WB Coronavirus LIVE: ভারতে এল রাশিয়ার ভ্যাকসিন 'স্পুটনিক ভি'

West Bengal Coronavirus LIVE Updates: এই ভ্যাকসিনের কার্যকারিতা ৯৫ শতাংশ বলে দাবি প্রস্তুতকারী সংস্থার

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 01 May 2021 07:16 AM
WB Coronavirus LIVE: ভারতে এল রাশিয়ার ভ্যাকসিন 'স্পুটনিক ভি'

রাশিয়া থেকে ভারতে এল স্পুটনিক ভি। হায়দরাবাদে এসে পৌঁছল রাশিয়ার ভ্যাকসিন। এই ভ্যাকসিনের কার্যকারিতা ৯৫ শতাংশ বলে দাবি প্রস্তুতকারী সংস্থার। 

WB Corona LIVE: উত্তীর্ণর সেফ হোমে চালু হচ্ছে ২৫টি অক্সিজেন পার্লার

উত্তীর্ণর সেফ হোমে এবার অক্সিজেন পার্লারের ব্যবস্থা। কাল থেকেই সেখানে চালু হচ্ছে ২৫টি অক্সিজেন পার্লার। জানালেন ফিরহাদ হাকিম।

WB Coronavirus LIVE: বেলেঘাটা আইডি-তে বেডের অপেক্ষায় অ্যাম্বুল্যান্সেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা রোগীর 

বেলেঘাটা আইডি-তে বেডের অপেক্ষায় রোগী। অ্যাম্বুল্যান্সেই অপেক্ষা করছেন রোগী। অ্যাম্বুল্যান্সের মধ্যেই বাই-প্যাপ চলছে রোগীর। হাসপাতালে অ্যাম্বুল্যান্সের লাইন। বেড না মেলায়, দিশেহারা পরিজনরা। 

WB Corona LIVE: কোলে মার্কেটে থিকথিকে ভিড়, কেউই মানছেন না কোভিড বিধি

কলকাতার অন্য খুচরো বাজার যখন বন্ধ, তখন রমরমে ভিড় পাইকারি বাজার শিয়ালদার কোলে মার্কেটে। বাজারে উপস্থিত হাজারো ক্রেতা-বিক্রেতা, কেউই মানছেন না কোভিড বিধি। দুপুর ১টায় দেখা গেল, রীতিমতো ভিড় জমিয়ে চলছে কেনাবেচা।

WB Coronavirus LIVE: করোনা প্রাণ কাড়ল রাজ্যের আরও দুই চিকিৎসকের

করোনা প্রাণ কাড়ল রাজ্যের আরও দুই চিকিৎসকের। সল্টলেকের আমরি হাসপাতালে মৃত্যু হল প্রবীণ ক্যান্সার রোগ বিশেষজ্ঞ জি এস ভট্টাচার্যর। করোনা আক্রান্ত হয়ে ওই চিকিৎসক ভেন্টিলেশনে ছিলেন।


অন্যদিকে, করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল আসানসোল জেলা হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের  চিকিৎসক অলোক মুখোপাধ্যায়ের। কয়েকদিন আগে করোনা পজিটিভ নিয়ে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি হন তিনি। পরে অবস্থার অবনতি হলে তাকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় । সেখানেই আজ মৃত্যু হয় তাঁর।

WB Coronavirus LIVE: দুর্গাপুর থেকে দিল্লিতে পাঠানো হল অক্সিজেন

দেশজুড়ে অক্সিজেনের জন্য হাহাকার। এই পরিস্থিতিতে দুর্গাপুর থেকে দিল্লিতে পাঠানো হল অক্সিজেন। এদিন দুর্গাপুর স্টিল প্ল্যান্ট থেকে ৬টা কন্টেনারে ১২০ মেট্রিক টন লিক্যুইড অক্সিজেন সড়কপথে নিয়ে যাওয়া হয় সগরভাঙা জোনাল সেন্টারে রেল মন্ত্রকের কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়ার ইয়ার্ডে। সেখান থেকে অক্সিজেন এক্সপ্রেস রওনা দেয় দিল্লির উদ্দেশে। 

WB Corona LIVE: ১৩-ঘণ্টা পর উদ্ধার কালনা হাসপাতালে কোভিড ওয়ার্ডে পড়ে থাকা করোনা রোগীর দেহ

১৩ ঘণ্টা পর কোভিড ওয়ার্ড থেকে উদ্ধার করোনা রোগীর দেহ। কালনা মহকুমা হাসপাতালের ঘটনা। ওই রোগিণী শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গতকাল ভর্তি হন। রাত ১১টা নাগাদ তাঁর মৃত্যু হয়। এরপর কোভিড ওয়ার্ডেই পড়েছিল ওই মৃতদেহ। ‘মৃতের পরিবার দেহ নিতে অস্বীকার করায় বিলম্ব’, দাবি কালনা মহকুমা হাসপাতালের সুপারের। 

Coronavirus LIVE: মধ্যপ্রদেশে মিলল ২ লক্ষ ৪০ হাজার ভ্যাকসিন বোঝাই চালকহীন ট্রাক

মধ্যপ্রদেশের নরসিংপুরে মিলল চালকহীন ভ্যাকসিন বোঝাই ট্রাক। হায়দরাবাদ থেকে হরিয়ানার কারনালে যাচ্ছিল ট্রাকটি। ২ লক্ষ ৪০ হাজার ভ্যাকসিন ডোজ ছিল ওই ট্রাকে । ইঞ্জিন চালু থাকলেও খোঁজ মেলেনি ট্রাক চালকের। প্রায় ৭ ঘণ্টা পর নজরে আসে ওই ট্রাক।

WB Corona LIVE:  এমআর বাঙুর হাসপাতালে বন্ধ টিকাকরণ, হয়রানি মানুষের

কলকাতার একাধিক হাসপাতালে আজ বন্ধ টিকাকরণ। অনেক জায়গায় আজ ও কাল বন্ধ করোনার টিকাকরণ। এমআর বাঙুর হাসপাতালে টিকা নিতে গিয়ে ‘হয়রানি’। এমআর বাঙুরে আজ বন্ধ টিকাকরণ, ফিরে যেতে হল অনেককে। কোথায়, কবে ভ্যাকসিনেশন, ঠিক করে স্বাস্থ্যভবন, জানাল এম আর বাঙুর কর্তৃপক্ষ। 

WB Coronavirus LIVE: ৬ ঘণ্টা ধরে ফ্ল্যাটেই পড়ে থাকল করোনা রোগীর মৃতদেহ

৬ ঘণ্টা ধরে ফ্ল্যাটেই পড়ে থাকল করোনা রোগীর মৃতদেহ। স্থানীয়দের দাবি, গতকাল দুপুর থেকে সাড়া না পেয়ে খবর দেওয়া হয় গড়িয়াহাট থানায়। বেশ কয়েকঘণ্টা পর পুলিশ আসে। এরপর প্রায় ৬ ঘণ্টা পর রাতে দরজা ভেঙে উদ্ধার হয় ওই করোনা রোগীর দেহ। দীর্ঘক্ষণ ধরে দেহ পড়ে থাকায় সংক্রমণের আশঙ্কায় বাড়ছে উদ্বেগ। 

WB Corona LIVE: পূর্ব পুঁটিয়ারিতে করোনা রোগীর আত্মহত্যা

রিজেন্ট পার্ক থানা এলাকার পূর্ব পুঁটিয়ারিতে ৮১ বছরের করোনা রোগীর অস্বাভাবিক মৃত্যু। বাড়ি থেকে উদ্ধার হয়েছে ঝুলন্ত দেহ। আত্মহত্যা বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। পুলিশ সূত্রে খবর, শনিবার ওই রোগীর করোনা ধরা পড়ে। ছিলেন হোম আইসোলেশনে। আজ সকালে বাড়ির একটি ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

WB Corona LIVE: 'পুরোপুরি লকডাউন যাতে না হয় তার চেষ্টা করতে হবে', বললেন দিলীপ ঘোষ

গতবার লকডাউনে অনেকের ক্ষতি হয়েছিল। ভেঙে পড়েছিল অর্থনীতি। এবার যাতে পুরোপুরি লকডাউন না হয়, তার চেষ্টা করতে হবে। রাজ্যে আংশিক লকডাউন জারি প্রসঙ্গে প্রতিক্রিয়া বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। 

WB Coronavirus LIVE: খড়গপুরে বেনাপুর বাজারে পুলিশের মাইকিং

পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ মতো আজ সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত বেনাপুর বাজারে পুলিশের পক্ষ থেকে মাইকিং করে বাজারের সমস্ত ব্যবসায়ীদের জানানো হয়। দোকান কতক্ষণ খোলা ও বন্ধ থাকবে।

WB Coronavirus LIVE: বাঁকুড়া লালবাজার মার্কেটে উধাও সামাজিক দূরত্ব বিধি

বাঁকুড়া শহরের স্নানঘাট এলাকায় লালবাজার মার্কেট। আংশিক লকডাউনের জেরে ভিড় বাড়ায় উধাও সামাজিক দূরত্ব বিধি। অনেকের মুখেই মাস্ক নেই। দেখা মেলেনি পুলিশেরও। 

WB Corona LIVE: সিউড়ি বাজারে সকাল থেকেই ভিড়

সিউড়ি বাজারে সকাল থেকেই ভিড়। তবে মাস্ক পরেই চলছে কেনাকাটা।

WB Coronavirus LIVE: সামাজিক দূরত্ব বিধি মানা হচ্ছে না বহরমপুরের স্বর্ণময়ী বাজারে

অন্যদিনের মতোই ভিড়ে ঠাসা বহরমপুরের স্বর্ণময়ী বাজার। সামাজিক দূরত্ব বিধি মানা হচ্ছে না। দেখা নেই পুলিশেরও। 

WB Corona LIVE: তিনদিন পুরোপুরি বন্ধ দুর্গাপুরের বাজার

রাজ্য সরকার আংশিক লকডাউন জারির আগেই দুর্গাপুর ব্যবসায়ী সমিতি সিদ্ধান্ত নিয়েছিল ১-৩ মে পর্যন্ত বাজার, দোকান বন্ধ থাকবে। সেইমতো আজ থেকেই বন্ধ বেনাচিতি বাজার, সিটি সেন্টার, স্টেশন বাজার, চণ্ডীদাস বাজার ও মামড়া বাজার। 

WB Coronavirus LIVE: ইংরেজবাজারে সচেতন ব্যবসায়ী এবং ক্রেতারা

ইংরেজবাজার রেগুলেটেড মার্কেটের ফল বাজারে সচেতন ব্যবসায়ী এবং ক্রেতারা। বিনা মাস্কে কোনও ক্রেতাই জিনিস কিনতে পারবেন না বলে নির্দেশিকা জারি করা হয়েছে। তবে সকাল থেকে বাজারে ভিড় কম।

WB Corona LIVE: ক্রেতা-বিক্রেতাদের ভিড়ে উধাও করোনা বিধি শোভাবাজারের নতুন বাজারে

শোভাবাজারের নতুন বাজার। ক্রেতা-বিক্রেতাদের ভিড়ে উধাও করোনা বিধি। বিনা মাস্কেই দেখা গেল বেশ কয়েকজনকে। বাজারের ভিতর করোনা সতর্কতা মানা হচ্ছে না, অথচ বাজারের বাইরে মাইকে সতর্কতামূলক প্রচার করছেন জোড়াবাগান থানার পুলিশ কর্মীরা। 

WB Coronavirus LIVE: হৃদয়পুর বাজারে ভিড় রয়েছে, করোনা বিধি মেনেই চলছে বেচাকেনা

উত্তর ২৪ পরগনার হৃদয়পুর বাজার। সকাল থেকে ভিড় রয়েছে। তবে করোনা বিধি মেনেই চলছে বেচাকেনা। চোখে পড়েনি পুলিশি নজরদারি।

WB Corona LIVE: ইংরেজবাজারের বঙ্কিম মার্কেটে ভিড় কম, নেই পুলিশি নজরদারি

মালদার ইংরেজবাজারের বঙ্কিম মার্কেট। সকাল থেকে প্রয়োজনীয় কেনাকাটা সেরে নিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ভিড় কম। নেই পুলিশি নজরদারি। আংশিক লকডাউন নিয়ে পুলিশের তরফে কোনও প্রচারও করা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

WB Corona LIVE: ক্রেতাদের হুড়োহুড়ি নেই গড়িয়াহাট বাজারে

দক্ষিণ কলকাতার গড়িয়াহাট বাজার। আংশিক লকডাউনের কথা জানা থাকলেও কেনাকাটার জন্য ক্রেতাদের হুড়োহুড়ি নেই। সাতসকালে দেখা মেলেনি কোনও পুলিশ কর্মীর।

WB Coronavirus LIVE: তুলনায় ফাঁকা মানিকতলা বাজার

কলকাতার অন্যতম ব্যস্ত মানিকতলা বাজার। অন্যদিনের তুলনায় ফাঁকা। বাজারে ঢোকার মুখে মাইকে সতর্কতামূলক প্রচার করছেন পুলিশ কর্মীরা। মাছ বাজার, সবজি বাজারে ভিড় ঠেকাতে রয়েছে পুলিশি নজরদারি। পাশাপাশি, রাজ্য সরকার মুদিখানাকে ছাড় দেওয়ার কথা বললেও পুলিশ দোকান বন্ধ রাখতে বলায় বিভ্রান্তি ছড়িয়েছে। 

WB Corona LIVE: মৃতদেহ সৎকারে নোডাল অফিসার নিয়োগ 

পরিবারের হয়রানি কাটাতে উদ্যোগ। সুষ্ঠুভাবে করোনা রোগীর মৃতদেহ সৎকারের জন্য ৪৬৬ জন নোডাল অফিসার নিয়োগ রাজ্যের। নাম ও ফোন নম্বর জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ। শেষকৃত্যের খরচও বহন করবে সরকার।

WB Coronavirus LIVE: একদিনে মৃত্যু একশো ছুঁইছুঁই

রাজ্যে একদিনে করোনায় মৃত্যু একশো ছুঁইছুঁই! সংক্রমিত সাড়ে ১৭ হাজার। কলকাতাতেই একদিনে ২৮, উঃ ২৪ পরগনায় ২০জনের মৃত্যু। পাহাড়েও বাড়ছে সংক্রমণ। বাঁকুড়া মেডিক্যালের চিকিৎসকের মৃত্যু। 

WB Corona LIVE: আজ থেকে রাজ্যে আংশিক লকডাউন

করোনা মোকাবিলায় আংশিক লকডাউনের পথে রাজ্য। বন্ধ শপিং মল, সিনেমা, রেস্তোরাঁ, পার্লার, জিম। সকাল-বিকেলে মাত্র ৫ ঘণ্টা খোলা সমস্ত বাজার। ওষুধ-মুদিখানাকে ছাড়। জমায়েতেও নিষেধাজ্ঞা। 

প্রেক্ষাপট

করোনা মোকাবিলায় আংশিক লকডাউনের পথে রাজ্য। বন্ধ শপিং মল, সিনেমা, রেস্তোরাঁ, পার্লার, জিম। সকাল-বিকেলে মাত্র ৫ ঘণ্টা খোলা সমস্ত বাজার। ওষুধ-মুদিখানাকে ছাড়। জমায়েতেও নিষেধাজ্ঞা।


রাজ্যে একদিনে করোনায় মৃত্যু একশো ছুঁইছুঁই! সংক্রমিত সাড়ে ১৭ হাজার। কলকাতাতেই একদিনে ২৮, উঃ ২৪ পরগনায় ২০জনের মৃত্যু। পাহাড়েও বাড়ছে সংক্রমণ। বাঁকুড়া মেডিক্যালের চিকিৎসকের মৃত্যু।  


আজ থেকে দেশজুড়ে ১৮ ঊর্ধ্বদের ভ্যাকসিন। কিন্তু মিলবে কোথায়? ভ্যাকসিন আসার পরেই বিজ্ঞপ্তি দিয়ে টিকাকরণ, জানিয়ে দিল রাজ্য। ভ্যাকসিন আসার পরেই বেসরকারি হাসপাতালে টিকাকরণের নির্দেশ। 


কোন রাজ্য কত ভ্যাকসিন পাবে, তা নির্মাতা সংস্থা ঠিক করতে পারে না। কেন্দ্র কেন ১০০% টিকা কিনে নিচ্ছে না? কেন একাংশ কিনে বাকিটা ভ্যাকসিন নির্মাতাদের ওপর ছেড়ে দেওয়া হল? প্রশ্ন সুপ্রিম কোর্টের। 


উপসর্গহীন করোনা রোগীদের ১০দিনের হোম আইসোলেশনই যথেষ্ট। ১০দিনের শেষ ৩দিনে উপসর্গ না থাকলে প্রয়োজন নেই আইসোলেশনের। প্রয়োজনও নেই আর পরীক্ষার, জানিয়ে দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। 


পরিবারের হয়রানি কাটাতে উদ্যোগ। সুষ্ঠুভাবে করোনা রোগীর মৃতদেহ সত্কারের জন্য ৪৬৬ জন নোডাল অফিসার নিয়োগ রাজ্যের। নাম ও ফোন নম্বর জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ। শেষকৃত্যের খরচও বহন করবে সরকার।


৪ লক্ষের দোরগোড়ায় দেশে দৈনিক সংক্রমণ। মৃত্যু সাড়ে ৩ হাজার ছুঁইছুঁই। স্বাস্থ্যকর্মীদের বিমার মেয়াদ আরও ৬ মাস বাড়ল। প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত।  


বিচারপতিদের মৌখিক পর্যবেক্ষণ সংবাদ মাধ্যমে প্রকাশ হওয়া অনুচিত। হচ্ছে ফৌজদারি মামলা। মাদ্রাজ হাইকোর্টের পর্যবেক্ষণে আপত্তি জানাল কমিশন। ভিত্তিহীন অভিযোগেও আমরা সজাগ, মন্তব্য প্রধান বিচারপতির।


বেলাগাম করোনার সংক্রমণ। নিজের স্কুলেই হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। বাতিল একাদশ শ্রেণির পরীক্ষা। পরীক্ষা না দিয়েই দ্বাদশে ওঠানের নির্দেশ। ক্লাস শুরু হলে ৩ মাসের মধ্যে শেষ করতে হবে সিলেবাস।




- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.