WB Corona LIVE: রাজ্যে একদিনে করোনায় ১৩৫জনের মৃত্যু
West Bengal Coronavirus LIVE Updates: হাসপাতাল সূত্রে খবর, এর আগে তিনি কোভিড আক্রান্ত হয়েছিলেন
বিধানসভা ভোটে পরাজয়ের এক মাস পূর্ণ হওয়ার দিন বাঁকুড়া ফিরলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। দুয়ারে অক্সিজেন, দুয়ারে খাবার এবং সেফ হোম পরিষেবা চালুর পর এবার বাঁকুড়াবাসীর জন্য কোভিড কেয়ার ইউনিট গড়তে চলেছেন তিনি। আইলাকান্দিতে তাঁর প্রস্তাবিত ক্যাম্পাস ঘুরে দেখলেন তৃণমূলের তারকা নেত্রী। এনিয়ে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি।
বিশেষভাবে সক্ষমদের বাড়ি বাড়ি গিয়ে করোনার ভ্যাকসিন দেওয়া শুরু হল বাঁকুড়ায়। আর দক্ষিণ দিনাজপুর জেলায় আজ সারাদিন বন্ধ রইল করোনার টিকাকরণ। মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে দুরকম ছবি উঠে এল উত্তর ও দক্ষিণের দুই জেলা থেকে।
মাইকে প্রচার হচ্ছে। অথচ ঘণ্টার পর ঘণ্টা লাইন দিয়েও ভ্যাকসিন মিলছে না। এই অভিযোগে কোচবিহারের মেখলিগঞ্জ পুরসভায় বিক্ষোভ দেখালেন হকার ও পরিবহণকর্মীদের একাংশ। পরিবারের সদস্যদের নিয়ে আসায় চাহিদা বাড়ছি। তাই সবাইকে ভ্যাকসিন দেওয়া যায়নি। জানালেন পুরসভার প্রশাসক।
আলিপুরদুয়ার জেলা হাসপাতালে সদ্যোজাত শিশুর করোনা জয়। হাসপাতাল সূত্রে খবর, গত ২৫ মে কোভিড আক্রান্ত এক শিশুর জন্ম হয়। আটদিনের মাথায় করোনাকে হারিয়ে বাড়ি ফিরল সে।
রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৯ হাজারের নীচে। উদ্বেগ বজায় রেখে রাজ্যে একদিনে করোনায় ১৩৫ জনের মৃত্যু। রাজ্যে দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে উত্তর ২৪ পরগনাই শীর্ষে । উত্তর ২৪ পরগনায় একদিনে মৃত ৪৩, আক্রান্ত ১,৮৬০। কলকাতায় একদিনে ৩৮ জনের মৃত্যু, সংক্রমিত ১,০৪০ জন।
দেশে ভ্যাকসিন সঙ্কট নিয়ে কেন্দ্রীয় সরকারের ফের কড়া সমালোচনা করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধী। তিনি বলেন, ‘বিশ্বের সবচেয়ে বড় ভ্যাকসিন উত্পাদনকারী দেশ ভারত। অথচ দেশের মাত্র ৩.৪ শতাংশ মানুষের ভ্যাকসিনেশন হয়েছে। এই ভ্যাকসিনেশন নীতির জন্য কে দায়ী?’ কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীও ট্যুইট করেন, ‘করোনার বিরুদ্ধে লড়াইয়ে সবথেকে বড় সুরক্ষা ভ্যাকসিন। দেশের সব মানুষের ভ্যাকসিনেশনের জন্য আওয়াজ তুলুন।’
দেশে ভ্যাকসিন সঙ্কটের মধ্যে মডার্না, ফাইজারের মতো সংস্থাগুলির ভ্যাকসিনকে জরুরি পরিস্থিতিতে ভারতে ব্যবহারের জন্য নির্দেশিকা জারি করল ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া বা ডিসিজিআই।
হকার, পরিবহণকর্মীদের অগ্রাধিকার দিয়ে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে এরাজ্যে। কিন্তু হয়রানির শিকার হতে হচ্ছে তাঁদেরও। ভ্যাকসিন না পেয়ে বুধবার কোচবিহারের মেখলিগঞ্জে ক্ষোভে ফেটে পড়েন অনেক হকার ও পরিবহণকর্মী।
ফের রাজ্যে মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস রোগীর মৃত্যু। ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ২ মহিলা রোগীর মৃত্যু। ২৪ মে ভর্তি হওয়া এক মহিলার মৃত্যু গতরাতে। আরেক রোগী ভর্তি হয়েছিলেন চারদিন আগে। ব্ল্যাক ফাঙ্গাস ছাড়াও ভুগছিলেন অন্যান্য রোগে। চল্লিশোর্ধ ওই মহিলার মৃত্যু আজ সকালে।
রাজ্যে কার্যত লকডাউনের মধ্যেই আগামীকাল থেকে ভক্তদের জন্য ফের খুলছে তারকেশ্বরের মন্দির। কর্তৃপক্ষ সূত্রে খবর, সকাল ৭টা থেকে বেলা ১২টা পর্যন্ত ভক্তরা মন্দিরে প্রবেশ করতে পারবেন। তবে করোনা বিধি মেনেই তাঁদের মন্দিরে প্রবেশ করতে হবে। ভক্তদের জন্য মন্দির খুললেও তাঁদের গর্ভগৃহে প্রবেশ করতে দেওয়া হবে না বলে দাবি মন্দির কর্তৃপক্ষের।
কোচবিহারের মেখলিগঞ্জে ভ্যাকসিন না পেয়ে বিক্ষোভ। পুরসভার ঘোষণা ছিল আজই মিলবে ভ্যাকসিন। ভ্যাকসিন পেতে ভোর থেকেই লাইন বহু মানুষের। ১২০ জনকে ভ্যাকসিন দেওয়ার পর বলা হয় টিকা মিলবে পরে। এরপর পুরসভায় বিক্ষোভ স্থানীয়দের।
ফের রাজ্যে মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস ছত্রাক সংক্রমণে আক্রান্ত এক রোগীর মৃত্যুর ঘটনা ঘটল। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ব্ল্যাক ফাঙ্গাস ছত্রাক সংক্রমণে আক্রান্ত এক মহিলা গত ২৪ মে ভর্তি হন। হাসপাতাল সূত্রে খবর, এর আগে তিনি কোভিড আক্রান্ত হয়েছিলেন। মহিলা দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। পরীক্ষায় ধরা পডে, ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ ঘটেছে। এরপর গত ২৬ মে তাঁর অস্ত্রোপচার হয়। গতকাল রাতে তাঁর মৃত্যু হয়।
কলকাতার লা মার্টিনিয়র ফর বয়েজ এবং বেলভিউ হাসপাতালের যৌথ উদ্যোগে স্কুল ক্যাম্পাসে শুরু হল করোনার টিকাকরণ। প্রথম দিনে সাড়ে চারশোজনকে দেওয়া হল কোভিশিল্ডের প্রথম ডোজ।
করোনাকালে সবজি বাজার স্থানান্তর নিয়ে রামপুরহাটে প্রশাসনের সঙ্গে সংঘাতে ব্যবসায়ীরা। আর্থিক ক্ষতির যুক্তি দেখিয়ে শহর ছেড়ে ফাঁকা জায়গায় যেতে নারাজ। অনির্দিষ্টকালের জন্য বাজার বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন সবজি ব্যবসায়ীরা।
সদ্যোজাতর করোনা জয়। সূত্রের খবর, গত ২৫ মে, আলিপুরদুয়ার জেলা হাসপাতালে কোভিড আক্রান্ত এক শিশুর জন্ম হয়। সেই সদ্যোজাত কোভিড জয় করে আটদিনের মাথায় বাড়ি ফিরেছে।
হাসপাতাল সূত্রে খবর, মাদারিহাটের জয়বীরপাড়া চা বাগান এলাকার বাসিন্দা জুনিকা টোপ্পো করোনা আক্রান্ত ছিলেন। তিনি গত ২৫ মে এক কন্যা সন্তানের জন্ম দেন। পরীক্ষায় দেখা যায়, করোনা আক্রান্ত হয়েই জন্ম নিয়েছে সদ্যোজাত। এরপর মেডিক্যাল টিম গড়ে চিকিত্সা হয় ওই শিশুর। হাসপাতাল সূত্রে খবর, ৫ দিন পর করোনা মুক্ত হয় শিশুটি। আট দিনের মাথায় সুস্থ হয়ে মায়ের সঙ্গে বাড়ি ফিরল শিশু।
সঙ্কট কাটাতে দার্জিলিং জেলা হাসপাতালে একই মেশিনে করা হচ্ছে করোনা রোগী ও সাধারণ রোগীদের এক্স-রে। স্বাস্থ্য দফতরে আবেদন জানিয়েছেন, দ্রুত নতুন এক্স-রে মেশিন চলে আসবে বলে আশ্বাস দিয়েছেন হাসপাতালের সুপার। মঙ্গলবার দার্জিলিং জেলা হাসপাতালে চালু হয়েছে কোভিড আইসিইউ ওয়ার্ড।
আজ হাসপাতাল থেকে ছাড়া হতে পারে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। ছাড়া হতে পারে তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যকেও। উডল্যান্ডস হাসপাতাল সূত্রের খবর, গতকাল সন্ধেয় চিকিৎসকরা বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার মূল্যায়ন করেন। সূত্রের খবর, প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক পরীক্ষার সব রিপোর্ট সন্তোষজনক। এরপরই চিকিৎসকরা সিদ্ধান্ত নেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরবর্তী পর্যায়ের চিকিৎসা বাড়িতে রেখেই করা সম্ভব।
করোনা মৃত্যু হয়েছে বৃদ্ধার। কিন্তু লক্ষাধিক টাকা বকেয়া থাকায় মৃতদেহ আটকে রাখার অভিযোগ উঠল দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। যদিও রোগীর পরিবারকে হয়রান করার অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বকেয়া সাড়ে ৪ লক্ষ টাকা মকুব করার পাশাপাশি ৩৬ ঘণ্টা পরে ইস্যু হয়েছে ডেথ সার্টিফিকেট।
প্রেক্ষাপট
কলকাতা: কমছে করোনা সংক্রমণের হার। আশার আলো জাগিয়ে এবার বাংলায় ১০ হাজারের নীচে চলে এল দৈনিক সংক্রমণ।
রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৯ হাজারের আশেপাশে।
তবে গোটা দেশের মতোই এ রাজ্যেও উদ্বেগ অব্যাহত রেখে মৃত্যু মিছিল চলছে। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনায় মৃত্যু হয়েছে ১৩৭ জনের।
বর্তমানে কলকাতার থেকেও ভয়ঙ্কর অবস্থা উত্তর ২৪ পরগনায়। গত ২৪ ঘণ্টায় যেখানে কলকাতায় নতুন করে এক হাজারের কিছু বেশি মানুষ আক্রান্ত হয়েছেন, সেখানে উত্তর ২৪ পরগনায় সংখ্যাটা প্রায় দ্বিগুণ!
গত ২৪ ঘণ্টায় কলকাতায় মৃত্যু হয়েছে ৩২ জনের। সেখানে উত্তর ২৪ পরগনায় ৩৫ জনের।
করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত হচ্ছে শিশুরাও। কিন্তু করোনা সংক্রমণ কাটিয়ে ওঠার পর তাঁদের মধ্যে এক বিশেষ ধরনের রোগ দেখা যাচ্ছে যার নাম মাল্টি সিস্টেম ইনফ্লেমেটরি সিনড্রোম।
যা নিয়ে দু’এক দিনের মধ্যেই কেন্দ্রের তরফে গাইডলাইন জারি করা হবে বলে জানিয়েছেন, নীতি আয়োগের সদস্য ভি কে পল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -