কলকাতা: কোভিডের (Corona) ওমিক্রন ভ্যারিয়েন্ট (Omicron Variant) নিয়ে সতর্ক স্বাস্থ্য দফতর (Department Of Health)। স্বাস্থ্য ভবন (Swastha Bhawan) সূত্রে খবর, স্বাস্থ্য দফতরের (Department of Health) তরফে সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সতর্কতামূলক নির্দেশিকা পাঠানো হয়েছে।


সেই নির্দেশিকায় বলা হয়েছে,  হাই রিস্ক দেশ থেকে আসা কেউ হাসপাতালে এলে সতর্ক হতে হবে। হাই রিস্ক দেশ থেকে কারা আসছেন, তা জানতে নিয়মিত বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে। সমন্বয় রাখা হচ্ছে রাজ্যের স্বরাষ্ট্র দফতর ও পুলিশের সঙ্গেও। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, পরিবহণ দফতরকে বলা হয়েছে,  ভিন দেশ ও ভিন রাজ্য থেকে আগতরা কোথায় থাকছেন, কেমন আছেন, সে সম্পর্কে খোঁজ রাখতে। পরিবহণ দফতরও ইতিমধ্যে রেলের সঙ্গেও বৈঠক করেছে। 


ওমিক্রন (Omicron Variant) সংক্রমণের ঝুঁকি বিচার করে আরও দুটি দেশকে হাই রিস্ক তালিকায় রাখা হল। ওই দুটি দেশ হল বাংলাদেশ (Bangladesh) এবং সিঙ্গাপুর (Singapur)। এই নিয়ে এখনও পর্যন্ত ১২ টি দেশকে হাই রিস্ক তালিকায় রাখা হয়েছে।  


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক (Union Health Ministry) সূত্রে খবর, তালিকায় থাকা দেশ থেকে কেউ ভারতে এলেই বিমানবন্দরে করোনা পরীক্ষা করা হবে। রিপোর্ট পজিটিভ এলে ভর্তি করা হবে হাসপাতালে।  নমুনা পাঠানো হবে জিন বিশ্লেষণের জন্য।  রিপোর্ট নেগেটিভ এলে সাতদিনের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। ৭ দিন পর ফের কোভিড পরীক্ষা (Covid Test) করাতে হবে। তারপর রিপোর্ট নেগেটিভ এলে বেরনো যাবে। হাই রিস্ক তালিকার বাইরের দেশগুলি থেকে যাঁরা ভারতে আসবেন,  তাঁদের মধ্যে ৫ শতাংশের র‍্যান্ডম  করোনা পরীক্ষা করানো হবে।   


ক্রিস্টমাস থেকে নিউইয়ার, বিশ্বজুড়ে উত্‍সবের মরশুম আসার আগেই ফের চোখ রাঙাতে শুরু করেছে করোনার সংক্রমণ! ডেল্টার (Delta) পর এবার আতঙ্কের নাম ‘ওমিক্রন’। করোনা ভাইরাসের নতুন প্রজাতি যা কি না ৫০ বার বদলেছে জিনের বিন্যাস।  যার মধ্যে ৩২ বারই বদলেছে স্পাইক প্রোটিনের চরিত্র। চিকিত্‍সা পরিভাষায় যার নাম- B.1.1.529। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সূত্রে খবর, সবার প্রথমে ‘ওমিক্রন’-এর সংক্রমণের হদিশ পাওয়া গেছে দক্ষিণ আফ্রিকায়। 


কোভিডের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে বিশ্বজোড়া উদ্বেগের মধ্যে ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা মডার্না আশার কথা শোনাল। ওই সংস্থার দাবি, জরুরি প্রয়োজনে  আগামী বছরের গোড়াতেই ওমিক্রনের ভ্যাকসিন বাজারে আনতে পারবে তারা।  ইতিমধ্যে বিশ্বের ১৬টি দেশে ওমিক্রন সংক্রমণের হদিশ মিলেছে।