অনির্বাণ বিশ্বাস, ঝিলম করঞ্জাই, কলকাতা: ভবানীপুরে ৫০ থেকে ৭০ হাজার মার্জিনে জিতবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি ফিরহাদ হাকিমের। জয় নিয়ে আত্মবিশ্বাসী বিজেপিও। জঙ্গিপুর ও সামশেরগঞ্জে কি জয়ের ধারা অব্যাহত রাখতে পারবে তৃণমূল? জানা যাবে রবিবার।


তৃণমূল বিধায়ক ও পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম তৃণমূল নেত্রীর জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তো বটেই, সেইসঙ্গে জয়ের ব্যবধানও বেশ ভালো হবে বলে আশা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, জয়ের মার্জিন ৫০ থেকে ৭০ হাজার হবে।


অন্যদিকে, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, আমরা ভালো ফলের ব্যাপারে আশাবাদী।


ভবানীপুরের ভোট-ভাগ্যে কী লেখা আছে?উত্তর মিলবে রবিবার।গণনার আগেই জয় নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল, বিজেপি দুই দলই। গত ২৬ এপ্রিল, সপ্তম দফায় ভোট হয় ভবানীপুর বিধানসভা কেন্দ্রে।তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় ২৮ হাজার ৭১৯ ভোটে হারান বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষকে।


৫ মাসের মধ্যে সেই ভবানীপুরেই উপ নির্বাচন। ভোটের ফলাফলে তৃণমূল সরকারের ওপর কোনও প্রভাব না পড়লেও, মুখ্যমন্ত্রিত্বের দিক থেকে এই ভোটের ফল যথেষ্টই গুরুত্বপূর্ণ। কারণ এখানে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রিয়ঙ্কা টিবরেওয়াল। সিপিএমের হয়ে লড়ছেন শ্রীজীব বিশ্বাস।


ফিরহাদ হাকিম ভোটের ফল ঘোষণার আগে বলেছেন, আমাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ে ভোট লড়া একটা উৎসব। মমতা নিশ্চিত জিতবেন, সবাই জানে। কত ভোটে জিতবেন, তার প্রতিক্ষায় সবাই।


সুকান্ত মজুমদার  বলেছেন, আমরা জনতার উপরে ভরসা রেখেছি। হাতে আমাদের যা ক্ষমতা ছিল সেই ক্ষমতা নিয়ে আমরা প্রচার করেছি। আমাদের প্রার্থী অসাধারণ লড়াই করেছেন।


গত ২৬ এপ্রিল, সপ্তম দফায় মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জে ভোট হওয়ার কথা থাকলেও দুই প্রার্থীর মৃত্যুর কারণে তা স্থগিত হয়ে যায়। গত বৃহস্পতিবার ভবানীপুরের পাশাপাশি বকেয়া ভোটগ্রহণ হয় ওই দুই কেন্দ্রেও। জঙ্গিপুর বিধানসভা আসনে লড়াই হয় ত্রিমুখী।তৃণমূলের জাকির হোসেনের বিরুদ্ধে বিজেপির প্রার্থী সুজিত দাস, আরএসপি প্রার্থী জানে আলম মিঞা।


সামেশরগঞ্জে লড়াই চতুর্মুখী। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী তৃণমূলের আমিরুল ইসলামের বিরুদ্ধে বিজেপি প্রার্থী মিলন ঘোষ। ময়দানে আছেন কংগ্রেসের জইদুর রহমান ও সিপিএমের মোদাসসর হোসেন।


২০১৬-র বিধানসভা নির্বাচনে, কংগ্রেসের এক সময়ের গড়ে দুই কেন্দ্রই দখল করে তৃণমূল। এবারও কি সেই ধারা বজায় থাকবে? উত্তর মিলবে রবিবার।