কলকাতা: সোমবার সকাল সকাল নাম না করেই তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে শাণিত আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সম্প্রতি রাজ্যপালের সঙ্গে অপরাধীদের যোগসূত্র নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তোলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সংবিধানের ধারা উল্লেখ করে রাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে মামলার দাবিও করেন তিনি। এরই জবাবে, কোনও নাম না করেই দিলীপ ঘোষ বলেন, 'সুপ্রিম কোর্টের আইনজীবী, অথচ জানেন না, রাজ্যপালের বিরুদ্ধে মামলা দায়ের করা যায় না? ওঁর জলে ডুবে মরা উচিত।'


এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া দেন তৃণমূলের আইনজীবী সাংসদও। তিনি বলেন, মামলা করা যায় কি না, তা তো হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বলবে, কিন্তু তারা  ওই প্রশ্নগুলির জবাব দিতে পেরেছে কি?

তিনি আরও বলেন, কোনও রাজ্যপাল যদি রাজভবনে বসে খুন-ধর্ষণ করেন, তাহলেও কি তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা যাবে না?

সম্প্রতি ED-র নথি জাল করে মামলা প্রভাবিত করার চেষ্টার অভিযোগে সুদীপ্ত রায়চৌধুরী ও বেআইনি সংস্থার মাধ্যমে কালো টাকা সাদা করার অভিযোগে গোবিন্দ আগরওয়াল নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। গোবিন্দ আগরওয়ালের গ্রেফতারিকে রাজনৈতিক আখ্যা দিয়ে, প্রশাসনের দিকে প্রশ্ন তুলে ট্যুইট করেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

রাজ্যপাল অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করছেন বলে চাঞ্চল্যকর অভিযোগ তোলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এমনকি সংবিধানের ধারা উল্লেখ করে রাজ্যপালের বিরুদ্ধে মামলা পর্যন্ত করার দাবি জানিয়েছেন তৃণমূল সাংসদ।

যা নিয়ে আগেও কল্যাণকে তীব্র কটাক্ষ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, 'উনি সুপ্রিম কোর্টের আইনজীবী হয়েও আইন জানেন না। সাহস থাকলে রাজ্যপালের বিরুদ্ধে মামলা করুন। তৃণমূল এমন একজনকে মুখপাত্র বানিয়েছে যে, এখন রোজই তামাশা দেখতে হবে। বাংলার রাজনীতিতে এতবড় জোকার নেই।'

বঙ্গ রাজনীতিতে শাসক দলের সঙ্গে রাজ্যপালের সংঘাতের ইতিহাস দীর্ঘদিনের। সেই সংঘাতেই এবার নতুন মোড়।