West Bengal News Live: এখন বাংলার যা পরিস্থিতি, তাতে বিজেপিতে কেউ থাকবে না, দাবি মুকুলের
Get the latest West Bengal News and Live Updates:সুমিত কুমারের নাম ভাঁড়িয়ে নিউটাউনে ২ গ্যাংস্টারের জন্য ফ্ল্যাট ভাড়া নিয়েছিল ভরত কুমারই! ব্যবহার অন্যের নামে নেওয়া সিম। শ্বশুরবাড়ির সূত্রে এরাজ্যে যোগাযোগ। শ্যুটআউটকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। ফ্ল্যাটের মালিককে জিজ্ঞাসাবাদ।
বিজেপি সাংসদ ও দলীয় কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠল জলপাইগুড়ির ভাণ্ডারিগঞ্জে। অভিযোগের তির তৃণমূলের দিকে। বিজেপি কর্মীদের ঘরে ফেরাতে গিয়ে সাংসদ শাসকদলের রোষের শিকার হন বলে অভিযোগ। তৃণমূলের দাবি, এটা বিজেপির নব্য বনাম পুরনোর লড়াই।
মুকুল রায়ের তৃণমূল প্রত্যাবর্তনের পরই কার্যত সামনে চলে এসেছে বিজেপির অন্দরের ফাটল। শুক্রবার বিজেপি-র সাংগঠনিক জেলার বৈঠকে গরহাজির বেশ কয়েকজন জনপ্রতিনিধি। এদিন বনগাঁয় বিজেপি-র সাংগঠনিক জেলার বৈঠকে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ। কিন্তু, সভায় ছিলেন না বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর, গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর, বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস ও বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া।
বিধানসভা ভোটে বিপর্যয়ের পর ফের বড় ধাক্কা বিজেপির৷ দল ছাড়লেন মুকুল রায়, ফিরলেন তৃণমূলে। আর এরই সঙ্গে গেরুয়া শিবিরের অভ্যন্তরে আরও জোরাল হচ্ছে অসন্তোষের সুর!
গ্যাংস্টারদের নিউটাউনের ফ্ল্যাট থেকে বাজেয়াপ্ত ৮০টি নকল পরিচয়পত্র, জাল ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন। প্লাস্টিক চিপের সাহায্যে নকল পরিচয়পত্র বানানো হত ইচ্ছেমাফিক। ভুল্লারের ল্যাপটপে তৈরি হত নকল আধার কার্ড। দাবি তদন্তকারীদের। সিমকার্ডের সূত্রে ঘটনায় জুড়ে গেল পিংলার নাম।
‘বাংলায় তাসের ঘরের মতো ভেঙে পড়বে বিজেপি৷ আজকের ঘটনা সেই শেষের শুরু৷ কতজন শিবির ছাড়বে, সেই হিসেব রাখা কঠিন হয়ে যাবে৷ আসুন, আরেকবার ডাকুন, দিদি ও দিদি...৷ আরও একবার যোগ্য জবাব পাবেন,’ মুকুল রায়ের বিজেপি-ত্যাগ প্রসঙ্গে ট্যুইট সুখেন্দু শেখর রায়ের৷
‘মুকুল আমাদের পুরনো পরিবারের ছেলে৷ এজেন্সির ভয় দেখানো হয়েছিল মুকুলকে৷ তৃণমূলে আসায় মুকুল নিজে মানসিক শান্তি পেল,’ বললেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
‘আগে যে দায়িত্ব সামলাতেন, এখন সেই দায়িত্বই সামলাবেন৷ ওল্ড ইজ অলওয়েজ গোল্ড,’ মুকুল রায় প্রসঙ্গে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
মুকুল নির্বাচনের সময় তৃণমূল বিরোধী কোনও কথা বলেনি৷ যারা গদ্দারি করেছে, তৃণমূলের বিরুদ্ধে বলেছে, তাদের দলে নেব না৷ যারা গদ্দারি করেছে, চরমপন্থী, তাদের তৃণমূলে ফেরত নেব না, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
‘বাংলা আবার তার নিজের জায়গায় ফিরবে৷ বাংলাকে লিড করবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিজেপি করব না, সেই কারণেই পুরনো দলে ফিরলাম,’ তৃণমূলে ফিরে বললেন মুকুল রায়৷
ভারতে অন্য রাজ্যে হিংসার খবর নেই৷ হিংসার জন্য শিরোনামে বাংলা, সাংবাদিক বৈঠকে অভিযোগ বিজেপির৷
তৃণমূল থেকে বহিষ্কৃত হওয়ার ১,৩৫৫ দিন পর ফের জোড়াফুল শিবিরে মুকুল রায়ের প্রত্যাবর্তন। দলের প্রাক্তন সেকেন্ড ইন কম্যান্ডকে পাশে বসিয়ে তাঁকে স্বাগত জানালেন তৃণমূল নেত্রী। যে দল তৈরির শরিক ছিলেন, এতদিন পর সেই দলে ফিরে দৃশ্যতই মুখে হাসি মুকুল রায়ের।
বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে ফিরলেন মুকুল রায় ও তাঁর পুত্র শুভ্রাংশু রায়৷ তাঁদের উত্তরীয় পরিয়ে স্বাগত জানালেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়৷
‘খবর অনুযায়ী মুকুল রায় ও তাঁর ছেলে তৃণমূলে প্রত্যাবর্তন করছেন৷ তবে কি নারদা নিয়ে কেন্দ্রীয় সংস্থা তাঁদের অবস্থান বদলাবে?’ ট্যুইট কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভির।
‘দ্রুত বিজেপি থেকে আবর্জনা দূর করুন৷ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে অনুরোধ করছি,’ মুকুল রায়ের তৃণমূলে প্রত্যাবর্তনের মধ্যেই ট্যুইট বৈশালী ডালমিয়ার৷
মুকুলের তৃণমূল-যোগের মধ্যেই বঙ্গ বিজেপির অস্বস্তি বাড়ালেন অনুপম হাজরা৷ তাঁর ট্য়ুইট, ‘ভোটের সময় দু-একজন নেতাকে নিয়ে মাতামাতি৷ যোগ্যতা সত্ত্বেও লবিবাজি করে বাকিদের বসিয়ে রেখে অবজ্ঞা-অপমান৷ এসব তারই করুণ পরিণতি৷ চার্টার্ড ফ্লাইটের রয়্যাল যাত্রীরাও মিসিং৷ এখনও সময় আছে, বঙ্গ বিজেপির উচিত লবিবাজি বন্ধ করা, যোগ্যতা অনুযায়ী বসে থাকা নেতাদের কাজে লাগানো৷ আশা রাখছি, বঙ্গ বিজেপির আগামী বৈঠকে প্রোটেকল মেনে আমন্ত্রণ পাব৷’
তৃণমূল ভবনে মুকুল রায় ও শুভ্রাংশু রায়। এ নিয়ে ট্যুইট করেছেন বিজেপি নেতা তথাগত রায়। তিনি লিখেছেন, ‘মল মূত্র ত্যাগ করলে মানুষ দুর্বল হয় না, সবলই হয়।’ তৃণমূল থেকে বিজেপিতে আসা যে সব নেতা আবার তৃণমূলে ফিরে গেছেন, তাঁদের সম্পর্কে প্রয়াত সিপিএম নেতা হরেকৃষ্ণ কোঙারের এই মন্তব্য টুইটে তুলে ধরেছেন তথাগত।
‘নির্বাচনে ধাক্কা উদ্বেগের৷ বঙ্গ বিজেপির কাজ হল শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়া৷ পুরনো বা নতুন নেতা-কর্মীদের হতাশ হওয়ার কোনও কারণ নেই৷ নেতা-কর্মীদের ঘরে ঢুকে যাওয়ারও কোনও কারণ নেই৷ ২ কোটি ২০ লক্ষ ভোটে ভর করেই ঘুরে দাঁড়াবে বিজেপি,’ মুকুল রায়ের বিজেপি ত্যাগের মধ্যেই দলীয় কর্মীদের বার্তা বিজেপি নেতা তথা সাংসদ স্বপন দাশগুপ্তর৷
তৃণমূল ভবনে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সাড়ে তিনটেয় সাংবাদিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুকুলকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করতে পারেন তৃণমূল নেত্রী।
ছেলে শুভ্রাংশুকে সঙ্গে নিয়ে তৃণমূল ভবনে পৌঁছলেন মুকুল রায়।
তৃণমূল ভবনে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মুকুল রায়ের স্ত্রীর ফুসফুস প্রতিস্থাপনের পরিকল্পনা সম্পূর্ণ। আরওডিও এবং এনওটিও তে নথিভুক্তিকরণ চলছে।একমো সাপোর্টে রয়েছেন মুকুল রায়ের স্ত্রী। এই অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া সম্ভব নয়। মত চেন্নাইয়ের চিকিৎসক দলের।ব্রেন ডেথ হয়ে গেছে এমন ফুসফুস দাতার সন্ধান চলছে
কালীঘাটের বাড়ি থেকে রওনা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাবেন তৃণমূল ভবনে
সল্টলেকের বাড়ি থেকে রওনা দিলেন মুকুল রায়। বললেন, তৃণমূল ভবনে যাচ্ছি
বিজেপিতে যাঁরা গিয়েছিলেন, তাঁরা থাকতে চাইছেন না। তাঁরা বুঝতে পেরেছেন বিজেপির নীতি জনবিরোধী, বাংলাবিরোধী। মুকুল রায়ের তৃণমূল যোগদান নিয়ে জল্পনা প্রসঙ্গে মন্তব্য কুণাল ঘোষের।
কলকাতা পুলিশকে তদন্তে সহযোগিতার নির্দেশ মিঠুন চক্রবর্তীকে। নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তবে সশরীরে হাজির হওয়ার কোনও প্রয়োজন নেই। প্রয়োজনে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে হতে পারে জিজ্ঞাসাবাদ।ভিডিও কনফারেন্সিংয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন তদন্তকারী আধিকারিকরা
আজই তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন মুকুল রায়। তৃণমূল কংগ্রেসের দলীয় বৈঠক আছে। আজ দলত্যাগীদের ফেরানো নিয়ে আজ হবে বৈঠক। বৈঠকে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়
তৃণমূল ভবনে আজ বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর ৩টেয় বৈঠক। দলের কয়েকজন প্রথমসারির নেতা বৈঠকে উপস্থিত থাকবেন। তৃণমূল সূত্রে খবর, এক ব্যক্তি এক পদ নীতি কার্যকর করা, সাংগঠনিক রদবদল, দলত্যাগীদের ঘরে ফেরানোর বিষয়টি বৈঠকে উঠতে পারে।
গ্যাংস্টারদের ফ্ল্যাট থেকে বাজেয়াপ্ত ৮০টি নকল পরিচয়পত্র। উদ্ধার জাল ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন।গাড়িতে উদ্ধার পেন ড্রাইভে মিলল হলিউডের ক্রাইম থ্রিলার।ক্রাইম থ্রিলার দেখতে ভালবাসত জয়পাল ভুল্লার।জয়পালের ল্যাপটপে ইচ্ছেমতো আধার কার্ড তৈরি করা যেত
জ্বালানির দামবৃদ্ধির প্রতিবাদ। মালদার রথবাড়ি এলাকায় পেট্রোলপাম্পের সামনে বিক্ষোভ কংগ্রেসের। দুর্গাপুর সিটি সেন্টারে সাইকেল চালিয়ে এসে বিক্ষোভে সামিল হন কংগ্রেস কর্মীরা। একই ছবি ধরা পড়ে কুলটিতেও। দিল্লি, জয়পুর, কর্ণাটকেও চলছে জ্বালানির মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ।
গাছে দেওর ও বৌদির ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য। হেমতাবাদের শীতলপুর এলাকার ঘটনা। সম্পর্কের টানাপোড়েনে আত্মহত্যা কিনা খতিয়ে দেখছে পুলিশ। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
মালদার চিনা নাগরিককে গ্রেফতার ঘটনায় দানা বাঁধছে রহস্য। ভারত বাংলাদেশ সীমান্তের মালিক সুলতানপুর এলাকা থেকে তাকে আটক করে বিএসএফ। পরে তাকে কালিয়াচক থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জেরা করতে এল উত্তরপ্রদেশের অ্যান্টি টেররিস্ট স্কোয়াডও। কারণ, গত জানুয়ারিতে হানের এক সঙ্গী সান জিয়াংকে গ্রেফতার করে লখনউয়ের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড। প্রাথমিক জেরায় হান জানিয়েছে, সে ভারতে ব্যবসা করতে চায়। তাই গবেষণার উদ্দেশ্যে সে ২০০৯ সাল থেকে প্রায় প্রতি বছরই ভারতে আসছে। তার দাবি, বাংলাদেশে এসে নদী পেরিয়ে সে ভারতে ঢোকে। তবে নদীই পেরিয়ে সে যে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে, তা বুঝতে পারেনি।
নিউটাউনে ২ গ্যাংস্টারের সঙ্গে এনকাউন্টারে আহত এসটিএফ-এর ইন্সপেক্টর কার্তিকমোহন ঘোষের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। সল্টলেকের আমরি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, আজ তাঁর ক্ষতস্থানে ড্রেসিং করা হবে। প্রয়োজনে ক্ষতস্থান সেলাই করা হতে পারে। ওই অফিসারের বাঁ কাঁধ দিয়ে গুলি ঢুকে বাঁ হাতের একাংশ দিয়ে বেরিয়ে গেছে। শরীরে ছোটখাটো যে সব ক্ষত রয়েছে, তা-ও ড্রেসিং করা হবে। তাঁর সেরে ওঠার গতি দেখে চিকিত্সকরা সিদ্ধান্ত নেবেন, কবে ছাড়া হবে। হাসপাতাল সূত্রে খবর, নার্ভে যে আঘাত আছে, তা নিজে থেকেই সেরে যাবে।
নিউটাউন শ্যুটআউটকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য।‘২ গ্যাংস্টারের ফ্ল্যাটে আসা-যাওয়া ছিল বেশ কয়েকজনের’,জিজ্ঞাসাবাদে জানিয়েছেন প্রতিবেশীরা, খবর এসটিএফ সূত্রে।তাদের পরিচয় জানার চেষ্টা চলছে
ভ্যাকসিন সঙ্কটে পাড়ার বাসিন্দাদের পাশে দাঁড়াল মুদিয়ালি ক্লাব। মুদিয়ালির প্রায় ১৫০ জন বাসিন্দার ভ্যাকসিনেশন হল ক্লাবের উদ্যোগে। উদ্যোক্তারা জানিয়েছেন, দ্বিতীয় ডোজ নেওয়ার সময় এলে আবারও এরকম ক্যাম্প করার পরিকল্পনা রয়েছে তাঁদের।
অনুপ্রবেশের অভিযোগে মালদার কালিয়াচক থেকে গ্রেফতার করা হয়েছে চিনা নাগরিক হান জুন উই-কে। সূত্রের খবর, তাঁকে জেরা করতে রাজ্যে আসছে উত্তরপ্রদেশের সন্ত্রাসদমন বাহিনীর বিশেষ দল। পুলিশ সূত্রে খবর, ভারত-বাংলাদেশ সীমান্তে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে ওই ব্যক্তিকে আটক করে বিএসএফ। পরে তাঁকে তুলে দেওয়া হয় কালিয়াচক থানার পুলিশের হাতে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ল্যাপটপ ও পাসপোর্ট
নিউটাউনে এসটিএফের সঙ্গে এনকাউন্টারে নিহত দুই গ্যাংস্টারের দেহ নিতে কলকাতায় এসেছে তাদের পরিবার। গতকাল রাতেই টেকনোসিটি থানায় যান জয়পাল ভুল্লারের বাবা। প্রয়োজনীয় কাগজপত্রে সই করেন তিনি। আজ সকালে টেকনোসিটি থানায় এসেছে নিহত আরেক গ্যাংস্টার যশপ্রীত সিং খাড়ারের পরিবার। দেহ ফেরত নেওয়ার প্রয়োজনীয় কাগজপত্রে সইসাবুদ করেন তাঁরা।
দু’টি পরিবারে হাতে আজ দুই গ্যাংস্টারের মৃতদেহ তুলে দেওয়া হতে পারে।
নিউটাউনে এনকাউন্টারে নিহতদের দেহের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট সামনে এল। রিপোর্টে বলা হয়েছে, ‘মৃত গ্যাংস্টারদের শরীরে রয়েছে অসংখ্য বুলেটের ক্ষত। মৃতদের একজনের মাথাতেও বুলেটের ক্ষত রয়েছে। শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত অঙ্গ থেকে রক্তক্ষরণে মৃত্যু।’
ময়নাতদন্তের পুরো প্রক্রিয়ার ভিডিওগ্রাফি হয়েছে। দু’জনের দেহের ডিএনএ নমুনা আলাদা করে সংরক্ষণ করা হয়েছে। সোমবার পুলিশের হাতে তুলে দেওয়া হবে চূড়ান্ত রিপোর্ট, খবর সূত্রের।
তৃণমূল সাংসদ নুসরত জাহান ও নিখিল জৈনের বিয়ে নিয়ে চলতি বিতর্কে মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কটাক্ষ, বিয়ে হল না অথচ সেই বিয়েতে নিমন্ত্রণ রক্ষা করে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বিজেপির বুথ সভাপতিকে লক্ষ্য করে চলল গুলি। অল্পের জন্য প্রাণে বাঁচলেন তিনি। গতকাল রাতে এই ঘটনা ঘটেছে মালদা থানার মহিষবাথান এলাকায়। বিজেপি সূত্রে দাবি, বুথ সভাপতি প্রভাত টুডুর বাড়ির সামনে বাইকে আসে দুই যুবক। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকায় বিজেপি নেতা তাদের পরিচয় জানতে চান। আচমকাই ওই যুবকরা গুলি চালায়। গুলি মাথা ছুঁয়ে বেরিয়ে যায়। এই ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকেই আঙুল তুলেছে বিজেপি। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
আজ অমাবস্যার কটাল। তার সঙ্গে রয়েছে নিম্নচাপের ভ্রুকুটি। মোহনায় সকাল থেকেই শুরু হয়েছে জোয়ার। প্রশাসনের ধারণা, গঙ্গায় জলোচ্ছ্বাসের উচ্চতা পৌঁছোতে পারে ৫ মিটার পর্যন্ত। কটাল পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে জল পুলিশকে। উপকূল এলাকাতেও জারি হয়েছে বাড়তি সতর্কতা। কলকাতায় জোয়ার শুরু হবে দুপুর দুটোয়। জলোচ্ছ্বাসের উচ্চতা পৌঁছতে পারে প্রায় ১৭ ফুট।
নিউটাউনের এনকাউন্টার নিয়ে কোনও কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তদন্তের দাবি তুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখলেন রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। তাঁর আশ্বাস, অর্থ দফতর থেকে টাকা বরাদ্দ হলেই আপৎকালীন ভিত্তিতে পাড় বাঁধানো হবে। এদিকে, গঙ্গায় ভাঙন নিয়ে কাজিয়ায় জড়িয়েছে তৃণমূল ও বিজেপি।
ভুল চিকিৎসার অভিযোগে রোগী মৃত্যুর অভিযোগ। হুগলির কোন্নগরের বেসরকারি নার্সিংহোমে ভাঙচুর। চিকিৎসকের শাস্তির দাবিতে বিক্ষোভ পরিবারের। চিকিৎসকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের পরিবারের।
প্রেক্ষাপট
গ্বালিয়র থেকে কলকাতায় পালানোর সময় ১৮ মে টোলপ্লাজায় ক্যামেরাবন্দি ২ গ্যাংস্টারের গাড়ি। সঙ্গী ছিল লিঙ্কম্যান ভরত কুমার। রাস্তায় গাড়ির টায়ার পাংচার। পঞ্জাবে পাকড়াও ভরতের থেকেই নিউটাউনের আস্তানার হদিশ।
সুমিত কুমারের নাম ভাঁড়িয়ে নিউটাউনে ২ গ্যাংস্টারের জন্য ফ্ল্যাট ভাড়া নিয়েছিল ভরত কুমারই! ব্যবহার অন্যের নামে নেওয়া সিম। শ্বশুরবাড়ির সূত্রে এরাজ্যে যোগাযোগ। শ্যুটআউটকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। ফ্ল্যাটের মালিককে জিজ্ঞাসাবাদ।
নিউটাউনে শ্যুটআউট। ঘর থেকে উদ্ধার প্লাস্টিকের প্যাকেটে করাচির ঠিকানা। রাতে ছেলের মৃতদেহ নিতে টেকনো সিটি থানায় জয়পালের বাবা ভূপিন্দর।
নিউটাউন এনকাউন্টারে আহত পুলিশ অফিসারের অবস্থা স্থিতিশীল। বুলেটের আঘাতে ক্ষতিগ্রস্ত হলেও ছিঁড়ে যায়নি স্নায়ু। এখনই অস্ত্রোপচার নয়, খবর হাসপাতালে সূত্রে।
গত বছরের নভেম্বরেই সবকিছু নিয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল নুসরত। গয়না আটকে রাখার অভিযোগ উড়িয়ে পাল্টা সাংসদ-অভিনেত্রীর বিপুল অঙ্কের গৃহঋণ শোধের দাবি নিখিলের। নিজেকে প্রতারিত বলে মনে হচ্ছে বলে মন্তব্য।
বিয়ে হয়েছিল তুরস্কে, ছিলাম স্বামী-স্ত্রী হিসেবেই। বারবার রেজিস্ট্রেশন এড়িয়ে গিয়েছিল নুসরতই। গত বছরের অগাস্টে ফিল্মের শ্যুটিংয়ে যাওয়ার পরেই বদলে যায় আচরণ। বিয়ে নয়, লিভ-ইনের দাবি খারিজ করে পাল্টা দাবি নিখিলের।
নিখিলের সঙ্গে বিয়ের কথা অস্বীকার নুসরতের। লোকসভায় দাড়িয়ে তাহলে কী মিথ্যে বলেছিলেন সাংসদ? প্রশ্ন বিজেপির আইটি সেলের। কাচের ঘরে বসে ঢিল না ছুড়ে আগে প্রধানমন্ত্রীর অতীতের হলফনামা দেখুন, পাল্টা তৃণমূল।
অনুপ্রবেশের অভিযোগে মালদার কালিয়াচকে সন্দেহভাজন চিনা নাগরিক গ্রেফতার। বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফের হাতে পাকড়াও। উদ্ধার বেশ কিছু ভারতীয় সিম।
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে তৈরি হচ্ছে নিম্নচাপ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বৃষ্টি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। উপকূলবর্তী এলাকায় জারি সতর্কবার্তা।
কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বাড়াল রাজ্য সরকার। ৬ হাজারের বদলে এবার বছরে মিলবে ১০ হাজার টাকা। ১ একরের কম জমি থাকলে ৪ হাজার টাকা ভাতা। সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে।
এবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় নিয়েও রাজ্য-রাজ্যপাল সংঘাত?আচার্যের অনুমোদন ছাড়াই উপাচার্যের ২ বছর মেয়াদ বৃদ্ধি। প্রস্তাব গেলেও সম্মতি মেলেনি রাজভবনের, কাজের সুবিধেয় সিদ্ধান্ত, দাবি সরকারি সূত্রের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -