কোন পথে নবান্ন অভিযান এক নজরে দেখে নেওয়া যাক। রানি রাসমণি অ্যাভিনিউ, পিটিএস, রেস কোর্স, খিদিরপুর, সাঁতরাগাছি ও হাওড়া রেল মিউজিয়ামের সামনে থেকে মিছিল করে শুরু হবে নবান্ন অভিযান। লালবাজার সূত্রে খবর, পদস্থ পুলিশকর্তাদের নেতৃত্বে মোট ২০০০ পুলিশ কর্মী মোতায়েন থাকবেন। ডাফরিন রোড, হুগলি ব্রিজের মুখে থাকবে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা। জায়গায় জায়গায় থাকবে ব্যারিকেড। টহল দেবে হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড।
সপ্তাহের প্রথম দিনেই বামেদের নবান্ন অভিযান ঘিরে ব্যাপক যানজটের আশঙ্কা। আজ দ্বিতীয় হুগলি সেতুর বদলে হাওড়া ব্রিজ ও নিবেদিতা সেতু ব্যবহারের পরামর্শ দিয়েছে পুলিশ। যান নিয়ন্ত্রণ করা হবে ডাফরিন রোড, মেয়ো রোড, রেড রোড, আলিপুর রোড, এজেসি বোস রোড, স্ট্র্যান্ড রোড, হেস্টিংস, খিদিরপুর রোডে।
হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ের ব্যাতড় মোড়, শিবপুরের কাজিপাড়া ও আন্দুল রোডের লক্ষ্মীনারায়ণতলায় থাকবে পুলিশের ব্যারিকেড। পরিস্থিতি মোকাবিলায় থাকছে জল কামান, কাঁদানে গ্যাস, র্যাফ ও কমব্যাট ফোর্স। এছাড়াও, দ্বিতীয় হুগলি সেতুতে ওঠার মুখে ক্যারি রোডেও থাকছে পুলিশি ব্যারিকেড। যানজট এড়াতে কোনা এক্সপ্রেসওয়ের কলকাতামুখী গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে হাওড়া-আমতা রোড ও টিকিয়াপাড়া বাইপাস দিয়ে। ফোরশোর রোডের পরিবর্তে গাড়ি জিটি রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।