কলকাতা: ট্যাব কিনতে সরকারি স্কুলের পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা। ৩ সপ্তাহের মধ্যে সরাসরি অ্যাকাউন্টে ১০ হাজার টাকা দেওয়া হবে। অনলাইনে ক্লাস নিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।


কিছুদিন আগেই তিনি বলেছেন, অনলাইন ক্লাসের জন্য রাজ্যের সাড়ে ৯ লক্ষ পড়ুয়াকে ট্যাব দেবে সরকার। তিনি আরও জানান, উচ্চমাধ্যমিক এবং মাদ্রাসার ছাত্রছাত্রীদের জন্য ট্যাব দেওয়া হবে। অষ্টম শ্রেণির ক্ষেত্রে প্রতি স্কুলকে একটি করে কম্পিউটার দেওয়া হবে।

নিউ নর্মালে চাকা গড়িয়েছে ট্রেন ও মেট্রোর....চলছে বাস-ট্রাম-ট্যাক্সি।ধীরে ধীরে ছন্দে ফিরছে জীবন।

কিন্তু কবে থেকে আবার স্কুলে যেতে পারবে পড়ুয়ারা? এই প্রশ্নের উত্তর এখনও অধরা। স্কুল-কলেজে ঝুলছে তালা। অনলাইনে হচ্ছে ক্লাস। এই পরিস্থিতিতে অনলাইন ক্লাসের জন্য উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসার সাড়ে ৯ লক্ষ পড়ুয়াকে ট্যাব দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছিল সরকার।

তিনি বলেছিলেন, রাজ্যের ১৪ হাজার উচ্চ মাধ্যমিক স্কুল ও ৬৩৬ টি মাদ্রাসার মোট সাড়ে ৯ লক্ষ দ্বাদশ শ্রেণির পড়ুয়ার হাতে ট্যাব তুলে দেবে সরকার। করোনা আবহে স্কুলে গিয়ে ক্লাস করা অসম্ভব। সবার কম্পিউটার বা স্মার্ট ফোন কেনার সামর্থ্য নেই। সেজন্যই এই সিদ্ধান্ত। পাশাপাশি, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলে দেওয়া হবে একটি করে কম্পিউটার।