সমীরণ পাল, উত্তর ২৪ পরগণা: নিমতাকাণ্ডে বিজেপি কর্মী ও তাঁর মাকে ভর্তি করা হল কলকাতার হাসপাতালে। গত শুক্রবার ওই বিজেপি কর্মী ও তাঁর মাকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। শাসকদলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
গতকাল ওই কর্মীর বাড়িতে যান অর্জুন সিংহ ও শুভেন্দু অধিকারী। অভিযুক্তরা গ্রেফতার না হওয়ায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন দুই বিজেপি নেতা। এরপর রাতেই বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছয় অ্যাম্বুল্যান্স। এমনিতেই যে ঘটনা নিয়ে চড়ছে রাজনৈতিক পারদ। মাঝে চলে নিমতা থানা ঘেরাও।
ভোররাতে বিজেপি কর্মী ও তাঁর মাকে বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।
কিছুদিন আগেই উত্তর ২৪ পরগনার নিমতায় বিজেপির চা চক্রে হামলা হয়েছিল। নিমতার ছোট ফিঞা অঞ্চলে এই হামলা হয়েছিল। যে ঘটনায় ৩ থেকে ৪ জন বিজেপি কর্মী আহত হয়েছিলেন। সেবারও হামলার অভিযোগ ছিল শাসকদলের বিরুদ্ধে।