কলকাতা: চাপের মুখে বর্ধিত ভাড়া প্রত্যাহার করল রেল (Eastern Railway)। মেমু প্যাসেঞ্জার ট্রেনের (Train) বর্ধিত ভাড়া প্রত্যাহার। লকডাউনের (Lockdown) আগের হারেই নেওয়া হবে ভাড়া, সিদ্ধান্ত ঘোষণা পূর্ব রেলের। লোকাল ট্রেনে যে দূরত্ব যেতে ১০ টাকা লাগত, এখন সেখানে যেতে দিতে হচ্ছে ৩০ টাকা। প্ল্যাটফর্ম টিকিট (Platform Ticket) এবং স্বল্প দূরত্বের যাত্রীবাহি ট্রেনের টিকিটের বর্ধিত মূল্য নিয়ে শুক্রবার রেলের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয় স্টেশন চত্বরে ভিড় সামাল দেওয়ার জন্য এমনটা করা হয়েছিল।           

  


জানা গিয়েছে, করোনা পরিস্থিতিতে খুব প্রয়োজন না পড়লে মানুষজন ট্রেনে না ওঠেন, তাই এমন নির্দেশ জারি হয়েছিল। ভাড়া বাড়িয়ে ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছিল রেলের তরফে। লোকাল ট্রেন চালু হলেও রেলের পক্ষ থেকে বারবার প্রচার করা হচ্ছে, জরুরি প্রয়োজন ছাড়া মানুষ যেন ট্রেনে সফর না করেন । না হলে ট্রেনে ভিড় হলে সংক্রমণও বাড়ার আশঙ্কা রয়ে যাচ্ছে।               


আরও পড়ুন, বাংলা সবসময় মিথ্যা প্রচার ও ঘৃণার রাজনীতির বদলে উন্নয়ন ও ঐক্যকে বেছে নেবে, ট্যুইট মমতার


পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছিলেন, করোনাকালে যাতে কম সংখ্যক যাত্রী ট্রেনে সফর করেন, সে কথা ভেবে রেল বোর্ডের তরফে এই নির্দেশ জারি করা হয়েছে। রেল কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী প্যাসেঞ্জার ট্রেন ও মেমু ট্রেনের ক্ষেত্রে আজ থেকে লাগু হচ্ছে এই বর্ধিত ভাড়া । এই ট্রেনগুলির ক্ষেত্রে মেল বা এক্সপ্রেস ট্রেনের ভাড়া নেওয়া হবে ।


কিন্তু এরপরই বর্ধিত ভাড়া নিয়ে ক্ষোভ বাড়তে শুরু করে। নাজেহাল হতে হয় সাধারণ মানুষকে।  ভাড়া বেড়েছে বর্ধমান-রামপুরহাট, বর্ধমান-আসানসোল, বর্ধমান-গুসকরা, বর্ধমান-বোলপুর স্টেশন-সহ আরও বেশ কয়েকটি প্যাসেঞ্জার ট্রেনেরও।