হুগলি: অন্তঃসত্ত্বা বধূ ও শিশুর মর্মান্তিক পরিণতি। হুগলির বলাগড়ে পুত্রবধূ ও তাঁর সন্তানকে পুড়িয়ে খুনের অভিযোগ শাশুড়ির বিরুদ্ধে। পারিবারিক অশান্তির জেরে মহালয়ায় অন্তঃসত্ত্বা বধূ ও তাঁর শিশুপুত্রকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ।
মৃতের পরিবারের অভিযোগ, পারিবারিক অশান্তির জেরে দীর্ঘদিন ধরে বধূর ওপর অত্যাচার চালাতেন জা ও শাশুড়ি। মঙ্গলবার সকালে অশান্তি চরম আকার নেয়।
অভিযোগ, বাইরে থেকে শিকল আটকে দিয়ে, ঘরে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেন শাশুড়ি।
বন্ধ ঘরে আগুনে ঝলসে যায় অন্তঃসত্ত্বা মা ও ছেলে!
হাসপাতালে নিয়ে গেলেও মা-ছেলেকে বাঁচানো যায়নি। মৃতের স্বামী জানিয়েছেন, তিনি বাড়িতে ছিলেন না। মায়ের সঙ্গে তাঁর স্ত্রীর অশান্তি হত বলেও জানিয়েছেন তিনি। মায়ের বিরুদ্ধে ওঠা অভিযোগও খারিজ করেননি তিনি।
ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। যদিও এখনও অধরা অভিযুক্তরা।
বন্ধ ঘরে কেরোসিন ঢেলে অন্তঃসত্ত্বা বধূ ও শিশুকে পুড়িয়ে খুন, অভিযুক্ত শাশুড়ি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Sep 2017 07:07 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -