WB Coronavirus LIVE: ভারতে এল রাশিয়ার ভ্যাকসিন 'স্পুটনিক ভি'

West Bengal Coronavirus LIVE Updates: এই ভ্যাকসিনের কার্যকারিতা ৯৫ শতাংশ বলে দাবি প্রস্তুতকারী সংস্থার

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 01 May 2021 07:16 AM

প্রেক্ষাপট

করোনা মোকাবিলায় আংশিক লকডাউনের পথে রাজ্য। বন্ধ শপিং মল, সিনেমা, রেস্তোরাঁ, পার্লার, জিম। সকাল-বিকেলে মাত্র ৫ ঘণ্টা খোলা সমস্ত বাজার। ওষুধ-মুদিখানাকে ছাড়। জমায়েতেও নিষেধাজ্ঞা।রাজ্যে একদিনে করোনায় মৃত্যু একশো ছুঁইছুঁই! সংক্রমিত...More

WB Coronavirus LIVE: ভারতে এল রাশিয়ার ভ্যাকসিন 'স্পুটনিক ভি'

রাশিয়া থেকে ভারতে এল স্পুটনিক ভি। হায়দরাবাদে এসে পৌঁছল রাশিয়ার ভ্যাকসিন। এই ভ্যাকসিনের কার্যকারিতা ৯৫ শতাংশ বলে দাবি প্রস্তুতকারী সংস্থার।