সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: নতুনভাবে ঢেলে সাজানো হবে তারকেশ্বর মন্দির। মঙ্গলবার হুগলি জেলাশাসকের দফতরে তারকেশ্বর উন্নয়ন পর্ষদের একটি বৈঠক হয়। সেখানেই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। তারকেশ্বর মন্দির সংলগ্ন অঞ্চলে থাকা একাধিক পুকুর সংস্কার করা হবে। সেই সঙ্গে এলাকার সৌন্দর্যায়নেরও উদ্যোগ নেওয়া হয়েছে। তারকেশ্বরে ঢোকার মুখেই রণেন খালের উপর দিয়ে যে ব্রিজ রয়েছে তা চওড়া করা হবে। এছাড়াও সেতুর পাশ দিয়ে যাতায়াতের বিকল্প ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্না। এই দিনের বৈঠকে যাবতীয় পরিকল্পনার কাজ দ্রুত শুরু করার উদ্য়োগ নেওয়া হয়েছে। 


বৈঠক শেষে রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্না জানান, পর্ষদের দশম সাধারণ সভা শেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারকেশ্বর মন্দির সংলগ্ন সমগ্র এলাকাকে ঢেলে সাজানো হবে। তিনি বলেন, 'করোনা আবহে বৈঠক দেরীতে হয়েছে। তবে উন্নয়নের কাজ ত্বরান্বিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।' শুধু মন্দির সংলগ্ন এলাকা সাজানোই নয়, তারকেশ্বর পুরসভা ও সংলগ্ন দশটি গ্রাম পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজেও গতি আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া আরও নতুন কিছু কাজের উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকায় উন্নয়ন ঘটলে স্থানীয় বাসিন্দারা যেমন উপকৃত হবেন তেমনই দূর-দূরান্ত থেকে আসা পুণ্যার্থীদেরও সুবিধা হবে। প্রত্যেকেই তারকেশ্বর ডেভেলপমেন্ট অথরিটি গঠনের যথার্থতা অনুভব করতে পারবেন বলে বক্তব্য তাঁর। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন হুগলি জেলাশাসক দীপাপ্রিয়া পি, পর্ষদের চেয়ারম্যান ও তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহরায়, তারকেশ্বর পুরসভার প্রশাসক স্বপন সামন্ত সহ জেলা প্রশাসনের আধিকারিক বৃন্দ। 


মন্দির সংলগ্ন অঞ্চলে থাকা একাধিক পুকুর সংস্কারের পাশাপাশি সৌন্দর্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তারকেশ্বরে ঢোকার মুখে রণেন খালের উপর থাকা ব্রিজ চওড়া করার পাশাপাশি পাশ দিয়ে যাতায়াতের বিকল্প ব্যবস্থা করার পরিকল্পনা করা হয়েছে। এদিনের বৈঠকে যাবতীয় পরিকল্পনা দ্রুত ত্বরান্বিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। করোনা আবহে দীর্ঘদিন বন্ধ থাকার পর সম্প্রতি দর্শনার্থীদের জন্য খুলেছে তারকেশ্বর মন্দির। যদিও মন্দিরে আসা প্রত্যেককে মানতে হচ্ছে কড়া কোভিডবিধি।