উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুরে সৎ মা ও বাবার বিরুদ্ধে মেয়েকে দেহ ব্যবসায় নামানোর চেষ্টার অভিযোগ। বাধা দিলে প্রতিবেশীদের হুমকি। নাবালিকার বাবা ও এক দুষ্কৃতীকে উত্তম মধ্যম দিল জনতা।

নির্যাতিতার দাবি, মা খারাপ কাজ করতে বলত, আমি রাজি হতাম না। মারত.....

সৎ মায়ের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ তুলল নির্যাতিতা ছোট্ট একটি মেয়ে।

তার দাবি, সৎ মা যখন অত্যাচার করতেন, যোগ্য সঙ্গত দিতেন বাবা! প্রতিবাদ করেছিলেন এলাকার মানুষ। কিন্তু লাভ হয়নি। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল বৃহস্পতিবার..

নির্যাতিতার দাবি, সৎ-মা বাবার অত্যাচারের জেরে, তার পড়াশোনা পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছে!

স্থানীয়দের দাবি, সৎ মা ও বাবার প্রস্তাব না মানায়, মেয়েটির ওপর অকথ্য অত্যাচার চালানো হত। প্রতিবাদে এককাট্টা হন প্রতিবেশীরা। অভিযোগ, স্থানীয় এক দুষ্কৃতীকে ডেকে এনে, ভয় দেখানো হচ্ছিল স্থানীয়দের। এদিনও একই ঘটনা ঘটে। সেই সময় ওই দুষ্কৃতী ও নাবালিকার বাবাকে গাছে বেঁধে বেধড়ক মারধর করে এলাকার মানুষ।

যদিও অভিযুক্ত বাবার দাবি, মেয়ে ও পাড়ার লোকজন যে সব অভিযোগ তুলছে, তার কোনও ভিত্তি নেই!

গণপ্রহারের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সৎ মা, বাবা ও ওই দুষ্কৃতীকে থানায় নিয়ে যাওয়া হয়। গোটা ঘটনায় এখনও আতঙ্কে ছোট্ট মেয়েটা।