West Bengal Breaking News LIVE: কাল কোচবিহার সফর নিয়ে রাজ্যপালকে কড়া চিঠি মুখ্যমন্ত্রীর
Get the latest West Bengal News and Live Updates: ‘বাংলায় বিজেপির ভরাডুবি’ বিষয়ে ভার্চুয়াল সেমিনারের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া। কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা-হুগলিতেও বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টি। উত্তরবঙ্গের একাংশেও বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া
রাজ্যপালের ব্যক্তিগত বা সরকারি সফর রাজ্যকে জানিয়ে করার নিয়ম। কোচবিহার সফরে যাচ্ছেন, জানলাম সোশাল মিডিয়া থেকে। কয়েক দশকের প্রথা ভেঙে জেলা সফর করছেন। আপনার এই পদক্ষেপ দুর্ভাগ্যজনক। রাজ্য প্রশাসনকে এড়িয়ে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করায় যায় না। ২৬ সেপ্টেম্বর দেওয়া পরামর্শও আপনি মানেননি। ক্রমাগত সেই অনুরোধ আপনি অগ্রাহ্য করেছেন। আবারও অনুরোধ, এই ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকুন। রাজ্যপালকে কড়া চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
কাল কোচবিহার সফর নিয়ে রাজ্যপালকে কড়া চিঠি মুখ্যমন্ত্রীর
এদিকে এদিন আনুষ্ঠানিক ভাবে খাদ্য দফতরের দায়িত্ব নিলেন রথীন ঘোষ। সদ্য করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরলেও ভার্চুয়ালি শপথ নেন মধ্যমগ্রামের ৪ বারের বিধায়ক। তৃণমূলের ইস্তেহারে থাকা দুয়ারে রেশন প্রকল্প দ্রুত শুরু করাই প্রথম লক্ষ্য বলে জানালেন নতুন খাদ্যমন্ত্রী।
ভিন রাজ্য থেকে ঝাড়খণ্ড হয়ে মালদার দিকে গঙ্গায় ভেসে আসতে পারে মৃতদেহ। তেমনটা হলে মৃতদেহ উদ্ধার হলে অন্ত্যেষ্টির ব্যবস্থা করে রাখল প্রশাসন। গঙ্গায় ভেসে যাওয়া মৃতদেহ করোনা আক্রান্তদের বলে সন্দেহ। তাই মাটির অন্তত ৫ ফিট গভীরে মৃতদেহ রাখার ব্যবস্থা হয়েছে। থাকছে জীবানুনাশক। তবে মৃতদেহগুলি বাংলায় ভেসে এলে সম্মানের সঙ্গে অন্ত্যেষ্টির ব্যবস্থা করা হবে, আশ্বাস প্রশাসনের। অযথা আতঙ্কিত না হওয়ার বার্তা দেওয়া হয়েছে।
বিদ্যুৎ চুরি হচ্ছে। সিইএসসি-র সঙ্গে এবিষয়ে কথা বলব। প্রতিক্রিয়া বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের। রাজভবনের সামনে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনার প্রতিক্রিয়ায় বললেন অরূপ বিশ্বাস।
রাজভবনের সামনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। শহরে বিদ্যুৎ চুরি নিয়ে কড়া বার্তা পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিমের। অসাধু ব্যবসায়ী চক্রের সক্রিয় থাকার অভিযোগ। পুলিশ কমিশনার ও ডিজির সঙ্গে কথা ফিরহাদের। বিদ্যুৎমন্ত্রীকে কমিটি গড়ে ব্যবস্থা নেওয়ার আর্জি।
বিতর্কের মুখে বিশ্বভারতীতে সেমিনার বাতিল। ‘বাংলায় বিজেপির ভরাডুবি’ বিষয়ে ভার্চুয়াল সেমিনার। বিশ্বভারতীর ওয়েবসাইটে উপাচার্যর নামে বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক। এরপরেই ওয়েবসাইট থেকে ডিলিট সেমিনারের বিজ্ঞপ্তি। সেমিনারের বিষয়বস্তু নিয়ে নিন্দায় সরব আশ্রমিক, পড়ুয়াদের একাংশ। ‘বিজেপির হারের কারণ পর্যালোচনা করবে তাদের দিল্লি নেতৃত্ব’, বিশ্বভারতীর সেমিনারে এবিষয়ে কেন আলোচনা হবে, প্রশ্ন অনুব্রতর। বিশ্বভারতী কর্তৃপক্ষের এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
আজই শান্তিপুর বিধানসভার বিধায়ক পদে ইস্তফা দেবেন জগন্নাথ সরকার। এবার বিধানসভা ভোটে শান্তিপুর আসনে রানাঘাটের সাংসদকে প্রার্থী করে বিজেপি। শান্তিপুরের বিজেপি বিধায়ক জানিয়েছেন, দলের নির্দেশে বিধানসভা ভোটে দাঁড়িয়ে জিতেছেন। ফের দলের নির্দেশ মেনেই বিধায়ক পদে ইস্তফা দিচ্ছেন। আগামীদিনে সাংসদ হিসেবে এলাকার উন্নয়নের কাজ করতে চান বলে জানিয়েছেন রানাঘাটের বিজেপি সাংসদ। ভোটারদের আস্থার মর্যাদা না দিয়ে তাদের সঙ্গে প্রতারণা করেছেন বিজেপি বিধায়ক। শান্তিপুরে উপ নির্বাচনে এবার তৃণমূলই জয়ী হবে। দাবি জেলা তৃণমূল নেতৃত্বের।
‘মাধ্যমিক পিছোলে উচ্চমাধ্যমিকও পিছোবে। পরীক্ষার্থীদের জীবনের থেকে মূল্যবান কিছু নয়। অপেক্ষা করছি সরকারি সিদ্ধান্তের জন্য। যখনই পরীক্ষা হোক, হবে নিজের স্কুলেই।’ জানিয়ে দিলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস।
রাজ্যের মন্ত্রী শিউলি সাহার মা নন্দীগ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান তথা বনশ্রী খাঁড়ার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব। ভোটে বিরোধী দলের হয়ে কাজ করার অভিযোগ উঠেছে বনশ্রীর বিরুদ্ধে। অনাস্থা এনে বিডিও-কে চিঠি দিয়েছেন পঞ্চায়েতের ১১ সদস্য। দল বিরোধী কাজের অভিযোগ অস্বীকার করেছেন বনশ্রী। জানালেন, অসুস্থতার জন্য আগেই পদত্যাগ করেছেন।
শীতলকুচি গুলিকাণ্ডে এবার মাথাভাঙার এসডিপিও সুরজিৎ মণ্ডলকে ভবানী ভবনে জিজ্ঞাসাবাদ করল সিআইডি। সোমবার মাথাভাঙা থানার আইসি-কে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। গতকাল জিজ্ঞাসাবাদ করা হয় এক এসআই-কে। মিলিয়ে দেখা হবে আইসি-র সঙ্গে এসডিপিও-র বয়ান। এমনটাই বলা হয়েছে সিআইডি সূত্রে। জানা গিয়েছে, এরপর জিজ্ঞাসাবাদ করা হবে উত্তর দিনাজপুরের তৎকালীন এসপি-কে।
গতকাল বিকেলের ভারী বৃষ্টির পর এখনও জল জমে আছে কলকাতার বেশ কিছু রাস্তায়। মহম্মদ আলি পার্ক সহ সেন্ট্রাল এভিনিউ-এর বেশ কয়েকটি জায়গায় এখনও জল রয়েছে। ফলে শ্লথ হচ্ছে যানবাহনের গতি। জল নামানোর জন্য কাজ করছেন পুরসভার কর্মীরা। জল জমেছে আলিপুর বডিগার্ড লাইনেও।
বীরভূমের নানুরে ভোট-পরবর্তী হিংসায় জখম এক তৃণমূল কর্মীর মৃত্যু হল কলকাতার হাসপাতালে। ভোটের ফল ঘোষণার পরের দিন, ৩ মে রানিনগর গ্রামে তৃণমূল-বিজেপি সংঘর্ষে গুরুতর জখম হন ২ তৃণমূল কর্মী। গতকাল কলকাতার হাসপাতালে মৃত্যু হয় তৃণমূল কর্মী শ্যামল দাসের। নানুরের পরাজিত বিজেপি প্রার্থী তারকেশ্বর সাহার অভিযোগ, ভোটের ফল ঘোষণার পরের দিন রানিনগর গ্রাম লুঠ করতে যায় তৃণমূল। গ্রামবাসীরা প্রতিরোধ গড়ে তোলায় সংঘর্ষ বাধে। এই ঘটনায় হামলাকারীদের ছাড় দিয়ে উল্টে তাদের কর্মীদেরই গ্রেফতার করা হচ্ছে বলে বিজেপির অভিযোগ। নানুরের তৃণমূল বিধায়ক বিধান মাঝির পাল্টা দাবি, ভোটে হেরে আক্রোশবশত বিজেপি ওই তৃণমূল কর্মীদের ওপর হামলা চালায়।
রাজভবনের সামনে গতকাল জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইঞ্জিনিয়ারের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিলেন ফিরহাদ হাকিম। হুকিংয়ের বিরুদ্ধে পুলিশকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন তিনি। পাশাপাশি, রিষভের পরিবারকে ২ লক্ষ টাকার আর্থিক সাহায্য ঘোষণাও করেন।
বিয়েতে নিমন্ত্রণ করা নিয়ে প্রতিবেশী পরিবারের সঙ্গে মনোমালিন্যের জের। ক্যানিংয়ের পশ্চিম দারিয়া গ্রামে বাবা-ছেলেকে খুনের চেষ্টার অভিযোগ। গুরুতর জখম অবস্থায় ২ জনকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দফতর বদলায়নি। চেনা মাঠেই নতুন ফর্মে সুব্রত মুখোপাধ্যায়, সুজিত বসুরা। আগামীদিনের রূপরেখা তৈরি আছে। জানালেন পঞ্চায়েতমন্ত্রী। দমকলমন্ত্রী সুজিত বসুকে সংবর্ধনা দিলেন আধিকারিকরা। নবান্নে বসার আগে পুরনো দফতর বিদ্যুত্ভবনে ঘুরে এলেন, কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
বিধি উড়িয়ে শরৎ বোস রোডে হুকা বার চালানোর অভিযোগ। গ্রেফতার ৩। হোটেলের বেসমেন্টে বাইরে থেকে দরজা বন্ধ করে হুকা বার চালানোর অভিযোগ। খবর পেলে অভিযান চালাল লালবাজারের গুন্ডা দমন শাখা। হুকা বারের ম্যানেজার-সহ ৩জন গ্রেফতার।
হুগলির বাঁশবেড়িয়ায় পুর প্রশাসক বদল। গতকাল বাঁশবেড়িয়ায় গুলিবিদ্ধ হন পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান। এই ঘটনার পরই বদল হল পুর প্রশাসক। সরানো হল মূল অভিযুক্ত সোনা শীলের স্ত্রী অপরাজিতা শীলকে। নতুন পুর প্রশাসক হলেন প্রাক্তন ভাইস চেয়ারম্যান আদিত্য নিয়োগী।
শীতলকুচিকাণ্ডে সিআইডির নজরে কোচবিহারের তৎকালীন পুলিশ সুপার। মাথাভাঙার আইসি-কে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পাঠানো হচ্ছে হাজিরার নোটিস। এসডিপিও, মাথাভাঙার এসআই-কেও তলব।
বাঙুর হাসপাতালে রোগী নিয়ে যাওয়ার ঠিক আগে আইসিইউ অ্যাম্বুল্যান্সে আগুন। পুড়ে ছাই আরও ১টি অ্যাম্বুল্যান্স। কাটোয়া হাসপাতালে রান্নার সিলিন্ডার বিস্ফোরণ। বৃষ্টির জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা।
১৩ তারিখ শীতলকুচি যাচ্ছেন রাজ্যপাল। ঘুরে দেখব হিংসা কবলিত এলাকা, ট্যুইটে জানালেন রাজ্যপাল। যাচ্ছেন বিএসএফের কপ্টারে। এসব ওনার কাজ নয়, কটাক্ষ সৌগতর। যেতেই পারেন, পাল্টা দিলীপ।
চাবাগানে ছাগলের টোপ দিয়ে খাঁচায় কব্জা করা হল একটি পূর্ণ বয়স্ক চিতাবাঘকে। আর সেই চিতাবাঘ দেখতে যা ভিড় হল, তাতে ধুয়ে মুছে গেল করোনা বিধি। মাস্ক পরা থেকে শারীরিক দূরত্ব বজায় রাখা, কিছুই মানলেন না অতি উৎসাহীরা। জলপাইগুড়ির মালবাজার ব্লকের মানাবাড়ি চাবাগানের ঘটনা। পরে লাটাগুড়ি বাগানে চিতাবাঘটিকে ছেড়ে দেওয়া হয়।
রাজভবনের সামনে জলমগ্ন রাস্তায় মৃত্যু হল তরুণ ইঞ্জিনিয়ারের। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তরুণের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম ঋষভ মণ্ডল। ২৫ বছরের এই যুবক মুর্শিদাবাদের ফরাক্কার NTPC-এর নবারুণের বাসিন্দা। পরিবার সূত্রে খবর, পেশায় ইঞ্জিনিয়র এই যুবক কলকাতার হিন্দুস্থান পেট্রোলিয়ামে কর্মরত ছিলেন। কলকাতার মতো জায়গায় কী করে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে থাকে, তা নিয়ে প্রশ্ন তুলে, তদন্তের দাবি জানিয়েছে মৃতের পরিবার। বিদ্যুৎস্পৃষ্টের অভিযোগ মানতে নারাজ সিইএসসি। মৃত্যুর কারণ খুঁজে বের করতে এফআইআর-এর নির্দেশ দিলেন ফিরহাদ হাকিম।
প্রেক্ষাপট
রাজভবনের সামনে অফিস ফেরত ফরাক্কার যুবকের মর্মান্তিক মৃত্যু। বৃষ্টিতে জলের তলায় রাস্তা, ল্যাম্পপোস্টে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর অভিযোগ। জলে দেহ ভাসতে দেখে পুলিশে খবর প্রত্যক্ষদর্শীদের।
ল্যাম্পপোস্ট থেকে খোলা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হিন্দুস্তান পেট্রোলিয়ামের ইঞ্জিনিয়রের মৃত্যুর অভিযোগ। দায় এড়িয়ে গেল সিইএসসি। এফআইআর করা হবে, জানালেন ফিরহাদ।
রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বর্ষণ। জল থইথই কলকাতার একাংশ। জলের তলায় এসএসকেএমের একাধিক ওয়ার্ড। হাওড়া, মুর্শিদাবাদ, বর্ধমান, বাঁকুড়ায় বজ্রপাতে ৬জনের মৃত্যু।
বাঙুর হাসপাতালে রোগী নিয়ে যাওয়ার ঠিক আগে আইসিইউ অ্যাম্বুল্যান্সে আগুন। পুড়ে ছাই আরও ১টি অ্যাম্বুল্যান্স। কাটোয়া হাসপাতালে রান্নার সিলিন্ডার বিস্ফোরণ। বৃষ্টির জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা।
করোনা আবহে এবার মাধ্যমিকেও কোপ। আপাতত হচ্ছে না পরীক্ষা। ১ জুন থেকে পরীক্ষা নেওয়া অসম্ভব, মনে করছে পর্ষদ। পরীক্ষা পিছোবে না এবছরের মতো বাতিল? সরকারের সিদ্ধান্তের অপেক্ষা।
১৩ তারিখ শীতলকুচি যাচ্ছেন রাজ্যপাল। ঘুরে দেখব হিংসা কবলিত এলাকা, ট্যুইটে জানালেন রাজ্যপাল। যাচ্ছেন বিএসএফের কপ্টারে। এসব ওনার কাজ নয়, কটাক্ষ সৌগতর। যেতেই পারেন, পাল্টা দিলীপ।
শীতলকুচিকাণ্ডে সিআইডির নজরে কোচবিহারের তৎকালীন পুলিশ সুপার। মাথাভাঙার আইসি-কে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পাঠানো হচ্ছে হাজিরার নোটিস। এসডিপিও, মাথাভাঙার এসআই-কেও তলব।
আক্রান্ত দলীয় কর্মীদের দেখতে গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে বিজেপির ২ সাংসদ-বিধায়ক। চোপড়া থানা চত্বরেই রাজু বিস্ত, শঙ্কর ঘোষ ঘেরাও। উস্কানি দেওয়ার চেষ্টার প্রতিবাদ, দাবি তৃণমূলের।
বিধায়ক নয়, সাংসদই থাকতে চান নীশিথ প্রামাণিক-জগন্নাথ সরকার। দিনহাটার বিধায়ক পদে ইস্তফা ২-১দিনেই, দাবি নিশীথের। এমপি হলে, কে এমএলএ থাকতে চায়? মন্তব্য শান্তিপুরের জয়ী প্রার্থী জগন্নাথ সরকারের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -