মালদা: দরিদ্র হিন্দু পরিবারের অন্ত্যেষ্টিতে এগিয়ে এসে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির গড়লেন মালদার মানিকচক ব্লকের অন্তর্গত শেখপুরা গ্রামের মুসলিম বাসিন্দারা।


খবরে প্রকাশ, যকৃৎ ক্যান্সারে দীর্ঘ রোগভোগের পর গতকাল রাতে মৃত্যু হয় গ্রামের বিশ্বজিত রজকের। বিশ্বজিতের চিকিৎসার জন্য সর্বসান্ত হয়ে পড়ে তাঁর গোটা পরিবার। এমনকী, অন্ত্যেষ্টির খরচও জোগাড় করে উঠতে পারছিলেন না তাঁরা। এমনকী ছিল না কোনও লোকবলও।


এমন সময়ে মৃতের প্রতিবেশী কিছু মুসলিম পরিবার সাহায্যের হাত নিয়ে এগিয়ে আসে। তারাই সব কেনাকাটার ব্যবস্থা করে। শুধু আর্থিক ব্যবস্থা করাই নয়, বিশ্বজিতের নিথর দেহ নিজেদের কাঁধে তুলে গ্রামের মুসলিমরাই নিয়ে যায় শ্মশানে। দাহও করেন তাঁরা।


এই ঘটনা জানতে পেরে এগিয়ে আসেন মালদা জেলা পরিষদের সহ-সভাধিপতি গৌর মণ্ডল। বিশ্বজিতের শেষযাত্রায় তিনিও সামিল হন। এপ্রসঙ্গে বিশ্বজিতের প্রতিবেশী কয়েকজন মুসলিম গ্রামবাসী জানান, হিন্দু ও মুসলিম একই মায়ের সন্তান। আমাদের উচিত একে অপরকে দেখা। এটা দেশের কাছে একটা উদাহরণ হয়ে থাকবে।