WB Election 2021 LIVE Updates: রাজ্যে আসছে আরও ১৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

West Bengal Assembly Election 2021 LIVE Updates: মন্ত্রী বলেন, ‘ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ৬৩ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে ব্যাঙ্ক। সঙ্গে রয়েছে বিনিয়োগকারীদের মূলধন। তা সত্ত্বেও মোদি-শাহ বলছেন বিনিয়োগ হয়নি।’

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 01 Mar 2021 06:45 AM
West Bengal Election 2021 LIVE: এখনও বাম-কংগ্রেস-আইএসএফ জোটের সমাধান অধরা

কালই প্রথম দফার নির্বাচনের বিজ্ঞপ্তি জারি।তার আগেও বাম-কংগ্রেস-আইএসএফ জোটের সমাধান অধরা।৪ ঘণ্টা বৈঠকের শেষে ৯২ আসন পেল কংগ্রেস।এর থেকে কোনও আসন আইএসএফকে ছাড়তে নারাজ কংগ্রেস।৯২ আসনের মধ্যেও কিছু আসনে রদবদলের দাবি কংগ্রেসের।জেলার নেতাদের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে,সাংবাদিক বৈঠকে জানালেন বিমান বসু। আরও কিছু আসন পেলে, তবেই ছাড়ার ভাবনা,জানালেন অধীর চৌধুরী।


কাল বৈঠকে বসছে বামফ্রন্ট, তারপর ফের দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা।

West Bengal Election 2021 LIVE:রাজ্যে আসছে আরও ১৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

রাজ্যে আসছে আরও ১৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।অবাধ ও শান্তিপূর্ণ ভোটের জন্য আরও বাহিনী আসছে রাজ্যে।এখনও পর্যন্ত রাজ্যে ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন।আসছে ১০ কোম্পানি সিআরপিএফ, ১৩ কোম্পানি বিএসএফ।আসছে ২০ কোম্পানি আইটিবিপি, ৪১ কোম্পানি এসএসবি

West Bengal Election 2021 LIVE:আইএসএফের সঙ্গে দলের জোটে রুষ্ট কংগ্রেস নেতা আনন্দ শর্মা

আইএসএফের সঙ্গে দলের জোটে রুষ্ট কংগ্রেস নেতা আনন্দ শর্মা। ট্যুইটে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘কংগ্রেস-আইএসএফ জোট দলীয় মতাদর্শের বিরোধী। এই ইস্যুতে ওয়ার্কিং কমিটির ছাড়পত্র জরুরি। অধীর চৌধুরী জোটের সমর্থন করছেন, এটা নিন্দাজনক।’


 


 

West Bengal Election 2021 LIVE: বিজেপিতে অভিনেত্রী শ্রাবন্তী

বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী শ্রাবন্তী। 

WB Election 2021 LIVE: ভোটে যে ভাবে দফা ভাগ হয়েছে, তা ঠিক হয়নি, অভিযোগ মমতার

ভোটে যে ভাবে দফা ভাগ হয়েছে, তা ঠিক হয়নি। নির্বাচন কমিশনের উচিত নিরপেক্ষ ভাবে কাজ করা। 

West Bengal Election 2021 LIVE: আমার আশীর্বাদ রয়েছে তেজস্বীর জন্য, নবান্ন থেকে মমতা

বিহারে ষড়যন্ত্র করে তেজস্বীকে হারানো হয়েছে। আজ নয় তো কাল তেজস্বী ক্ষমতায় আসবে। আমার আশীর্বাদ রয়েছে তেজস্বীর জন্য। নবান্ন থেকে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

পূর্ণ শক্তি দিয়ে মমতাকে সমর্থন করব, জানালেন তেজস্বী যাদব

পূর্ণ শক্তি দিয়ে মমতাকে সমর্থন করব। যে ভাবে প্রয়োজন হবে সমর্থন করব। মমতার করোনা মোকাবিলায় ভূমিকা প্রশ্নাতীত। প্রত্যেকের পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন তেজস্বী। 

West Bengal Election 2021 LIVE: দেশের গণতন্ত্রকে বাঁচাতে হবে, নবান্ন থেকে বার্তা তেজস্বীর

দেশকে ভেঙে ফেলার শক্তিকে রুখতে হবে। বিজেপিকে রুখতে মমতার পাশে থাকতে হবে। বার্তা তেজস্বী যাদবের

WB Election 2021 LIVE: বাংলার নির্বাচনে এবার ‘নজরদারি’ এআইসিসি-র

বাংলার নির্বাচনে এবার ‘নজরদারি’ এআইসিসি-র। প্রতিটি জেলায় একজন করে পর্যবেক্ষক নিয়োগ এআইসিসি-র। পর্যবেক্ষকদের তালিকা পাঠানো হল প্রদেশ কংগ্রেসকে। গুজরাত-উত্তরপ্রদেশ-বিহার থেকে নেতাদের পর্যবেক্ষক নিয়োগ। বাংলায় নির্বাচনের আগে বিভিন্ন জেলা ঘুরবেন পর্যবেক্ষকরা। জেলা ঘুরে এআইসিসি-কে রিপোর্ট দেবেন। প্রার্থীতালিকাও নিয়েও মতামত নেওয়া হবে পর্যবেক্ষকদের।

West Bengal Election 2021 LIVE: দুঃখপ্রকাশ করেও ফের বিস্ফোরক আব্বাস সিদ্দিকি

গতকালের ঘটনায় দুঃখপ্রকাশ করেও কংগ্রেসের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন আব্বাস সিদ্দিকি। তাঁর দাবি, মোদি-দিদি দুজনের সঙ্গেই যোগাযোগ রাখছেন কংগ্রেসের এক নেতা। ভোটের পর উঁচু পদের বিনিময়ে তৃণমূলকে সমর্থন করবে কংগ্রেস। এক ঘনিষ্ঠ রাজনীতিবিদ এ কথা বলেছেন বলে দাবি করেছেন ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের প্রতিষ্ঠাতা সদস্য আব্বাস সিদ্দিকি। তৃণমূলকে সাহায্য নিয়ে মিথ্যা দাবি করছেন আব্বাস, প্রতিক্রিয়া প্রদীপ ভট্টাচার্যর

WB Election 2021 LIVE:  ‘বাম-কংগ্রেস আর জাতপাত-বিরোধী নেই, ব্রিগেডের মিটিংয়ে স্পষ্ট’, সাংবাদিক বৈঠকে সুব্রত 

তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে সুব্রত মুখোপাধ্যায়। বললেন, ‘ব্রিগেডের মিটিংয়ে স্পষ্ট হল বাম-কংগ্রেস আর জাতপাত বিরোধী নেই। ব্রিগেডের মঞ্চে একাধিক বিচ্ছিন্ন ও দুর্বল ঘটনা ঘটেছে। আমরাও বলতাম কংগ্রেস-সিপিএম জাতপাতের রাজনীতি করে না। কিন্তু গতকাল ব্রিগেডে নিজেরাই তাঁদের চরিত্রহনন করলেন। ‘জাতপাতের রাজনীতিতে বিজেপি ২ জন বন্ধু পেল। তারা হল কংগ্রেস ও সিপিএম।’

West Bengal Election 2021 LIVE:  ‘ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ৬৩ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে ব্যাঙ্ক’, সাংবাদিক বৈঠকে সুব্রত 

তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে সুব্রত মুখোপাধ্যায়। বললেন, ‘ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ৬৩ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে ব্যাঙ্ক। সঙ্গে রয়েছে বিনিয়োগকারীদের মূলধন। তা সত্ত্বেও মোদি-শাহ বলছেন বিনিয়োগ হয়নি।’

WB Election 2021 LIVE:  ‘বাংলায় বিনিয়োগ নিয়ে মোদি-শাহ ভাঁওতা দিচ্ছেন’, বললেন সুব্রত মুখোপাধ্যায়

তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে সুব্রত মুখোপাধ্যায়। বললেন, ‘বাংলার মতো জনস্বার্থমূলক প্রকল্প দেশের কোনও রাজ্যে নেই। খাদ্যসাথীতে ২০ লক্ষেরও বেশি মানুষ উপকৃত। বাংলায় বিনিয়োগ নিয়ে মোদি-শাহ ভাঁওতা দিচ্ছেন।’

West Bengal Election 2021 LIVE:  সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে আজ বৈঠকে বিজেপি

সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে আজ কলকাতার একটি পাঁচতারা হোটেলে বৈঠকে বসে বিজেপি। বৈঠকে উপস্থিত বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির সদস্য ভূপেন্দ্র যাদব। সূত্রের খবর, বাঁকুড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামের প্রার্থী নিয়ে বৈঠকে আলোচনা হবে। হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনার একাংশের প্রার্থী নিয়েও আজকের বৈঠকে আলোচনা হবে বলে বিজেপি সূত্রে খবর।

West Bengal Election 2021 LIVE: জলঙ্গিতে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

সাগরদিঘি, মুর্শিদাবাদের পর এবার জলঙ্গি। ফের নবাবের জেলায় প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। প্রার্থী তালিকা প্রকাশের আগেই দলের স্থানীয় নেতৃত্বের একাংশের রোষের মুখে পড়েছেন জলঙ্গির বিধায়ক। সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া আব্দুর রেজ্জাককে প্রার্থী করা হলে গোঁজ প্রার্থী দাঁড় করানোরও হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতাদের একাংশ। ভোটের মুখে শাসকদলের অস্বস্তি বাড়িয়েছে এই ঘটনা। বিধায়কের দাবি, এর নেপথ্যে দলেরই একাংশের মদত রয়েছে। সিপিএমের কটাক্ষ, দলবদল করা নেতাদের ক্ষেত্রে এমনটাই হওয়ার কথা। ২০১৯-এর জানুয়ারিতে সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেন জলঙ্গির বিধায়ক আব্দুর রেজ্জাক। 

West Bengal Election 2021 LIVE:  কেশপুরে বিজেপি নেতার বাড়িতে আগুন লাগানোর অভিযোগ

কেশপুরের মহিষদা গ্রামে বিজেপির বুথ সভাপতির বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পুড়ে ছাই মাটির দোতলা বাড়ি। মহিষদা গ্রামেই তৃণমূল সাংসদ দেব অধিকারীর পৈত্রিক ভিটে। গতকাল রাতে এই গ্রামেই বিজেপির বুথ সভাপতি উত্তম নায়েকের বাড়িতে আগুন লেগে যায়। কোনওরকমে পালিয়ে বাঁচেন বিজেপি নেতা ও তাঁর পরিবারের সদস্যরা। ঘণ্টা তিনেকের চেষ্টায় স্থানীয়রা আগুন নেভাতে পারলেও, বাড়িটি পুরো পুড়ে যায়। রাতেই ঘটনাস্থলে যায় কেশপুর থানার পুলিশ। বিজেপির অভিযোগ, অগ্নিকাণ্ডের নেপথ্যে তৃণমূলের ষড়যন্ত্র রয়েছে। অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। 

West Bengal Election 2021 LIVE: হাবড়ায় খাদ্যমন্ত্রীর নামে দেওয়াল লিখন

প্রার্থী তালিকা ঘোষণার আগেই হাবড়ার বদরে খাদ্যমন্ত্রীর নামে দেওয়াল লিখন। জানাজানি হতেই দেওয়াল ঢাকা হল কাপড়ে। এনিয়ে খাদ্যমন্ত্রীর প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

WB Election 2021 LIVE:  নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ

ভোট ঘোষণা হতে না হতেই সবুজসাথীর সাইকেল বিলিকে কেন্দ্র করে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠল দুর্গাপুরে। 

WB Election 2021 LIVE: আজ বিকেলে নবান্নে মমতা-তেজস্বী বৈঠক

আজ নবান্নে নির্বাচনী সমঝোতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও তেজস্বী যাদবের মধ্যে বৈঠক। বিকেল চারটেয় ওই বৈঠক হওয়ার কথা। 

West Bengal Election 2021 LIVE: শিলিগুড়িতে রুট মার্চ কেন্দ্রীয় বাহিনীর

শিলিগুড়ি পুরসভার বিভিন্ন ওয়ার্ডে সকাল থেকে রুট মার্চ করছে কেন্দ্রীয় বাহিনী। শিলিগুড়ি মহকুমায় আপাতত ২ কোম্পানি এসএসবি এসেছে। এক কোম্পানি রাখা হয়েছে শিলিগুড়ি শহরে। আরেক কোম্পানি রয়েছে বিধাননগরে।  

WB Election 2021 LIVE: খেলা হবে স্লোগানে আপত্তি তৃণমূল নেতার

এবার সোশাল মিডিয়ায় খেলা হবে স্লোগানে আপত্তি জানিয়ে দলের অস্বস্তি বাড়ালেন হাবড়ার তৃণমূল নেতা জাকির হোসেন। এবারের বিধানসভা ভোটে খেলা হবে স্লোগানকে সামনে রেখেই প্রচার শুরু করেছে তৃণমূল। স্লোগানের বিরোধিতা কয়েকদিন আগে সোশাল মিডিয়ায় পোস্ট করেন হাবড়া ১ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য তথা তৃণমূল নেতা জাকির হোসেন। তৃণমূল নেতার দাবি, এই স্লোগানের আড়ালে পেশি শক্তির আভাস রয়েছে। 

West Bengal Election 2021 LIVE:  প্রার্থী তালিকা ঘোষণার আগেই নিজের নামে দেওয়াল লিখন তৃণমূল বিধায়কের

প্রার্থী তালিকা ঘোষণার আগেই নিজের নামে দেওয়াল লিখন শুরু করলেন গোসাবার তৃণমূল বিধায়ক। গতকাল চুনাখালি গ্রাম পঞ্চায়েতের নাপিতপাড়া গ্রামে দেওয়াল লেখার কাজ শুরু করেন বিধায়ক জয়ন্ত নস্কর। বিধায়কের দাবি, আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা ঘোষণা না হলেও দলের শীর্ষ নেতৃত্বের আশ্বাস পেয়েই প্রচারের কাজ শুরু করেছেন। এনিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, এই কেন্দ্রে অন্য কেউ প্রার্থী হতে পারেন, সেই আশঙ্কা থেকেই প্রচারের কাজ আগেভাগে শুরু করে দিয়েছেন তৃণমূল বিধায়ক। 

WB Election 2021 LIVE: তৃণমূল ও বিজেপির আঁতাঁতের অভিযোগে সরব বাম-কংগ্রেস

ব্রিগেডের মঞ্চ থেকে তৃণমূল ও বিজেপির আঁতাঁতের অভিযোগে সরব হলেন বাম-কংগ্রেসের নেতারা। অন্যদিকে, সারদা-নারদের অভিযুক্তদের তৃণমূল থেকে বিজেপিতে যোগদান নিয়েও কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বামেরা। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল এবং বিজেপি।

West Bengal Election 2021 LIVE:  প্রকৃত বামপন্থী হলে, তৃণমূলকে ভোট দিন, বাঁকুড়ায় ব্রাত্য

লোকসভা ভোটে বাঁকুড়ায় বিজেপির কাছে পর্যুদস্ত হয়েছে তৃণমূল। আগামী বিধানসভা ভোটে সেই ব্যবধান ঘোচাতে বামপন্থীদের সমর্থন চাইলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। তাঁর মন্তব্য, প্রকৃত বামপন্থী হলে, তৃণমূলকে ভোট দিন। নয়তো নিজের দলকেই ভোট দিন। পাল্টা সিপিএমের কটাক্ষ, আগে নিজেদের দলে ভাঙন ঠেকান!

WB Election 2021 LIVE: আজ হাওড়ায় পরিবর্তন যাত্রায় বাবুল সুপ্রিয়, রাজীব বন্দ্যোপাধ্যায়

আজ দুপুর ২টো নাগাদ হাওড়ায় বিজেপি দফতর থেকে পরিবর্তন যাত্রার সূচনা করবেন সাংসদ বাবুল সুপ্রিয়। উপস্থিত থাকার কথা রাজীব বন্দ্যোপাধ্যায়েরও। পরে হাওড়ার বালিতে একটি জনসভায় বক্তব্য রাখার কথা।

WB Election 2021 LIVE: নিজের ওয়ার্ডেই বিক্ষোভের মুখে শোভন

পর্ণশ্রীতে নিজের ওয়ার্ডেই বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়।কালো পতাকা দেখানো হল তাঁকে এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে। ছেড়া হল বিজেপি নেত্রীর ফ্লেক্সও। ঘটনায় নাম না করে স্ত্রীকেই দুষলেন শোভন। পাল্টা জবাব দিয়েছেন রত্না চট্টোপাধ্যায়ও।

প্রেক্ষাপট

বাম-কংগ্রেসের ব্রিগেডেও উঠে এল ‘খেলা হবে’র প্রসঙ্গ। বিপুল ভিড় দেখে উৎসাহিত বিমান বসুরা বুঝিয়ে দিলেন, বিধানসভা ভোটের লড়াইটা শুধু বিজেপি-তৃণমূলের মধ্যে নয়, ময়দানে পুরোদস্তুর হাজির তাঁরাও। বিজেপির পাল্টা দাবি, খেলবে তারাই।


ব্রিগেডের মঞ্চ থেকে তৃণমূল ও বিজেপির আঁতাঁতের অভিযোগে সরব হলেন বাম-কংগ্রেসের নেতারা। অন্যদিকে, সারদা-নারদের অভিযুক্তদের তৃণমূল থেকে বিজেপিতে যোগদান নিয়েও কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বামেরা। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল এবং বিজেপি।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.