WB Election 2021 LIVE: তৃণমূলেই আছি, কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল, মিটে গেছে, শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর ভোলবদল জিতেন্দ্র তিওয়ারির

West Bengal Assembly Elections 2021 LIVE Updates, 18 December 2020: ভারতের কৃষকরা মোদির সঙ্গে আছেন, দিদির সঙ্গে নয়, দাবি বিজেপি রাজ্য সভাপতির

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 19 Dec 2020 12:20 AM
জিতেন্দ্র তিওয়ারির পর এবার বিশ্বজিত্‍ কুণ্ডু? কালনার বিধায়কের ফোন তৃণমূল সাংসদ সৌগত রায়কে। ‘তৃণমূলেই আছি, তৃণমূলেই থাকব।’ দলকে জানিয়েছেন বিশ্বজিত্‍ কুণ্ডু, দাবি তৃণমূলের।
সুনীল মণ্ডলের বাড়িতে শুভেন্দুর সঙ্গে বৈঠকের পর তুঙ্গে ওঠে জল্পনা
‘তৃণমূলেই আছি, কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল, মিটে গেছে। দল ছাড়ার কথা বলা ভুল হয়েছিল, মমতার কাছে গিয়ে ক্ষমা চাইব। বিজেপিতে যাব কখনও বলিনি।’ তৃণমূল শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর ভোলবদল জিতেন্দ্র তিওয়ারির।
তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ গড়বেতা ৩ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির। দল ছাড়লেন আকাশদীপ সিংহ। আগামীদিনে পঞ্চায়েত সমিতির সভাপতির পদও ছাড়বেন, জানালেন আকাশদীপ। শুভেন্দু অধিকারীর অনুগামী বলে পরিচিত আকাশদীপ।
তৃণমূল ছাড়লেন কাঁথি উত্তরের বিধায়ক বনশ্রী মাইতি। দলের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিলেন বনশ্রী। তৃণমূলের দেওয়া বাকি সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন তিনি। তৃণমূল কংগ্রেসের সভাপতিকে পাঠালেন ইস্তফাপত্র।
WB Election 2021 LIVE: ৫টাকা কেজি আলু কিনে ৪৫ টাকায় বিক্রি করছে রাজ্য: দিলীপ




কৃষক আন্দোলন নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ। কেন্দ্রের কৃষি-নীতি বিরোধিতা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নেন তিনি। রাজ্য বিজেপি সভাপতি বলেন, ভারতের কৃষকরা মোদির সঙ্গে আছেন, দিদির সঙ্গে নয়। কৃষকরা এতদিন ধরে শোষণের শিকার। কৃষকদের স্বার্থে নতুন কৃষি আইন এনেছে কেন্দ্র।’
বিজেপি রাজ্য সভাপতির দাবি, ৫টাকা কেজি আলু কিনে ৪৫ টাকায় বিক্রি করছে রাজ্য। তাঁর অভিযোগ, ‘আলু-পেঁয়াজ থেকেও কাটমানি খাচ্ছে তৃণমূল। ‘গোটা দেশের কৃষকরা নতুন কৃষি আইনের পক্ষে, বিপক্ষে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়।’
WB Election 2021 LIVE: ফের বাংলার মুখ্যমন্ত্রী হবেন মমতাই: কাকলি




সাংবাদিক সম্মেলনে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, ‘বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। মমতার জনপ্রিয়তা দেখে ভীত বিজেপি। যত আক্রমণ করবেন, তৃণমূল তত সবল হবে। পিএম কেয়ার্সের টাকা কোথায়? ক্যাগ তদন্ত করে দেখুক। মুখ্যমন্ত্রী ভয় পান না, ৩৫ বছর ধরে হার্মাদদের বিরুদ্ধে লড়েছেন। বিজেপি ভয় দেখানোর কৌশল নিলে, সেটা ওদের ভুল ভাবনা। তৃণমূল থেকে নেতাদের ধার করতে হচ্ছে বিজেপিকে। ভয় দেখিয়ে দলবদল করাচ্ছে বিজেপি। অনেক ব্যভিচারী, অবৈধভাবে অর্থ উপার্জনকারীরা চলে যাচ্ছেন। তৃণমূল ছেড়ে যাঁরা বিজেপিতে যাচ্ছেন, তাঁদের প্রত্যাখ্যান করবেন বাংলার মানুষ। বাংলার ইতিহাস-সংস্কৃতি জানে না বিজেপি। ফের বাংলার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষকের উপর যে আঘাত আসছে, তার তীব্র প্রতিবাদ করছে তৃণমূল। বাংলার মানুষ বেইমানদের পছন্দ করেন না। টেবিলের তলায় কী হচ্ছে বাংলার মানুষ ভাল করেই বোঝেন। বেইমানি করাটা অধর্ম, বাংলার মানুষ ভাল ভাবে নেবেন না।’
WB Election 2021 LIVE: বাংলায় গণতন্ত্র নেই, এখনই রাষ্ট্রপতি শাসন দরকার: মুকুল




সাংবাদিক সম্মেলনে বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় বলেন, ‘বাংলায় ১৩৯ জন বিজেপি কর্মী মারা গিয়েছেন। বাংলায় গণতন্ত্র নেই। তৃণমূল ত্যাগের হিড়িক চলছে। যাঁরা তৃণমূল সরকারের পতন চান, তাঁরা বিজেপিতে। যত দিন এগোবে, ততই বিজেপিতে যোগদান বাড়বে। বাংলায় কোনও আইনের শাসন নেই। বাংলায় এখনই রাষ্ট্রপতি শাসন দরকার। সুষ্ঠু অবাধ ভোটের জন্য কেন্দ্রীয় শাসন দরকার।’
WB Election 2021 LIVE: পদ থেকে ইস্তফা তৃণমূলের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক কবিরুল ইসলামের




এবার তৃণমূলের সংখ্যালঘু সেলেও ভাঙন। পদ থেকে ইস্তফা তৃণমূলের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক কবিরুল ইসলামের। সেলের সভাপতি হাজি শেখ নুরুল ইসলামকে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। দল ছাড়ার কারণ হিসেবে গোষ্ঠীদ্বন্দ্ব ও পিকে-র টিমের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূলের ওই নেতা। বিজেপিতে যোগদানের ইঙ্গিত দিয়ে জানিয়েছেন, তিনি শুভেন্দুর সঙ্গেই থাকবেন। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
WB Election 2021 LIVE: তৃণমূল ছাড়লেন ফিরোজ কামাল গাজি ওরফে বাবু মাস্টার




তৃণমূলে ইস্তফার হিড়িক। দল ছাড়লেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের শিক্ষা, তথ্য-সংস্কৃতি ও ক্রীড়া দফতরের কর্মাধ্যক্ষ ফিরোজ কামাল গাজি ওরফে বাবু মাস্টার। ভেড়ি দখল নিয়ে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ এবং সন্দেশখালিতে ২ বিজেপি কর্মী খুনের ঘটনায় তাঁর নাম জড়ায়। দলের একাংশ তাঁকে মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে বলে দু দিন আগে অভিযোগ করেন তৃণমূল নেতা। এরপর আজ দলত্যাগের ঘোষণা। একইসঙ্গে বিজেপিতে যোগদানের ইঙ্গিত দিয়েছেন তৃণমূলের দলত্যাগী নেতা। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
WB Election 2021 LIVE: ব্যারাকপুর, বাদুড়িয়ায় শুভেন্দুর সমর্থনে পোস্টার




ব্যারাকপুরের লালকুঠি এলাকাজুড়ে শুভেন্দুর সমর্থনে পোস্টার। তৃণমূলের দাবি, গোটাটাই বিজেপির চক্রান্ত। পাল্টা গেরুয়া শিবিবের দাবি, তৃণমূলের একাংশই শুভেন্দুর সমর্থনে পোস্টার লাগাচ্ছে।

বাদুড়িয়ার যদুরহাটি পুরাতন বাজারেও আজ সকালে শুভেন্দুর সমর্থনে পোস্টার দেখা যায়। বিজেপিই পোস্টার লাগিয়েছে, দাবি তৃণমূলের। শুভেন্দু দল ছাড়ায় অনেকেই উত্সাহিত, তারাই লাগাচ্ছে পোস্টার, পাল্টা দাবি বিজেপির।
WB Election 2021 LIVE: আসানসোলে শুভেন্দুর সমর্থনে আমরা দাদার অনুগামী লেখা পোস্টার




আসানসোল পুরসভার ৮৫ নম্বর ওয়ার্ডে শুভেন্দুর সমর্থনে আমরা দাদার অনুগামী লেখা পোস্টার। গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।
WB Election 2021 LIVE: অমিত শাহর সভার আগে খড়গপুর শহরজুড়ে শুভেন্দুর সমর্থনে "ভূমিপুত্র" পোস্টার




অমিত শাহর সভার আগে খড়গপুর শহরজুড়ে শুভেন্দুর সমর্থনে পোস্টার। পোস্টারে শুভেন্দুকে মেদিনীপুরের ভূমিপুত্র বলে উল্লেখ করা হয়েছে। বিজেপির দাবি, যে সমস্ত তৃণমূল কর্মীদের পরিবারতন্ত্রে আপত্তি রয়েছে, তারাই লাগিয়েছে পোস্টার। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
WB Election 2021 LIVE: দক্ষিণ কলকাতার ৬টি জায়গায় শুভেন্দুর সমর্থনে পড়ল "নতুন বাংলার সারথি" হোর্ডিং-পোস্টার




দল ছাড়ার পরদিনই দক্ষিণ কলকাতার ৬টি জায়গায় শুভেন্দুর সমর্থনে হোর্ডিং-পোস্টার। আজ সকালে রাসবিহারী, টালিগঞ্জ, বেহালা, যাদবপুর, গোলপার্ক, গড়িয়াহাটে শুভেন্দুর ছবি দেওয়া হোর্ডিং-পোস্টার দেখা যায়। শুভেন্দুর ছবির পাশে লেখা নতুন বাংলার সারথি।
WB Election 2021 LIVE: নিরাপত্তা রক্ষী প্রত্যাহার জিতেন্দ্র তিওয়ারির, "সরকারের এখন মনে হচ্ছে আমার জীবনের মূল্য নেই", প্রতিক্রিয়া দলত্যাগী পাণ্ডবেশ্বরের বিধায়ক




সরকার আগে ভেবেছিল আমার জীবনের মূল্য আছে। এখন ভাবছে নেই। এটা সরকারের ব্যাপার। দল ছাড়ার ঘোষণার পরেই নিরাপত্তা রক্ষী প্রত্যাহার প্রসঙ্গে প্রতিক্রিয়া জিতেন্দ্র তিওয়ারির। কলকাতায় আসছি মেয়ের সঙ্গে দেখা করতে। বিজেপিতে যাচ্ছি না। প্র্যাকটিস করব কোর্টে। জানালেন জিতেন্দ্র।
WB Election 2021 LIVE: এবার তৃণমূল ছাড়লেন বিধায়ক শীলভদ্র দত্ত, দলের প্রাথমিক সদস্যপদ থেকেও ইস্তফা




এবার তৃণমূল ছাড়লেন ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্তও। দলের প্রাথমিক সদস্যপদ থেকেও দিলেন ইস্তফা। মমতাকে চিঠি লিখে করলেন পদত্যাগ। যদিও, এখনও তিনি বিধায়ক পদে থাকবেন বলেও জানালেন। শুভেন্দু-জিতেন্দ্র-শ্যামাপ্রসাদের পর পদত্যাগ শীলভদ্রর। শনিবার মেদিনীপুরে অমিত শাহের সভায় শুভেন্দুর সঙ্গেই শীলভদ্রের থাকার সম্ভাবনা নিয়ে জোর জল্পনা।
WB Election 2021 LIVE: পুরুলিয়াতেও তৃণমূলে ভাঙন, দলত্যাগ রঘুনাথপুর পুরসভার প্রাক্তন পুরপ্রধান ভবেশ চট্টোপাধ্যায়ের




এবার পুরুলিয়াতেও তৃণমূলে ভাঙন। দল ছাড়লেন রঘুনাথপুর পুরসভার প্রাক্তন পুরপ্রধান ভবেশ চট্টোপাধ্যায়। জেলা তৃণমূলের সাধারণ সম্পাদকের পদ থেকেও ইস্তফা দিয়েছেন তিনি। শুভেন্দু অনুগামী বলে পরিচিত তৃণমূলের প্রাক্তন নেতা। সম্প্রতি পুরুলিয়ায় শুভেন্দুর দুটি সভাতেও হাজির ছিলেন রঘুনাথপুর পুরসভার প্রাক্তন পুর প্রধান। বছরখানেক আগে দলের সঙ্গে মতান্তরের জেরে তাঁকে পুর প্রধানের পদ থেকেও সরিয়ে দেওয়া হয়। দল ছাড়া নিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
WB Election 2021 LIVE: কলকাতায় তৃণমূল কার্যালয়ে আগুন, নেপথ্য বিজেপি, দাবি শাসক দলের




খাস কলকাতায় তৃণমূল কার্যালয়ে আগুন। বিজেপিই আগুন লাগিয়েছে বলে তৃণমূলের অভিযোগ। গতকাল রাত সাড়ে ৩টে নাগাদ বিধাননগর পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডে কেষ্টপুরের সিদ্ধার্থনগর এলাকায় তৃণমূলের বিদায়ী কাউন্সিলর বিকাশ নস্করের কার্যালয়ে আগুন লাগে। তৃণমূল নেতার অভিযোগ, হামলার নেপথ্যে বিজেপির হাত রয়েছে। দমকলের ২টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে যায় বাগুইআটি থানার পুলিশ। বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।
তৃণমূল ছাড়লেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। বাঁকুড়া জেলা তৃণমূলের সহ সভাপতি ছিলেন শ্যামাপ্রসাদ।
Suvendu Update: তৃণমূলের সব পদ থেকে ইস্তফা, দল ছাড়লেন শুভেন্দু অধিকারী




তৃণমূল ছাড়লেন শুভেন্দু অধিকারী। মন্ত্রিত্ব, বিধায়ক পদের পর সদস্যপদেও ইস্তফা। তৃণমূলের সদস্যপদ থেকেও পদত্যাগ শুভেন্দুর। তৃণমূলের সব পদ থেকে ইস্তফা । তৃণমূলনেত্রীর কাছে পাঠিয়েছেন পদত্যাগপত্র। পদত্যাগপত্রে দল ছাড়ার কোনও কারণ দেখাননি। গতকালই তৃণমূলের বিধায়ক পদ থেকে ইস্তফা।
Suvendu Update: শুভেন্দুর চিঠির পরই মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের




শুভেন্দুর চিঠির পরই মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের। রাজ্যপালের কাছে রাজনৈতিক যড়যন্ত্রের অভিযোগ করেছিলেন শুভেন্দু। মিথ্যে ফৌজদারি মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগও করেছিলেন। শুভেন্দুর চিঠির পরই তৎপর রাজ্যপাল জগদীপ ধনকড়। চিঠি দিয়ে মুখ্যমন্ত্রীকে যথাযথ পদক্ষেপ করতে বললেন রাজ্যপাল। বিধায়ক পদ থেকে ইস্তফার দিনই রাজ্যপালকে চিঠি শুভেন্দুর।
Suvendu Update: ৭০ থেকে ৭২ জন বিধায়ক, ১০ থেকে ১২ জন সাংসদ, ৪ থেকে ৫ জন জেলা সভাধিপতি অমিত শাহের সভায় যোগ দেবেন বিজেপিতে: কণিষ্ক




দার্জিলিং থেকে দিঘা, ৭০ থেকে ৭২ জন বিধায়ক, ১০ থেকে ১২ জন সাংসদ, ৪ থেকে ৫ জন জেলা সভাধিপতি অমিত শাহের সভায় যোগ দেবেন বিজেপিতে।চাঞ্চল্যকর দাবি শুভেন্দু সঙ্গী কণিষ্ক পণ্ডার।
Suvendu Update: ‘শুভেন্দুর পদত্যাগপত্র বিধিসম্মত নয়, এখনই গৃহীত হচ্ছে না’: বিধানসভার অধ্যক্ষ




‘এখনই গৃহীত হয়নি শুভেন্দু অধিকারীর পদত্যাগপত্র। তিনি বলেন, ‘শুভেন্দুর পদত্যাগপত্র বিধিসম্মত নয়। তাঁর পদত্যাগ আপাতত বিবেচনাধীন। এ নিয়ে পরে সিদ্ধান্ত জানানো হবে।’ জানালেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
WB Election 2021 LIVE: ইস্তফা দিলেন দুর্গাপুর পুরসভার ৪ নম্বর বরোর চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়




তৃণমূলের বিদ্রোহী সাংসদ সুনীল মণ্ডলের বাড়িতে বৈঠকের পরের দিনই ইস্তফা দিলেন দুর্গাপুর পুরসভার ৪ নম্বর বরোর চেয়ারম্যান তথা ৪৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়।
WB Election 2021 LIVE: শুভেন্দু অধিকারীকে সমর্থন জানাতে দল ছাড়ছেন ডানকুনি পুরসভার প্রাক্তন উপ পুরপ্রধান দেবাশিস মুখোপাধ্যায়




এবার বেসুরো ডানকুনি পুরসভার প্রাক্তন উপ পুরপ্রধান দেবাশিস মুখোপাধ্যায়। বেশ কয়েকজন বিদায়ী কাউন্সিলরকে নিয়ে দল ছাড়ার সিদ্ধান্ত। বিদ্রোহী তৃণমূল নেতার দাবি, শুভেন্দু অধিকারীকে সমর্থন জানাতেই এই সিদ্ধান্ত। পাশাপাশি, ভোট কুশলী প্রশান্ত কিশোরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিক্ষুদ্ধ তৃণমূল নেতা। এনিয়ে তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
WB Election 2021 LIVE: 'বেসুরো' কোচবিহারে তৃণমূল যুব কংগ্রেসের জেলা সহ সভাপতি নীতিশরঞ্জন সরকার




বাড়ছে তৃণমূলে বিদ্রোহী নেতার সংখ্যা। এবার বেসুরো কোচবিহারে তৃণমূল যুব কংগ্রেসের জেলা সহ সভাপতি নীতিশরঞ্জন সরকার। ভোট কুশলী প্রশান্ত কিশোরের টিমের সঙ্গে বাংলার মাটির যোগ নেই। তাদের আচরণে তিনি অপমানিত বোধ করছেন বলে জানিয়েছেন কোচবিহারের যুব তৃণমূল নেতা। শুভেন্দু অধিকারীর সঙ্গে থাকবেন বলেও নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
WB Election 2021 LIVE: "অহঙ্কার পতনের কারণ, মানুষকে মানুষের সম্মান দিতে হবে..."অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতার ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা




অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতার ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা। তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষের পোস্টে লেখা, অহঙ্কার পতনের কারণ, মানুষকে মানুষের সম্মান দিতে হবে, রাজনীতি পরে। ভাইপোকে পিছনের সারিতে রাখতে হবে। এই পোস্ট ভাইরাল হতেই বিতর্ক শুরু হয়েছে। তৃণমূল নেতার দাবি, তাঁকে এবং তাঁর দলকে বদনাম করতেই বিজেপির আইটি সেল এই কাজ করেছে। বিজেপির পাল্টা দাবি, দলের ঊর্ধ্বতন নেতৃত্বের কাছ থেকে চাপ আসায় বিজেপির ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা।
Suvendu Updates: সাংগঠনিক সভা নয়, শনিবার মেদিনীপুরে অমিত শাহের জনসভা, খবর বিজেপি সূত্রে




পূর্ব মেদিনীপুর ও কলকাতা: শুধু সাংগঠনিক সভা নয়, রাজ্যে এসে অমিত শাহ করবেন জনসভা। শনিবার মেদিনীপুরে হবে অমিত শাহের জনসভা, বিজেপি সূত্রের খবর। আগে ঠিক ছিল শনিবার হবে অমিত শাহের সাংগঠনিক সভা। গতকাল বিধায়ক পদ থেকে শুভেন্দুর ইস্তফার পরেই এই সিদ্ধান্ত। ফলে এই সিদ্ধান্ত ঘিরে জল্পনা তুঙ্গে।
বক্তব্য রাখতে শুরু করলেন শুভেন্দু অধিকারী...
Suvendu Updates: মালদা জেলা তৃণমূলে ভাঙন, পদ ছাড়লেন শুভেন্দু ঘনিষ্ঠ পাঁচ অঞ্চল সভাপতি




শুভেন্দু অধিকারীর বিধায়ক পদ থেকে ইস্তফার পরেই মালদা জেলা তৃণমূলে ভাঙন। পদ ছাড়লেন শুভেন্দু ঘনিষ্ঠ পাঁচ অঞ্চল সভাপতি। বামনগোলা ব্লকের ওই পাঁচ নেতা জেলা তৃণমূল নেতৃত্বের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। প্রাপ্তিস্বীকার করেছেন জেলা তৃণমূলের কোঅর্ডিনেটর দুলাল সরকার। তৃণমূল সূত্রে খবর, ব্লক নেতৃত্বের প্রতি ক্ষোভের কথা জানিয়ে ইস্তফা দিয়েছেন পাঁচ অঞ্চল সভাপতি। তৃণমূলে পর্যবেক্ষক পদ থাকার সময় মালদার দায়িত্বে ছিলেন শুভেন্দু অধিকারী।
Suvendu Updates: সাংগঠনিক সভা নয়, শনিবার মেদিনীপুরে অমিত শাহের জনসভা, খবর বিজেপি সূত্রে




পূর্ব মেদিনীপুর ও কলকাতা: শুধু সাংগঠনিক সভা নয়, রাজ্যে এসে অমিত শাহ করবেন জনসভা। শনিবার মেদিনীপুরে হবে অমিত শাহের জনসভা, বিজেপি সূত্রের খবর। আগে ঠিক ছিল শনিবার হবে অমিত শাহের সাংগঠনিক সভা। গতকাল বিধায়ক পদ থেকে শুভেন্দুর ইস্তফার পরেই এই সিদ্ধান্ত। ফলে এই সিদ্ধান্ত ঘিরে জল্পনা তুঙ্গে।
Suvendu Updates: সুনীল মণ্ডলের কাঁকসার বাড়ির সামনে ছেঁড়া হল শুভেন্দুর সমর্থনে লাগানো পোস্টার




তৃণমূলের বিদ্রোহী সাংসদ সুনীল মণ্ডলের কাঁকসার বাড়ির সামনে ছেঁড়া হল শুভেন্দুর সমর্থনে লাগানো পোস্টার। গতকাল পোস্টার লাগানো হয়। এরপর সুনীল মণ্ডলের বাড়িতে বৈঠক করেন শুভেন্দু সহ তৃণমূলের বিদ্রোহী সাংসদ-বিধায়করা। আজ সকালে দেখা যায়, পোস্টারে শুভেন্দুর ছবি দেওয়া অংশটি ছেঁড়া।এনিয়ে সুনীল মণ্ডলের কটাক্ষ, যত ছিঁড়বে, ততই বাড়বে বিরোধিতা। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
Suvendu Updates: জলপাইগুড়ির মালবাজারে রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পোস্টার শুভেন্দু অধিকারীর নামে




বিধায়ক পদে শুভেন্দুর ইস্তফার পরের দিনই জলপাইগুড়ির মালবাজারে রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পোস্টার। মালবাজার পুর এলাকার ৬টি জায়গায় এদিন দুই নেতার ছবি দেওয়া পোস্টার দেখা যায়। কোথাও পোস্টারে লেখা, দাদা তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি। কোথাও লেখা, সততার প্রতীক রাজীব বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। তৃণমূলের দাবি, গোটাটাই বিজেপির চক্রান্ত। পাল্টা বিজেপির কটাক্ষ, সত্য প্রকাশ হয়ে পড়ায় সম্মান রক্ষার চেষ্টায় মিথ্যা দোষ চাপাচ্ছে শাসকদল।
Suvendu Updates: কলকাতায় শুভেন্দুর বাড়ির সামনে মমতা-অভিষেকের ছবি সহ হোর্ডিং




বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পরের দিনই কলকাতায় শুভেন্দুর বাড়ির সামনে মমতা-অভিষেকের ছবি সহ হোর্ডিং। সুকিয়া স্ট্রিটের বাড়ির সামনে ওই হোর্ডিংয়ের পাশে আলাদা হোর্ডিংয়ে লেখা, সম্মান-অসম্মান। যে দল গোটা পরিবারকে বহুরকম পদ দিল, ক্ষমতা দিল, উচ্চতা দিল তারা? নাকি নারদের টাকা নেওয়ার ভিডিও দেখিয়ে যারা গ্রেফতার চেয়ে পায়ে সিবিআই-ইডির শিকল পরিয়ে দিল তারা? আসল কারণটা কী?
Suvendu Updates: কলকাতায় শুভেন্দুর বাড়ির সামনে মমতা-অভিষেকের ছবি সহ হোর্ডিং




বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পরের দিনই কলকাতায় শুভেন্দুর বাড়ির সামনে মমতা-অভিষেকের ছবি সহ হোর্ডিং। সুকিয়া স্ট্রিটের বাড়ির সামনে ওই হোর্ডিংয়ের পাশে আলাদা হোর্ডিংয়ে লেখা, সম্মান-অসম্মান। যে দল গোটা পরিবারকে বহুরকম পদ দিল, ক্ষমতা দিল, উচ্চতা দিল তারা? নাকি নারদের টাকা নেওয়ার ভিডিও দেখিয়ে যারা গ্রেফতার চেয়ে পায়ে সিবিআই-ইডির শিকল পরিয়ে দিল তারা? আসল কারণটা কী?
Suvendu Updates: দিল্লি নয়, মেদিনীপুরে অমিত শাহর সভায় বিজেপিতে যোগ দেবেন শুভেন্দু-সুনীল, খবর সূত্রের




মেদিনীপুরে অমিত শাহর সভায় বিজেপিতে যোগ দেবেন শুভেন্দু-সুনীল। তার আগে দিল্লি যাওয়ার পরিকল্পনা বাতিল, খবর সূত্রের। আমরা দুই ভাই, একসঙ্গে কাজ করব। বাংলায় গণতন্ত্র এবং উন্নয়নের জন্য কাজ করব। প্রতিহিংসার রাজনীতি বন্ধ করব। সুনীল মণ্ডল সহ তৃণমূলের বিদ্রোহী নেতাদের বৈঠকে জানিয়েছেন শুভেন্দু, খবর সূত্রের। অমিতের সভায় বিজেপিতে যোগ দিতে চান জিতেন্দ্র তিওয়ারিও, খবর সূত্রের।

প্রেক্ষাপট

পূর্ব মেদিনীপুর: বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পর তমলুকের নিমতৌড়িতে শুভেন্দু অধিকারীর প্রথম সভা।


 


তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে আজ প্রধান বক্তা শুভেন্দু অধিকারী। আজকের সভা থেকে তিনি কী বার্তা দেন, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।


 


গতকালই বিধানসভায় গিয়ে রিসিভিং সেকশনে ইস্তফাপত্র জমা দেন শুভেন্দু অধিকারী। অধ্যক্ষকে ই-মেল করেও ইস্তফাপত্র পাঠান তিনি। বুধবার অত্যন্ত নাটকীয়ভাবে বিধানসভায় পৌঁছন শুভেন্দু অধিকারী।


 


তিনি সাধারণত যে গাড়ি ব্যবহার করে থাকেন, এদিন তাতে নয়, অন্য একটি গাড়িতে আচমকাই বিধানসভার গেটে পৌঁছন শুভেন্দু অধিকারী।
ঢাকা ছিল গাড়ির কাচ।


 


সঙ্গে ছিলেন পুরুলিয়ার কংগ্রেস বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়। সে সময় স্পিকার বিধানসভায় উপস্থিত ছিলেন না। ১টা নাগাদ তিনি বেরিয়ে যান।


 


বিকেল ৪টে নাগাদ শুভেন্দু বিধানসভায় পৌঁছন। বিধানসভার রিসিভিং সেকশনে গিয়ে ইস্তফাপত্র জমা দেন।


 


যদিও বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আমি বিধানসভায় ছিলাম না। শুনেছি, উনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। আমি বিধানসভায় গিয়ে ওনার পদত্যাগপত্র খতিয়ে দেখব। তারপর আইনানুগ যা ব্যবস্থা নেওয়ার নেব।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.