৪ বছরের শিশুকে ‘যৌন নির্যাতন’, অভিযুক্ত প্রতিবেশীকে গণপিটুনি স্থানীয়দের, পরে গ্রেফতার
নদিয়া: অনুষ্ঠান বাড়িতে কয়েক মুহূর্তের জন্য মায়ের ছেড়ে গিয়েছিল চার বছরের শিশুটির। তার মধ্যেই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। বাড়ি থেকে বার করে নিয়ে গিয়ে শিশুটিকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল এক প্রতিবেশীর বিরুদ্ধে। নদিয়ার নাকাশিপাড়া থানার সোনাতলা গ্রামের ঘটনা। নির্যাতিতা শিশুর মায়ের দাবি, রবিবার রাতে তিনি মেয়েকে নিয়ে প্রতিবেশীর বাড়িতে একটি অনুষ্ঠানে যান। তার মধ্যেই শিশুটি নিখোঁজ হয়ে যায়। চারদিকে যখন খোঁজাখুঁজি চলছে, তখন বাড়ির পিছন থেকে শিশুটির চিৎকার শোনা যায়। সকলে গিয়ে দেখেন, শিশুটি অঝোরে কাঁদছে। তার সামনে দাঁড়িয়ে তাপস মজুমদার নামে এক ব্যক্তি। শিশুর মায়ের দাবি, জিজ্ঞেস করতেই মেয়ে সব জানায়। এরপরই তাপস মজুমদার নামে অভিযুক্তকে ধরে স্থানীয়রা গণপিটুনি দেন বলে অভিযোগ। তাঁর কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা। পরে শিশুর পরিবার নাকাশিপাড়া থানায় অভিযোগ দায়ের করলে তার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে।