শ্যামনগর: আক্রান্ত বিজেপি কর্মীর মৃত্যু ঘিরে থমথমে উত্তর ২৪ পরগনার শ্যামনগর। বিজেপির অভিযোগ, খুনের নেপথ্যে তৃণমূল। অভিযোগ অস্বীকার শাসক দলের।

বিজেপি নেতা খুনের অভিযোগে উত্তপ্ত বাগনান। অন্যদিকে, আক্রান্ত বিজেপি কর্মীর মৃত্যু উত্তর ২৪ পরগনার শ্যামনগরে। অষ্টমীর রাতে বাইক নিয়ে বেরিয়েছিলেন ঠাকুর দেখতে। আর ফেরেননি। এক বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় থমথমে জগদ্দল থানার শ্যামনগর। মৃতের নাম মিলন হালদার। বাড়ি শ্যামনগরের কাউগাছি-চণ্ডীতলা। বয়স ২৯। পরিবারের দাবি, ঠাকুর দেখে বাড়ি ফেরার সময় মিলনের ওপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। রড, বাঁশ দিয়ে মাথায় মারা হয় মিলনের। এলাকার বাসিন্দারা তাঁকে রক্তাক্ত অবস্থায় ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে কলকাতায় নিয়ে যাওয়া হলেও কয়েকটি সরকারি হাসাতালে বেড মেলেনি। শেষে ভর্তি করা একটি বেসরকারি হাসপাতালে। মঙ্গলবার রাতে মৃত্যু হয় মিলনের।

মৃত বিজেপি কর্মীর আত্মীয় অরূপ বিশ্বাস বলেন, ‘বিজেপি করায় তৃণমূলের রাগ ছিল। তাই ওকে খুন করেছে।’ সকালে মৃত্যুর খবর জানাজানি হলে শোকের ছায়া নেমে আসে এলাকায়। পরিবারের সঙ্গে দেখা করেন বিজেপি নেতারা। তাঁদেরও অভিযোগ তৃণমূলের দিকে।

ঘটনার জেরে থমথমে গোটা এলাকা। দোষীদের কঠোর শাস্তির দাবি পরিবারের।