বরানগর: বরানগরের বহুতলে রহস্যজনকভাবে অগ্নিদগ্ধ গৃহবধূর ও তাঁর এক বছরের শিশুকন্যা। হাসপাতালে দু’জনেরই মৃত্যু। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু পুলিশের।
বাঁচানো গেল না উদ্ধার করেও। মৃত্যুর সঙ্গে লড়াইয়ে হেরে গেল দুটি জীবন...
পুলিশ সূত্রে খবর, বুধবার দুপুরে অগ্নিদগ্ধ হন পিঙ্কি রায় নামে ২৬ বছরের এক গৃহবধূ। একই সঙ্গে পুড়ে যায় তাঁর ১ বছর ২ মাসের মেয়েও। প্রতিবেশী ও পরিজনরা পিঙ্কিকে ভর্তি করেন আরজি কর হাসপাতালে, মেয়েকে ভর্তি করা হয় এসএসকেএমে। বৃহস্পতিবার সকালে, মৃত্যু হয় ২ জনেরই। কিন্তু কীভাবে অগ্নিদগ্ধ হলেন ওই গৃহবধূ ও তাঁর শিশুকন্যা?
পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যা? পরিবার সূত্রে খবর, ৬ বছর প্রেমের পর, ৮ বছর আগে বিয়ে হয় অয়ন ও পিঙ্কির। দম্পতির দুই কন্যা সন্তান। ঘটনার সময় বাড়িতে ছিল না বড় মেয়ে। পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরেই গায়ে আগুন দেন পিঙ্কি। সেই সময় কাছে চলে আসে ছোট্ট মেয়ে। তার জেরেই এই জোড়া মৃত্যু।
অস্বাভাভিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
বরানগরের বহুতলে রহস্যজনকভাবে অগ্নিদগ্ধ, উদ্ধারের পর হাসপাতালে মৃত্যু গৃহবধূর ও এক বছরের মেয়ের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Nov 2017 07:57 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -