ঋত্বিক মণ্ডল, কোচবিহার: আজ কোচবিহারের রাসমেলা ময়দান থেকে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র চতুর্থ রথটির উদ্বোধন করবেন অমিত শাহ।


বৃহস্পতিবার সকাল ১১টা ১০-এ কোচবিহার বিমানবন্দরে নামবেন অমিত শাহ। ১১টা ২৫ মিনিটে কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর সাড়ে ১১টা নাগাদ রাসমেলার মাঠে পৌঁছবেন তিনি।


সেখানে বিজেপির তরফে বিশাল মঞ্চ করা হয়েছে। বক্তৃতা করার পর ‘পরিবর্তন যাত্রা’র চতুর্থ রথের সূচনা করবেন অমিত শাহ। বুধবার সন্ধেয় গোটা প্রস্তুতি খতিয়ে দেখতে মেলার মাঠে পৌঁছন সায়ন্তন বসু, নিশিত প্রামাণিকরা।


গোটা কোচবিহার শহর মুড়ে দেওয়া হয়েছে নরেন্দ্র মোদি, অমিত শাহ, জে পি নাড্ডাদের পোস্টারে। বিজেপি সূত্রে খবর,  রাসমেলার ময়দান থেকে উদ্বোধনের পর পরিবর্তন যাত্রার রথ পুণ্ডিবাড়ি, মাথাভাঙা, শীতলকুচি, সিতাই, দিনহাটা, নাটাবাড়ি, তুফানগঞ্জ হয়ে ১৪ ফেব্রুয়ারি আলিপুরদুয়ারে প্রবেশ করবে।


কোচবিহার জেলায় মোট ৯টি বিধানসভা কেন্দ্র রয়েছে। ২০১৯-এর লোকসভা ভোটে সাতটিতে এগিয়ে রয়েছে বিজেপি। বাকি দুটিতে তৃণমূল। বৃহস্পতিবার কোচবিহার থেকে যে রথযাত্রা শুরু হচ্ছে তা জেলার নটি বিধানসভা কেন্দ্রকেই ছুঁয়ে যাবে।


বৃহস্পতিবার থেকে শুরু হয়ে উত্তরবঙ্গের ৫৪টি বিধানসভা আসনেই ঘুরবে বিজেপির 'পরিবর্তন যাত্রা'র এই রথ।


এরপর দুপুর ৩টে ২০ নাগাদ উত্তর ২৪ পরগনার মতুয়া ঠাকুরনগরে পৌঁছবেন অমিত শাহ।  ঠাকুরনগরের মাঠে অমিত শাহের জনসভা। আগেরবার মঞ্চ তৈরি হয়ে গেলেও বাতিল হয়ে গিয়েছিল অমিত শাহর সভা।


প্রথমেই হরিচাঁদ-গুরুচাঁদ মন্দিরে পুজো দেবেন। তারপর বেলা পৌনে চারটেয় ঠাকুরনগরের জনসভায় বক্তব্য রাখতে উঠবেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি। 


শুক্রবার কাকদ্বীপ থেকে পঞ্চম রথটির উদ্বোধনের কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।