ব্রতদীপ ভট্টাচার্য, ঝালদা : ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশের পর এবার নতুন অডিও ক্লিপ সামনে আনল পরিবার। তাদের অভিযোগ, শুধু ঝালদা থানার আইসি নন, তৃণমূল কর্মীরাও কংগ্রেস কাউন্সিলরকে হুমকি দিচ্ছিলেন।


ক্লিপ সামনে এনে পরিবারের অভিযোগ, শুধু ঝালদা থানার আইসি নন, তৃণমূল কর্মীরাও কংগ্রেস কাউন্সিলরকে হুমকি দিচ্ছিলেন। নিহতের পরিবারের দেওয়া অডিও ক্লিপে এক যুবককে তপন কান্দুকে ফোনে হুমকি দিতে শোনা যায়। পরিবারের দাবি, ওই কণ্ঠস্বর অমল কান্দু নামে এক তৃণমূল কর্মীর। অডিও ক্লিপ সিবিআইকে দেওয়া হবে বলে জানিয়েছে নিহত তপন কান্দুর পরিবার।

কী জানালেন অমল কান্দু 


কণ্ঠস্বর আমার তবে তা অনেক আগের, দাবি অভিযুক্ত তৃণমূল কর্মী অমল কান্দুর। একদিনের ঘটনা নয়, আগেও হুমকি দিয়েছে তৃণমূল, দাবি নিহত কংগ্রেস কাউন্সিলরের স্ত্রী পূর্ণিমা কান্দুর।





সিবিআই তদন্তের নির্দেশ

ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। নিহতের পরিবার শুরু থেকে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুললেও, রাজ্য সরকার তদন্তে পুলিশেরই সিট তৈরি করে। সোমবার কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিতে গিয়ে বলেছে, অভিযোগকারী এবং মানুষের মনে আস্থা ফেরাতেই এই নির্দেশ।

পুলিশের ভূমিকা নিয়ে কড়া পর্যবেক্ষণ হাইকোর্টের 

ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনায়, সিবিআই তদন্তের নির্দেশের পাশাপাশি, পুলিশের ভূমিকা নিয়ে কড়া পর্যবেক্ষণ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই ঘটনায় নিহতের পরিবার শুরু থেকেই আইসি’র বিরুদ্ধে অভিযোগ তুলেছিল। পুরুলিয়ার পুলিশ সুপার রবিবার আইসি’কে ক্লিনচিট দিলেও, সেই তত্ত্ব খারিজ করে দিয়েছে তপন কান্দুর পরিবার ।
বিচারপতির মন্তব্য, অভিযোগকারী এবং মানুষের মনে আস্থা ফেরাতেই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআই তদন্তেই ধরা পড়বে ষড়যন্ত্রীরা। আশাবাদী নিহত তপন কান্দুর স্ত্রী। সিবিআই তদন্তে ভরসা রাখছেন ধৃত নরেন কান্দুর পরিবারও।

( অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। )