তমলুক: তমলুক জেলা হাসপাতালে সদ্যোজাত বদলের অভিযোগ। মায়ের কাছে আসল শিশুকে ফিরিয়ে হাসপাতালের কর্মীরা পাঁচশো টাকা দাবি করেন বলেও অভিযোগ প্রসূতির পরিবারের। বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন হাসপাতালের সুপার।
রবিবার রাতে তমলুক হাসপাতালে ভর্তি হন অন্তঃসত্ত্বা ঝর্না সাউ সামন্ত। তাঁর দাবি, সোমবার সকালে সন্তান প্রসবের পর তাঁকে বলা হয় ছেলে হয়েছে। সদ্যোজাতকে দেখিয়ে জানানো হয়, তার ওজন ২ কিলো ৮০০ গ্রাম।
ঝর্নার দাবি, এর কয়েকঘণ্টা পর অন্য এক সদ্যোজাতকে কোলে দিয়ে বলা হয়, এটাই তাঁর ছেলে। এরপরের ঘটনা তো আরও চাঞ্চল্যকর! সদ্য মা হওয়া ঝর্নার দাবি, শিশু বদলের কথা সরাসরি স্বীকার করে নিয়ে আসল শিশু ফিরিয়ে দিতে ৫০০ টাকা দাবি করেন হাসপাতালের কর্মীরা।
কিন্তু, পরিবারের সদস্যরা এনিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করার পর তাঁরা আসল সদ্যোজাতকে এনে ঝর্নার কোলে দিয়ে দেয়।
পরিবারের প্রশ্ন, ভাগ্যিস ঝর্না সজাগ ছিলেন, না হলে না জানি কী হত?
হাসপাতালের সুপার শিশু বদলের অভিযোগের প্রেক্ষিতে তদন্তের আশ্বাস দিয়েছেন।
কয়েকমাস আগেই এরাজ্যে শিশুপাচার চক্রের নেটওয়ার্কের পর্দাফাঁস হয়েছে। সেক্ষেত্রেও হাসপাতালে এভাবেই সদ্যোজাত বদল করা হত বলে অভিযোগ। তমলুকের ঘটনার নেপথ্যেও কি সেরকম কোনও রহস্য রয়েছে? প্রশ্ন অনেকেরই।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
হাসপাতালে শিশুবদল, মায়ের কাছে আসল বাচ্চা ফিরিয়ে দিয়ে টাকা চাইল কর্মীরা, তদন্তে কর্তৃপক্ষ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Nov 2017 06:21 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -