বাঁচানো গেল না উদ্ধার করেও। মৃত্যুর সঙ্গে লড়াইয়ে হেরে গেল দুটি জীবন...
পুলিশ সূত্রে খবর, বুধবার দুপুরে অগ্নিদগ্ধ হন পিঙ্কি রায় নামে ২৬ বছরের এক গৃহবধূ। একই সঙ্গে পুড়ে যায় তাঁর ১ বছর ২ মাসের মেয়েও। প্রতিবেশী ও পরিজনরা পিঙ্কিকে ভর্তি করেন আরজি কর হাসপাতালে, মেয়েকে ভর্তি করা হয় এসএসকেএমে। বৃহস্পতিবার সকালে, মৃত্যু হয় ২ জনেরই। কিন্তু কীভাবে অগ্নিদগ্ধ হলেন ওই গৃহবধূ ও তাঁর শিশুকন্যা?
পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যা? পরিবার সূত্রে খবর, ৬ বছর প্রেমের পর, ৮ বছর আগে বিয়ে হয় অয়ন ও পিঙ্কির। দম্পতির দুই কন্যা সন্তান। ঘটনার সময় বাড়িতে ছিল না বড় মেয়ে। পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরেই গায়ে আগুন দেন পিঙ্কি। সেই সময় কাছে চলে আসে ছোট্ট মেয়ে। তার জেরেই এই জোড়া মৃত্যু।
অস্বাভাভিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।