কলকাতা: একদিকে যখন কনকনে ঠাণ্ডায় কাঁপছে কাশ্মীর, তখন চৈত্রের তীব্র দহনে পুড়ছে দক্ষিণবঙ্গ। মাথার ওপর গনগনে সূর্য। বাতাসে আগুনের আঁচ। গত কয়েকদিন ধরে এভাবেই পুড়ছে কলকাতা সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলি। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ১ ডিগ্রি নামলেও অস্বস্তি কমেনি এতটুকু।

বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি।  আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এখনও পরিস্থিতি বদলের সম্ভাবনা নেই। আগামী কয়েকদিনও লু বইবে কলকাতায়। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে চলবে তীব্র তাপপ্রবাহ।

যদিও কনকনে ঠাণ্ডায় কাঁপছে কাশ্মীর। কিন্তু সেই ঠান্ডার ছিটেফোঁটাও পৌঁছচ্ছে না এ বঙ্গে। তার ওপর নিম্নচাপ অক্ষরেখার জেরে ঠান্ডা বাতাস আটকে রয়েছে রাজস্থান, উত্তর প্রদেশ, গুজরাতের আশেপাশে। ফলে শুখা রাজ্যগুলিতে তাপপ্রবাহ না হলেও পুড়ে খাক হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলি।

দখিনা বাতাসে ভর করে চৈত্র ও বৈশাখ মাসে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। এবারও ঢুকছে। কিন্তু তৈরি হচ্ছে না কালবৈশাখীর মেঘ।

ফলে দিনভর গলদঘর্ম দক্ষিণবঙ্গ।