কলকাতা: পঞ্চায়েত ভোট প্রক্রিয়ায় কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশকে নিজেদের জয় হিসেবে দেখানোর চেষ্টা করছে বিজেপি। তবে বৃহস্পতিবার হাইকোর্টে ধাক্কা খেতে হয়েছে তাদেরও। তথ্যগোপনের দায়ে এদিন বিজেপিকে ৫ লক্ষ টাকা জরিমানা করেছে কলকাতা হাইকোর্ট।
বৃহস্পতিবার পঞ্চায়েত মামলার শুনানি চলাকালীন তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে অভিযোগ করেন, একই মামলা দু’টি জায়গায় করা যায় না। বিজেপি তথ্যগোপন করেছে। সুপ্রিম কোর্টে মামলার কথা তারা হাইকোর্টকে জানাননি। হাইকোর্টে অতিরিক্ত হলফনামা পেশের সময়ও তারা একথা জানায়নি।
পরে নির্দেশনামা দেওয়ার সময় বিচারপতি সুব্রত তালুকদারও বিজেপির ভূমিকায় উষ্মাপ্রকাশ করেন। তিনি বলেন, আদালতের প্রতি বিজেপির আচরণে সংশোধন দরকার। ৯ তারিখ যখন প্রয়োজন ছিল, তখন তারা আদালতে এলেন, ১০ তারিখ এলেন না। বৃহস্পতিবার আবার প্রয়োজন বলে এসেছেন। বিজেপির রাজনৈতিক কৌশল যাই হোক না কেন, আদালতের প্রতি তাদের মনোভাবে গলদ রয়েছে। এটা গ্রহণযোগ্য নয়। সুপ্রিম কোর্টে মামলার কথাও উল্লেখ করা উচিত ছিল।
এরপরই তথ্যগোপন ও আদালতে গরহাজিরার জন্য বিজেপিকে ৫ লক্ষ টাকা জরিমানা করেন বিচারপতি। বিজেপি নেতৃত্ব অবশ্য এখনই বিশেষ এনিয়ে কিছু বলতে নারাজ। এদিন কলকাতা হাইকোর্টের এজলাসে নিগ্রহের মুখেও পড়তে হয় বিজেপির আইনজীবী সেলের নেতা বিজন ঘোষকে। এদিন তিনি আদালতে একটি নতুন মামলা করতে আসেন। কিন্তু, কর্মবিরতি চলাকালীন কেন তিনি মামলা করতে এসেছেন, এই প্রশ্ন তুলে তাঁকে নিগ্রহ করা হয় বলে অভিযোগ।
পঞ্চায়েত মামলা: তথ্য গোপনের জন্য বিজেপির পাঁচ লক্ষ টাকা জরিমানা হাইকোর্টে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Apr 2018 01:06 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -