কলকাতা: হাইকোর্টে আপাতত স্বস্তি শুভেন্দু অধিকারীর। নিরাপত্তা রক্ষীর মৃত্যু, নন্দীগ্রামে মিছিল ও তমলুকের এসপি-কে হুমকির অভিযোগ, এই তিনটি মামলায় সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখল ডিভিশন বেঞ্চ। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাজ্য সরকার দুটি ও মৃত নিরাপত্তা রক্ষীর স্ত্রীর একটি মামলা করেন। তিনটি মামলাতেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া যাবে না বলে নির্দেশ দেয় সিঙ্গল বেঞ্চ। এদিন সিঙ্গল বেঞ্চের রায় বহাল রেখে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ মামলা শোনার আবেদন খারিজ করে দেয়। 


এর আগে হাইকোর্টে নন্দীগ্রাম মামলা পিছোতে আবেদন করেছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আদালতের কাছে আরও সময় চেয়ে আবেদন করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী তাঁর আবেদনে জানিয়েছেন, সুপ্রিম কোর্টে (Supreme Court) এই মামলা বিচারাধীন। সেখানে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পিছনো হোক হাইকোর্টের শুনানি। যে আবেদন নিয়ে শুভেন্দু অধিকারীর বিরোধীপক্ষের কী মতামত বা কলকাতা হাইকোর্টের কী বক্তব্য বা পর্যবেক্ষণ তা জানা যাবে আজই। আজ দুপুরে এই মামলার শুনানি রয়েছে বিচারপতি শম্পা সরকারের এজলাসে।


নন্দীগ্রাম মামলা সুপ্রিম কোর্টে বা দেশের অন্য কোনও কোর্টে স্থানান্তর করতে চেয়ে আগেই সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের জয়ী বিধায়কের কলকাতা হাইকোর্টে করা এদিনের আবেদনে সেই প্রসঙ্গেরই উল্লেখ রয়েছে। তাঁর বক্তব্য সুপ্রিম কোর্টে যে মামলা বা তাঁর কোনও অংশ বিচারাধীন, তা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত যেন কলকাতা হাইকোর্টে দাখিল হওয়া নন্দীগ্রাম মামলা নিয়ে কোনও পদক্ষেপ না গ্রহণ করা হয়। সেই দাবি রেখেই মামলা পিছোনোর আবেদন বিরোধী দলনেতার। শুভেন্দু অধিকারীর যে আবেদন নিয়ে তাঁর বিরোধীপক্ষ তথা রাজ্যের শাসকদলের পক্ষে কী বক্তব্য তা অবশ্য প্রকাশ্যে আসেনি। হাইকোর্টে আবেদনের শুনানির মাঝে তারা কী জানায়, বা গোটা বিষয়ে হাইকোর্টই বা কী পর্যবেক্ষণ জানায়, আপাতত তা জানতেই অপেক্ষায় সবপক্ষ।


নন্দীগ্রাম কেন্দ্রে গণনায় কারচুপি সহ একাধিক অভিযোগে গত ১৭ জুন হাইকোর্টে মামলা দায়ের করেন বিধানসভা ভোটে নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।