি আসনে ভোটগ্রহণ, পঞ্চম দফায় ভোটগ্রহণ ১৭ এপ্রিল
- ‘উত্তর ২৪ পরগনা পার্ট ১, নদিয়া পার্ট ১, পূর্ব বর্ধমান পার্ট ১, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি’
- ‘চতুর্থ দফায় ৪৪টি বিধানসভা আসনে ভোটগ্রহণ’
- ‘চতুর্থ দফায় ভোটগ্রহণ ১০ এপ্রিল’
- ‘হাওড়া পার্ট ২, হুগলি পার্ট ২, দক্ষিণ ২৪ পরগনা পার্ট ৩, কোচবিহার, আলিপুরদুয়ার’
- ‘তৃতীয় দফায় ৩১টি বিধানসভা আসনে ভোটগ্রহণ। ৬ এপ্রিল তৃতীয় দফার ভোটগ্রহণ’
- ‘অষ্টম দফায় ৩৫টি আসনে ভোটগ্রহণ’
‘অষ্টম দফায় ভোটগ্রহণ ২৯ এপ্রিল’
‘মালদা পার্ট ২, বীরভূম, কলকাতা উত্তর’
- ‘পঞ্চম দফায় ৪৫ টি আসনে ভোটগ্রহণ’
- ‘পঞ্চম দফায় ভোটগ্রহণ ১৭ এপ্রিল’
- ‘উত্তর ২৪ পরগনা পার্ট ১, নদিয়া পার্ট ১, পূর্ব বর্ধমান পার্ট ১, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি’
- ‘ষষ্ঠ দফায় ৪৩টি আসনে ভোটগ্রহণ ২২ এপ্রিল’
- ‘নদিয়া পার্ট ২, পূর্ব বর্ধমান পার্ট ২, উত্তর দিনাজপুর’
- ‘সপ্তম দফায় ৩৬টি বিধানসভা আসনে ভোট’
- ‘সপ্তম দফায় ভোটগ্রহণ ২৬ এপ্রিল’
- ‘মালদা পার্ট ১, মুর্শিদাবাদ পার্ট ১, পশ্চিম বর্ধমান, কলকাতা দক্ষিণ, দক্ষিণ দিনাজপুর’
- পশ্চিমবঙ্গে প্রথম দফায় ভোট ৩০টি আসনে ভোটগ্রহণ ২৭ মার্চ
- ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর (১), পূর্ব মেদিনীপুর (১)’
- ‘পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ৩০টি আসনে ভোটগ্রহণ’
- ‘দ্বিতীয় দফায় ভোটগ্রহণ ১ এপ্রিল’
- ‘পশ্চিম মেদিনীপুর (২), পূর্ব মেদিনীপুর (২), দক্ষিণ ২৪ পরগনা (১)
- ‘তৃতীয় দফায় ৩১টি বিধানসভা আসনে ভোটগ্রহণ’
- ‘৬ এপ্রিল তৃতীয় দফার ভোটগ্রহণ’
- ‘চতুর্থ দফায় ৪৪টি বিধানসভা আসনে ভোটগ্রহণ’
- ‘চতুর্থ দফায় ভোটগ্রহণ ৯ এপ্রিল’
- ‘হাওড়া পার্ট ২ , হুগলি পার্ট ২, দক্ষিণ ২৪ পরগনা পার্ট ৩, কোচবিহার, আলিপুরদুয়ার’
- ‘পশ্চিমবঙ্গে প্রথম দফায় ভোট ৩০টি আসনে ভোটগ্রহণ ২৭ মার্চ। ভোট ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে’
- পশ্চিমবঙ্গে ৮ দফায় ভোটগ্রহণ। পশ্চিমবঙ্গে প্রথম দফায় ভোট ৩০টি আসনে
‘পুদুচেরিতে ৩০টি বিধানসভা আসনে ভোট একদফায়’
‘তামিলনাড়ুতে একদফায় ভোট।তামিলনাড়ুতে ২৩৪ আসনে বিধানসভা ভোট ৬ এপ্রিল’
‘কেরলে একদফায় ভোট।কেরলে ১৪০টি বিধানসভা কেন্দ্রে ভোট ৬ এপ্রিল।
- ‘প্রথম দফায় ৪৭টি বিধানসভা কেন্দ্রে ২৭ মার্চ, গণনা ২ মে’
‘বাংলা সহ সব রাজ্যে ভোট গণনা ২ মে’
‘অসমে দ্বিতীয় দফায় বিধানসভা ভোট ১ এপ্রিল’
‘অসমে তৃতীয় দফায় ৪০টি বিধানসভা ভোট
অসমে তিন দফায় ভোট
‘বোর্ড পরীক্ষার কথা মাথায় রাখা হচ্ছে। পরীক্ষার দিন ভোটগ্রহণ নয়’
‘ফৌজদারি মামলায় অভিযুক্ত প্রার্থীদের বিজ্ঞাপন দিয়ে জানাতে হবে। সংবাদপত্র, সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে জানাতে হবে।’
‘ভোটকেন্দ্রগুলিতে সিসিটিভি নজরদারিতে নির্বাচন হবে’
রোড শো-তে সর্বোচ্চ পাঁচ গাড়িকে অনুমতি
‘পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক’
‘মনোনয়ন জমার সময় প্রার্থীর সঙ্গে থাকতে পারবেন সর্বোচ্চ ২ জন’
EC Election 2021 Date: ‘পশ্চিমবঙ্গে নির্বাচনের জন্য ২ জন বিশেষ পুলিশ অবজার্ভার।
‘মৃণালকান্তি দাস ও বিবেক দুবে বিশেষ পুলিশ অবজার্ভার।’‘পশ্চিমবঙ্গের জন্য আয়-ব্যয় পর্যবেক্ষক বি মুরলিকুমার’
‘স্পর্শকাতর ভোটকেন্দ্রগুলি চিহ্নিত করা হয়েছে।পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে। বাড়ি বাড়ি প্রচারে যেতে পারবেন প্রার্থী সহ ৫ জন। সব ভোটকর্মীদের টিকাকরণ করা হবে। ভোটদানের সময় একঘণ্টা বাড়ানো হচ্ছে। প্রচারে কোন মাঠ ফাঁকা থাকবে, তার তালিকা তৈরি হবে।‘এবার অনলাইনে মনোনয়ন জমা দিতে পারবেন প্রার্থীরা।’
EC Election 2021 Date: করোনা আবহে ভোটদানের সময় এক ঘণ্টা বাড়ল।
EC Election 2021 Date: বাংলায় বুথ সংখ্যা বৃদ্ধি ৩১.৬৫%। ২০২১: বাংলায় ভোটকেন্দ্র ১ লক্ষ ১ হাজার ৯১৬ ।
EC Election 2021 Date: ‘পশ্চিমবঙ্গে ২০২১ সালে ৩১ শতাংশ ভোটকেন্দ্র বৃদ্ধি। ২০২১ সালে পশ্চিমবঙ্গে ভোটকেন্দ্রের সংখ্যা ১,০১,৯১৬টি।
২০১৬ সালে ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ৭৭,৪১৩টি।
প্রত্যেক ভোটগ্রহণ কেন্দ্র গ্রাউন্ড ফ্লোরে হবে।
কেরলে ১৪০ আসনে ভোট, পুদুচেরিতে ৩০ আসনে নির্বাচন , তামিলনাড়ুতে ২৩৪ আসনে ভোট, আসমে ১২৬ আসনে ভোট।
বাংলায় ২৯৪টি কেন্দ্রে ভোট
করোনা বিধি মেনে ভোট হবে, জানাল নির্বাচন কমিশন
নিরাপত্তা ও স্বাস্থ্য-সুরক্ষায় জোর, বলল কমিশন
করোনা-কালে ভোট, সতর্ক কমিশন
EC Election 2021 Date: করোনা আবহে বিহারের বিধানসভা নির্বাচন ছিল চ্যালেঞ্জের: কমিশন
করোনা আবহে ভোটারদের স্বাস্থ্যের দিকে নজর: কমিশন
শুরু নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠক
ভোটের সুরক্ষায় রাজ্যে আসছে ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
পশ্চিমবঙ্গ-সহ ৫ রাজ্যে আজই নির্বাচনের দিন ঘোষণা। আজ বিকেল সাড়ে ৪টেয় দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক করবে নির্বাচন কমিশন। সূত্রের খবর, ৭-৯ দফায় ভোট হতে পারে বাংলায়। ৪ থেকে ১০ মের মধ্যে হতে পারে ভোট গণনা, খবর সূত্রের। ভোটের দিন ঘোষণার সঙ্গে সঙ্গেই চালু হবে আদর্শ আচরণবিধি। পশ্চিমবঙ্গ ছাড়াও বিধানসভা নির্বাচন হচ্ছে তামিলনাডু, পুদুচেরি, অসম এবং কেরলে।
গত ২২ তারিখ অসমে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন, আমরা যতটা মনে পড়তে আগের বার নির্বাচন ঘোষণা হয়েছিল সেটা সম্ভবত ৪ মার্চ ছিল। এ বারও আমি যে সম্ভাবনা দেখছি তাতে মার্চের প্রথম সপ্তহে যে কোনও দিন নির্বাচন ঘোষণা হয়ে যাবে। ওটা নির্বাচন কমিশনের কাজ। কিন্তু আমার চেষ্টা থাকবে নির্বাচন ঘোষণার আগে যতবার অসম আসতে পারি, পশ্চিমবঙ্গে যেতে পারি,আমি ধরছি ৭ মার্চ নির্বাচন ঘোষণা হবে।
আজ পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের নির্বাচনী নির্ঘন্ট ঘোষণা হবে। ভোটের দিন ঘোষণার সঙ্গে সঙ্গে লাগু আদর্শ আচরণবিধি।
২০১১ ও ২০১৬-য় মার্চে ঘোষিত হয়েছিল ভোটের দিন। এবার ফেব্রুয়ারিতে ভোট ঘোষণা হবে।
প্রেক্ষাপট
পশ্চিমবঙ্গ-সহ ৫ রাজ্যে আজই নির্বাচনের দিন ঘোষণা। আজ বিকেল সাড়ে ৪টেয় দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক করবে নির্বাচন কমিশন। সূত্রের খবর, ৭-৯ দফায় ভোট হতে পারে বাংলায়। ভোটের দিন ঘোষণার সঙ্গে সঙ্গেই চালু হবে আদর্শ আচরণবিধি। পশ্চিমবঙ্গ ছাড়াও বিধানসভা নির্বাচন হচ্ছে তামিলনাডু, পুদুচেরি, অসম এবং কেরলে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -