WB Corona LIVE: দৈনিক সুস্থতার সংখ্যা সাড়ে ১৮ হাজার পার, মৃতের সংখ্যায় নয়া রেকর্ড রাজ্যে
West Bengal Coronavirus LIVE Updates: রেল হাসপাতাল থেকে মৃতদেহ নিয়ে গেল স্বাস্থ্য দফতর
কোনও করোনা আক্রান্তকে কোভিড রিপোর্ট বা বৈধ পরিচয়পত্র না থাকলেও হাসপাতাল থেকে ফেরানো যাবে না। এই নির্দেশ সব সরকারি কোভিড হাসপাতালকেই দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টে এক মামলার সূত্রে হলফনামা দিয়ে এই নির্দেশের কথা জানাল কেন্দ্র।
রাজ্যে একদিনে করোনায় ১৩৪জনের মৃত্যু! রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ১৯ হাজার ৪৪৫। দৈনিক সংক্রমণ-মৃত্যুতে ফের শীর্ষে উত্তর ২৪ পরগনা।
উঃ ২৪ পরগনার একদিনে ৪২জনের মৃত্যু। ৩৯৭১জন আক্রান্ত।
রাজ্যে একদিনে করোনায় ১৩৪জনের মৃত্যু। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ১৯ হাজার ৪৪৫। দৈনিক সংক্রমণ-মৃত্যুতে ফের শীর্ষে উত্তর ২৪ পরগনা। উত্তর ২৪ পরগনার একদিনে ৪২জনের মৃত্যু, ৩৯৭১জন আক্রান্ত। কলকাতায় একদিনে ৩৪জনের মৃত্যু, ৩৯৪৮জন আক্রান্ত। উদ্বেগ বাড়াচ্ছে হুগলি, হাওড়া, বীরভূম, নদিয়াও।
কোভিড মোকাবিলায় রাজ্যে নতুন অক্সিজেন ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি হবে। প্রত্যেক মেডিক্যাল কলেজে বসবে অক্সিজেন প্ল্যান্ট। বিভিন্ন ক্লাবে তৈরি হবে অক্সিজেন বুথ। আজ করোনা পরিস্থিতিতে রাজ্য সরকারের এই উদ্যোগের কথা জানান মুখ্যসচিব।
সুন্দরবনের প্রত্যন্ত এলাকার করোনা আক্রান্তদের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালে চালু হল ৩০ বেডের কোভিড ওয়ার্ড। এতদিন ওই সব জায়গা থেকে বহু দূরের ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগীদের নিয়ে আসা হত। এবার সেই সমস্যা কিছুটা মিটবে বলে স্থানীয় বাসিন্দাদের আশা।
কাল থেকে পরিবহণকর্মী এবং হকারদের করোনার টিকাকরণ ব্যবস্থা, পরিকাঠামো খতিয়ে দেখার পরে জানালেন কলকাতা পুরপ্রশাসক ও মন্ত্রী ফিরহাদ হাকিম।
সংক্রমণ আতঙ্কে জলপাইগুড়ির মাষকলাইবাড়ি শ্মশানে করোনায় মৃতের দেহ সত্কার বন্ধ রাখার দাবিতে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। রাস্তা অবরোধ করলেন মহিলারা। এভাবে ছড়ায় না করোনা সংক্রমণ। এলাকাবাসীকে সচেতন করতে প্রচার পুলিশ ও পুরসভার। দু’ঘণ্টা পর অবরোধ তুলে নেন স্থানীয় বাসিন্দারা।
এজরা স্ট্রিটে স্যানিটাইজারের বেআইনি কারবার। অভিযোগ পেয়ে অভিযান চালাল কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। বাজেয়াপ্ত করা হল প্রচুর জাল স্যানিটাইজার।
প্রায় ৫০ ঘণ্টা পরে লিলুয়ায় করোনা রোগীর মৃতদেহ উদ্ধার। রেল হাসপাতাল থেকে মৃতদেহ নিয়ে গেল স্বাস্থ্য দফতর। ‘আগে থেকে রেল থেকে কোনও খবর দেওয়া হয়নি’, রেলের অভিযোগ উড়িয়ে দাবি প্রাক্তন কাউন্সিলরের। এব্যাপারে এখনও রেলের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
অক্সিজেনের সঙ্কটে আপাতত রোগী ভর্তি বন্ধ করে দিল নিউটাউনের ওহিও হাসপাতাল। এই মুহূর্তে ৪৫ জন করোনা আক্রান্ত এখানে চিকিত্সাধীন। যাঁদের মধ্যে, ৪ জন ভেন্টিলেশনে, ২০ জন সিসিইউতে। প্রত্যেকেরই অক্সিজেনের প্রয়োজন। কিন্তু, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে , একটি সংস্থা প্রতিদিন ২৫০ সিলিন্ডার অক্সিজেন সরবরাহ করত। কিন্তু, তারা আর দিতে পারছে না।
চারদিকে অক্সিজেনের জন্য হাহাকার। এরই মধ্যে মানিকতলায় অক্সিজেন রিফিলিং সেন্টারে সিলিন্ডার লুঠের চেষ্টার অভিযোগ উঠল। অভিযোগ, আজ সকালে অ্যাম্বুল্যান্সে করে এসে কয়েকজন অক্সিজেন সিলিন্ডার লুঠ করার চেষ্টা করে। বাধা দেওয়ায় অক্সিজেন সিলিন্ডার রিফিলিং সেন্টারের কর্মীদের মারধরও করা হয় বলে অভিযোগ। ফুলবাগান থানায় খবর দিলে পুলিশ পৌঁছনোর আগেই লুঠ করা সিলিন্ডার ও অ্যাম্বুল্যান্স ফেলে পালায় দুষ্কৃতীরা।
পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রেও ভ্যাকসিন-হয়রানির ছবি। হাসপাতালে ঝুলছে নো ভ্যাকসিন নোটিস। অভিযোগ, কুপন থাকলেও মিলছে না ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ। জোগান কম থাকায় এই হয়রানি স্বীকার করছে হাসপাতাল কর্তৃপক্ষ।
নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আগেরবার যেমন ঝড় সামলেছি, এবারও সামলাবো
একদম লকডাউন না করেও, যদি সেরকম আচরণ করি। লোকাল ট্রেন, জুটমিল, হকার। একদম লকডাউন করলে লোকে খেতে পাবে না। টাইম বেধে দেওয়া হয়েছে।’
নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘কোভিড-পরিকাঠামো তৈরি করতে গেলে যেন জিএসটি না নেওয়া হয়। দেশের ৬৫ শতাংশ ভ্যাকসিন বাইরে গেলে, অন্য দেশ থেকে আনাতে হবে। কোথা থেকে ভ্যাকসিন আনানো হবে, কেন্দ্র ঠিক করুক।’
নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘কোভিড মোকাবিলাতেই এখন অগ্রাধিকার। কোভিড হাসপাতালের জন্য একটা বিল্ডিং দিচ্ছে সেন্ট জেভিয়ার্স।’ কোভিড-যুদ্ধে সাধারণ মানুষের কাছে আর্থিক সাহায্যের আবেদন মমতার।
করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল মালদার ইংরেজবাজারের জয়েন্ট বিডিও-র। ২২এপ্রিল জয়েন্ট বিডিও নওয়াং থেন্ডুপ শেরপা-র করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। ২৬ এপ্রিল তাঁকে শিলিগুড়ির একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। গতকাল রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়।
বীরভূমের তিনটি হাসপাতালে একই ছবি। বোলপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিন নেওয়ার জন্য রাত থেকে লম্বা লাইন। মানা হচ্ছে না দূরত্ব বিধি। ভিড় থাকায় ভ্যাকসিন পাওয়া নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন অনেকেই।
রামপুরহাট পুর হাসপাতালেও ভ্যাকসিন নেওয়ার লম্বা লাইনে উধাও দূরত্ব বিধি। দ্বিতীয় ডোজ নেওয়ার সময়সীমা পেরিয়ে যাওয়ায় অনেকেই ভ্যাকসিন কবে পাবেন তা নিয়ে সংশয়ে রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, জোগান নিয়মিত হলেই মিলবে ভ্যাকসিন।
অন্যদিকে, কীর্ণাহার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কাগজে নাম লিখে ইট চাপা দিয়ে পাশেই দাঁড়িয়ে রয়েছেন অনেকে। দ্বিতীয় ডোজ নিতে স্বাস্থ্য কেন্দ্রে ভিড় করেছেন প্রবীণরা।
হুগলির শ্রীরামপুর পুর স্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিন-হয়রানি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আজ ২০০ জনকে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া হবে। কিন্তু লাইনে দাঁড়িয়েছেন ৫০০ জনেরও বেশি। ফলে তৈরি হয় বিশৃঙ্খলা।
করোনা আবহে বাড়ছে অক্সিজেনের চাহিদা। পরিস্থিতির কথা মাথায় রেখে এবার বারুইপুর মহকুমা হাসপাতালে ২টি অক্সিজেন প্ল্যান্ট তৈরির উদ্যোগ নিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। সম্প্রতি বারুইপুর মহকুমা হাসপাতালে তৈরি হয় ১০০ বেডের কোভিড হাসপাতাল। এবার জাতীয় সড়ক কর্তৃপক্ষের সহযোগিতায় ওই হাসপাতালে বসানো হচ্ছে দু’ দুটি অক্সিজেন প্ল্যান্ট। সপ্তাহ দুয়েকের মধ্যে এখান থেকে অক্সিজেন সরবরাহ চালু করে দেওয়া যাবে বলে আশাবাদী হাসপাতাল কর্তৃপক্ষ। এর ফলে মিটবে অক্সিজেনের ঘাটতি।
পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে যত্রতত্র পড়ে রয়েছে ব্যবহৃত পিপিই কিট। করোনা আবহে তৈরি হয়েছে সংক্রমণের আশঙ্কা। ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরের বিভিন্ন জায়গা, হাসপাতালের বাইরেও পড়ে রয়েছে ব্যবহৃত পিপিই কিট। এনিয়ে মুখ খুলতে চায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। ঘাটাল পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষের আশ্বাস, দ্রুত এই পিপিই কিট সরিয়ে ফেলা হবে।
করোনা মোকাবিলায় তত্পর ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক। এলাকার বন্ধ হাসপাতালকে কোভিড হাসপাতাল হিসেবে চালু করার উদ্যোগ নিলেন রাজ চক্রবর্তী। গতকাল বন্ধ হাসপাতালটি পরিদর্শন করেন ব্যারাকপুরের নব নির্বাচিত তৃণমূল বিধায়ক।
ফের চূড়ান্ত অমানবিকতার ছবি। হাবড়ায় ১২ ঘণ্টা বাড়িতে পড়ে করোনা আক্রান্ত প্রৌঢ়ার দেহ। বারবার জানানো সত্ত্বেও দেহ নিয়ে যায়নি প্রশাসন, দাবি পরিবারের। লোক পাইনি, কী করব, সাফাই পঞ্চায়েত প্রধানের।
কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজে করোনার থাবা। ৮ জন সহকারী সুপারের মধ্যে ৫ জনই করোনা আক্রান্ত। হাসপাতাল সূত্রে খবর, করোনা আক্রান্ত চিকিত্সকরা সকলেই ভ্যাকসিনের দুটি ডোজ নিয়েছিলেন।
দেশে অক্সিজেনের যখন চূড়ান্ত সঙ্কট, তখন স্বস্তি দিয়ে ব্রিটেন থেকে তিনটে অক্সিজেন জেনারেটর এবং ১ হাজার ভেন্টিলেটর এল দিল্লিতে। জেনারটরে প্রতি মিনিটে ৫০০ লিটার অক্সিজেন তৈরি হবে।
করোনা পরীক্ষা নিয়ে নতুন নির্দেশিকার কথা জানিয়েছে আইসিএমআর। নাইসেড অধিকর্তা শান্তা দত্ত বলেছেন, র্যাপিড অ্যান্টিজেন টেস্টে নেগেটিভ এলে করতে হবে আরটিপিসিআর, যা নমুনা আসছে, তার ৩০-৪০ শতাংশ পজিটিভ আসছে, করোনা পরীক্ষায় আইসিএমআরের সংশোধিত নীতিতে নির্দেশ
প্রেক্ষাপট
কলকাতা: আংশিক লকডাউন ঘোষণার পর দু’সপ্তাহ হতে চললেও সংক্রমণ কমা দূরের কথা, রাজ্যে আরও বেলাগাম করোনা।
গত ২৪ ঘণ্টায় বাংলায় কোভিড পজিটিভ হয়েছেন ১৯ হাজার ৪৪১ জন। করোনাকালে সংক্রমণের সর্বকালীন রেকর্ড হল রবিবার।
শনিবারের থেকে সামান্য কমলেও, গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ১২৪ জনের। টানা ষষ্ঠদিন দৈনিক মৃত্যু সংখ্যা একশো পেরোল।
উত্তর ২৪ পরগনা ও কলকাতায় এদিনেও দৈনিক সংক্রমণ প্রায় ৪ হাজার ছুঁয়ে ফেলেছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সর্বাধিক ৩ হাজার ৯৯৭ জন সংক্রমিত হন উত্তর ২৪ পরগনায়।
কলকাতায় সংখ্যাটা ৩ হাজার ৯৬৬। একদিনে উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৩৪ জনের, একই সময় কলকাতায় ২৮ জনের প্রাণ কেড়েছে করোনা।
হু হু করে সংক্রমণ বেড়ে চলায় রাজ্যে অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ২৬ হাজার ২৭।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -