তারকেশ্বর: তারকেশ্বরের চাঁপাডাঙা কলেজে ছাত্রদের অশালীন আচরণের প্রতিবাদকে কেন্দ্র করে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর সংঘর্ষ। জখম ৪ ছাত্র। ঘটনায় গ্রেফতার ২ ছাত্র-সহ ৭।
চাঁপাডাঙা কলেজের টিএমসিপি সমর্থক দুই ছাত্রের অশালীন আচরণের প্রতিবাদ করে ওই কলেজেরই টিএমসিপি সমর্থক কয়েকজন ছাত্র। অভিযুক্ত দুই ছাত্রকে কলেজ থেকে বের করে দেওয়া হয়।
অভিযোগ, কলেজ ছুটির পর বহিরাগতদের নিয়ে এসে প্রতিবাদী ছাত্রদের ওপর চড়াও হয় অভিযুক্তরা। মারধরে জখম হয় ৪ টিএমসিপি সমর্থক, তাদের তারকেশ্বর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারকেশ্বর থানায় দায়ের হয়েছে অভিযোগ। এই ঘটনায় অভিযুক্ত ২ টিএমসিপি সমর্থক ও ৫ বহিরাগতকে গ্রেফতার করেছে পুলিশ।
অশালীন আচরণের প্রতিবাদ, টিএমসিপির দু দলের সংঘর্ষ, উত্তপ্ত তারকেশ্বরের চাঁপাডাঙা কলেজ
Web Desk, ABP Ananda
Updated at:
08 Sep 2016 06:15 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -