দক্ষিণ ২৪ পরগনা: আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করায় উপকূলরক্ষী বাহিনীর হাতে আটক ১৯ জন বাংলাদেশি মৎস্যজীবী। সূত্রের খবর, সোমবার বঙ্গোপসাগরে বাংলাদেশের দিক থেকে আসা একটি নৌকার সন্দেহজনক গতিবিধি দেখে সন্দেহ হয় উপকূলরক্ষী বাহিনীর।


নৌকা থেকে আটক করা হয় ১৯ জন বাংলাদেশি মৎস্যজীবীকে। ভুল করে আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে ফেলেন বলে দাবি আটক মৎস্যজীবীদের। এনিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা চলছে বলে সূত্রের খবর।


ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর তরফে জানানো হয়েছে, ৭ তারিখ রাতে কোস্টগার্ডের একটি কপ্টার আকাশে চক্কর কাটতে কাটতে দেখতে পায় যে, একটি বাংলাদেশি ট্রলার ভারতীয় জল সীমায় ঢুকে পড়েছে। ট্রলারের সঙ্গে যোগাযোগ করা হলে, কোনও উত্তর না মেলায় ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জাহাজ আইসিজিএস ভারাদ-কে সেখানে পাঠানো হয়।


৮ তারিখ ভোরে ট্রলারটি ঘিরে ফেলে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। দেখা যায়, সেটি মৎস্যজীবীদের ট্রলার "রাণা"। সেই সময় তাতে ১৯ জন বাংলাদেশি মৎস্যজীবী ছিলেন। জানা যায়, ১৫ তারিখ তারা কক্সবাজার থেকে রওনা দিয়েছিল। মাঝ সমুদ্রে ট্রলার খারাপ হওয়ায় তা ভারতের দিকে স্রোতে ভেসে চলে আসে।



মাঝ-সমুদ্রে বিকল হওয়া বাংলাদেশের ট্রলারকে দড়ি দিয়ে টেনে নিয়ে যাচ্ছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জাহাজ। ছবি সৌজন্য ভারতীয় উপকূলরক্ষী বাহিনী

উপকূলরক্ষী বাহিনীর তরফে জানানো হয়, ট্রলারে মৎস্যজীবীদের কাছে কোনও খাবার বা জল ছিল না। সঙ্গে সঙ্গে তাদের জন্য খাবার সহ প্রাথমিক চিকিৎসার বন্দোবস্ত করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ডের সঙ্গে যোগাযোগ করা হয় ফেরত পাঠানোর জন্য।


এখানে বলে রাখা প্রয়োজন, ঠিক একইভাবে গত সপ্তাহে বঙ্গোপসাগরে গভীর সমুদ্রে বিকল হয়ে যাওয়ার পর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক হয় ভারতীয় ট্রলার। গ্রেফতার হন ১৭ জন ভারতীয় মত্‍স্যজীবী।

মত্‍স্যজীবী সংগঠন সূত্রে খবর, FB শিবানী নামে ট্রলারটি রবিবার ১৭ জন মত্‍স্যজীবীকে নিয়ে কাকদ্বীপ থেকে রওনা দেয়। পরদিনই, অর্থাত্‍ সোমবার, ট্রলারটি আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ।


গ্রেফতার করা হয় ট্রলারে থাকা সকল ভারতীয় মত্‍স্যজীবীকে। তাঁদের তুলে দেওয়া হয় বাংলাদেশের মোংলা পোর্ট থানার পুলিশের হাতে। মত্‍স্যজীবী সংগঠন সূত্রে খবর, মাঝ সমুদ্রে সম্ভবত, ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। ভারতীয় জলসীমানার মধ্যেই ট্রলারটি ভাসছিল।


সেই সময় পূর্ব দিকে স্রোত থাকায় ট্রলারটি বাংলাদেশের দিকে ভেসে যেতে থাকে। তারপরই ট্রলারটি আটক করে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী।


ভারতীয় মত্‍স্যজীবীদের দেশে ফেরাতে পদক্ষেপের জন্য সরকারের কাছে আবেদন জানায় মত্‍স্যজীবী সংগঠনগুলি। দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন সূত্রে খবর, ভারতীয় মত্‍স্যজীবীদের ফেরানোর বিষয়ে সংশ্লিষ্ট দফতর ও মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।