উত্তর ২৪ পরগনা: অত্যাধুনিক স্নাইপার রাইফেল লঞ্চ করল ইছাপুর রাইফেল ফ্যাক্টরি। ৭.৬২ এমএম-এর স্নাইপার রাইফেলের দাম আড়াই লক্ষ টাকা। আটশো মিটার দূরের লক্ষ্যবস্তুকে নিশানা করতে সক্ষম এই অত্যাধুনিক রাইফেল।
টেলিস্কোপ বসানো দূরপাল্লার আগ্নেয়াস্ত্র। পোশাকি নাম স্নাইপার রাইফেল। জঙ্গি মোকাবিলায় এর জুড়ি মেলা ভার। মঙ্গলবার এরকমই অত্যাধুনিক স্নাইপার রাইফেল প্রকাশ্যে আনল ইছাপুর রাইফেল ফ্যাক্টরি। রাইফেলটি ৮০০ মিটার দূরের লক্ষ্যবস্তুকে নিশানা করতে সক্ষম। ওজন- ৬ থেকে ৭ কেজি। গুলি- ৭.৬২ এমএম। দাম- আড়াই লক্ষ টাকা।
রাইফেল লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনারও। স্নাইপ পাখির নাম থেকে এই রাইফেলের নাম। স্নাইপ পাখিকে শিকার করা অত্যন্ত কঠিন। যেখানে থাকে সেখানকার রঙের সঙ্গে মিশে যায়।
মুম্বইয়ে ২৬/১১-র জঙ্গি হামলায় নরিম্যান হাউস দখলমুক্ত করতে এনএসজি কম্যান্ডোরা যখন ঢুকেছিলেন, তাঁদের সহায়তা দিতে আশপাশের বহুতলে স্নাইপার তাক করে লুকিয়েছিলেন ভারতীয় নৌবাহিনীর মার্কোস বা মেরিন কম্যান্ডোরা। এবার সেই স্নাইপার রাইফেলই তৈরি হচ্ছে ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে।
অত্যাধুনিক স্নাইপার রাইফেল প্রকাশ করল ইছাপুর রাইফেল ফ্যাক্টরি, দাম আড়াই লক্ষ টাকা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Aug 2017 11:38 PM (IST)
অনুষ্ঠানে উপস্থিত ইছাপুর রাইফেল ফ্যাক্টরিরর জেনারেল ম্যানেজার রত্নেশ্বর ভার্মা ও কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমার।
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -