সত্যজিৎ বৈদ্য, কলকাতা: সরকার সমস্ত ক্ষমতা কুক্ষিগত করে রাখতে চাইছে। মুকুল রায়ের পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় প্রতিক্রিয়া বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। এদিন তিনি বলেন, “যাতে সামান্যতম প্রশ্ন কেউ তুলতে না পারে তার ব্যবস্থা করতে চাইছে।’’ সরকারের কুকীর্তি যাতে সামনে না আসে তার জন্য এই ব্যবস্থা বলে আক্রমণ দিলীপ ঘোষের। তিনি বলেন, “এতদিন পর্যন্ত বিরোধী পক্ষোর থেকে যে নাম পাঠানো হয় তাঁকেই পিএসি-র চেয়ারম্যান করা হতো। আমরা যাঁর নাম পাঠিয়েছিলাম তাঁকে চেয়ারম্যান করা হয়নি। বিরোধী আর সরকারের ভূমিকা পালন করতে চাইছে।" দিলীপ ঘোষের অভিযোগ, বিরোধী শূন্যভাবে সরকার চালাতে চাইছে।
জল্পনা, গুঞ্জন, বিতর্ক সত্যি করে গতকালই বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মুকুল রায়। তাঁর নাম ঘোষণা হতেই প্রতিবাদে ওয়াকআউট করে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, তৃণমূল বিধানসভার প্রথা ভেঙেছে। শুক্রবার বাজেট অধিবেশনের শেষ দিনে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসেবে মুকুলের নাম ঘোষণা করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আর তারপরই বিধানসভা থেকে ওয়াকআউট করে বিজেপি। বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী গতকালই অভিযোগ করেন, স্পিকারের ক্ষমতা কাজে লাগিয়ে মুকুল রায়কে পিএসি চেয়ারম্যান করেছেন ঐতিহ্য ভেঙে।
পিএসি-তে মোট সদস্য সংখ্যা ২০। মনোনয়নের সময় ১৩ জন তৃণমূল বিধায়কের নাম জমা পড়ে। বিজেপির তরফে জমা দেওয়া হয় ৬ জনের নাম। মনোনয়ন জমা দিয়েছিলেন মুকুল রায়ও। পিএসি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরই পাল্টা সুর চড়িয়েছে বিজেপি। সংসদীয় ও পরিষদীয় রাজনীতির রেওয়াজ অনুযায়ী, বিরোধী দলক দেওয়া হয়ে থাকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ। চলতি বছর বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হিসেবে শপথ নেন। এরপর যোগ দেন তৃণমূলে। মুকুল রায় বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হওয়ার পর ফের তাঁর বিধায়ক পদ খারিজের দাবিতে সরব বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এই দাবি নিয়ে যতদূর যেতে হয় তাঁরা যাবেন।