WB News Live Updates: রাজ্যে গত ১ দিনে নতুন করে করোনা সংক্রমিত ৭৩৯, মৃত্যু ৮ জনের

Get the latest West Bengal News and Live Updates:হাইকোর্টে ফের পিছিয়ে গেল নন্দীগ্রাম মামলার শুনানি। ভোট গণনাকে চ্যালেঞ্জ করে মমতার আবেদনের ফের শুনানি ১৫ নভেম্বর।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 13 Aug 2021 08:06 PM
WB News Live Updates: নিউটাউনে তৈরি হল নতুন ওয়ার্ক পড

নিউটাউনে তৈরি হল নতুন ওয়ার্ক পড। যেখানে বসে, করা যাবে অফিসের কাজ। থাকছে নিজস্ব ডেস্ক, AC, ওয়াইফাইয়ের সুবিধা। এর জন্য ১ ঘণ্টায় দিতে হবে ২০ টাকা। এক মাসের জন্য প্রায় ৪ হাজার টাকা

WB News Live Updates: মুখ্যমন্ত্রীর স্পষ্ট ঘোষণার পরেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম বিলিকে ঘিরে বেনিয়মের অভিযোগ

মুখ্যমন্ত্রীর স্পষ্ট ঘোষণার পরেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম বিলিকে ঘিরে বেনিয়মের অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে। গৃহকর না মেটালে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম মিলবে না, এমনই শর্ত আরোপের অভিযোগ উঠেছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে। সাসপেন্ড করা হয়েছে প্রধানকে।

WB News Live Updates: ইলামবাজারের ব্যবসায়ী ও গাড়িচালককে খুনের কথা কবুল করল মূল অভিযুক্ত আখতার আলি মল্লিক

ইলামবাজারের ব্যবসায়ী ও গাড়িচালককে খুনের কথা কবুল করল মূল অভিযুক্ত আখতার আলি মল্লিক। নেশার ঘোরে খুন বলে জানিয়েছে ধৃতরা। গতকাল ব্যবসায়ী ও চালককে অপহরণ ও খুনের অভিযোগে তিনজনকে গ্রেফতার করে জামালপুর থানার পুলিশ। 

WB News Live Updates: সাইবার প্রতারণার ই ওয়ালেট তৈরির চক্রের পর্দা ফাঁস, বাঁকুড়া থেকে গ্রেফতার ৯ অভিযুক্ত

সাইবার প্রতারণার ই ওয়ালেট তৈরির চক্রের পর্দা ফাঁস। বাঁকুড়া থেকে গ্রেফতার ৯ অভিযুক্ত।  উদ্ধার প্রায় ৯ হাজার সিম। সাইবার বিশেষজ্ঞদের দাবি, ভুয়ো নথি দেখিয়ে কেনা সিমের সাহায্যে ই ওয়ালেট তৈরি করে এখন বিক্রি করছে জালিয়াতরা। ভুয়ো নথি দেখিয়ে সিম কেনার কারণে আসল অপরাধীরা থাকছে আড়ালে।

WB News Live Updates: নয়া নিয়ম, পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে দ্বিতীয় ডোজ সোমবার, বুধবার, শুক্রবার

কলকাতা পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম। পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে দ্বিতীয় ডোজ দেওয়া হবে সোমবার, বুধবার, শুক্রবার। প্রথম ডোজ দেওয়া হবে মঙ্গল, বৃহস্পতি ও শনিবার। জানালেন কলকাতা পুর প্রশাসকমণ্ডলীর সদস্য অতীন ঘোষ

WB News Live Updates: সিলিন্ডারে গ্যাস কম দেওয়ার প্রতিবাদ, এন্টালিতে গৃহকর্ত্রীকে ‘হেনস্থা’

সিলিন্ডারে গ্যাস কম দেওয়ার প্রতিবাদ, এন্টালিতে গৃহকর্ত্রীকে ‘হেনস্থা’। প্রায় ৪ কেজি গ্যাস কম দেওয়ার অভিযোগ। প্রতিবাদ করতেই গৃহকর্ত্রীকে ‘ধাক্কা’ গ্যাস ডেলিভারি করতে আসা যুবকের। জোর করে সিলিন্ডার  ছিনিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা

WB News Live Updates: শিলিগুড়িতে ফেরার পথে পাহাড় থেকে বোল্ডার পড়ে মৃত্যু সেনার

আর ফেরা হলনা সেনা বাহিনীর গোর্খা রেজিমেন্টে কর্মরত রিনচেন তামাংয়ের। আজ দুপুরে শিলিগুড়ি থেকে আটো ভাড়া নিয়ে সেবক পর্যন্ত পৌঁছন। ভেবেছিলেন খানিকটা অটোতে গিয়ে ধস বিধ্বস্ত এলাকা পায়ে হেঁটে ওপার থেকে গাড়ি করে ঠিক পৌঁছে যাবেন সিকিমের বাড়িতে। কিন্তু রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ থাকায় ফের শিলিগুড়িতে ফেরার সময় সেবকের কালী মন্দিরের কাছে অটোর উপরে আচমকা পাহাড় থেকে বোল্ডার পড়ে যায়। গুরুতর আহত হয় সেনাজোয়ান ও গাড়ির ড্রাইভার। স্থানীয়দের সাহায্য়ে দু-জনকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠালে বিকেলের দিকে রিচেন তামাংয়ের মৃত্যু হয়।

WB News Live Updates:বাড়ির দরজা ভেঙে গ্রেফতার, 'বিনা অপরাধে গ্রেফতার’, প্রতিক্রিয়া সজল ঘোষের

বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের। বিজেপি নেতা সজল ঘোষের বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢুকল পুলিশ। বাড়ির দরজা ভেঙে সজল ঘোষকে গ্রেফতার করল পুলিশ। 
‘বিনা অপরাধে গ্রেফতার’, প্রতিক্রিয়া সজল ঘোষের

WB News Live Updates: মুচিপাড়াকাণ্ডে গ্রেফতার বিজেপি নেতা সজল ঘোষ

মুচিপাড়াকাণ্ডে গ্রেফতার বিজেপি নেতা সজল ঘোষ। সজল ঘোষের বিরুদ্ধে অস্ত্র, মারধর ও চুরির অভিযোগে মামলা। সজল ঘোষের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু 
মুচিপাড়ায় একটি প্লাইউডের দোকানে হামলার অভিযোগ। তৃণমূলের এফআইআরের ভিত্তিতে গ্রেফতার সজল ঘোষ ।

WB News Live Updates: বিজেপির ক্রীড়া দিবস পালনের দিনেই গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে

বিজেপির ক্রীড়া দিবস পালনের দিনেই গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে। জেমস লঙ সরণিতে রেলের মাঠে ফুটবল ম্যাচ ঘিরে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। দক্ষিণ কলকাতার বিজেপির জেলা সভাপতিকে মঞ্চ থেকে নামানো নিয়ে তুলকালাম। মঞ্চ থেকে নামানোর চেষ্টা বিজেপির একাংশের। বিজেপি নেতার সঙ্গে তৃণমূলের আঁতাতের অভিযোগ বিজেপির একাংশের

WB News Live Updates: সন্তোষ মিত্র স্কোয়ারের কাছে ক্লাব ভাঙচুর ঘিরে তুলকালাম।

সন্তোষ মিত্র স্কোয়ারের কাছে ক্লাব ভাঙচুর ঘিরে তুলকালাম। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভাঙচুর করেছে বলে অভিযোগ বিজেপি নেতা সজল ঘোষের। এই ক্লাবের সঙ্গে যুক্তরা ইভটিজিংয়ের সঙ্গে যুক্ত, পাল্টা তৃণমূল। একটি দোকান ভাঙচুরেও অভিযুক্ত ক্লাব সদস্যেরা, পাল্টা তৃণমূল। ক্লাব ভাঙচুরের অভিযোগ অস্বীকার তৃণমূলের। বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের। বিজেপি নেতা সজল ঘোষের বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢুকল পুলিশ। বাড়ির দরজা ভেঙে সজল ঘোষকে গ্রেফতার করল পুলিশ।‘বিনা অপরাধে গ্রেফতার’, প্রতিক্রিয়া সজল ঘোষের।

WB News Live Updates: দিঘির জলে বাইক ধুতে গিয়ে  জলে ডুবে মৃত্যু হল দুই শিশুর

দিঘির জলে বাইক ধুতে গিয়ে  জলে ডুবে মৃত্যু হল দুই শিশুর। মর্মান্তিক  ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার মেজিয়া থানার মোহনা গ্রামে। 

West Bengal News Live: উচ্চমাধ্যমিকের রেজাল্ট বিতর্কের জের, অপসারিত শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস

উচ্চমাধ্যমিকের রেজাল্ট বিতর্কের জের,  অপসারিত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস। নতুন সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।

WB News Live Updates: লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম পেতে দিতে হবে বাড়ির বকেয়া ট্যাক্স, অভিযোগ দোগাছিয়া গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে

লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম পেতে দিতে হবে বাড়ির বকেয়া ট্যাক্স। যাদের ট্যাক্স মেটানো আছে তাদের ৫০ টাকা দিয়ে নিতে হবে বংশ তালিকার শংসাপত্র। বীরভূমের ইলামবাজারের পর এবার পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম পাওয়া নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। ফর্ম পেতে টাকা চাওয়ার অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত দোগাছিয়া গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। গ্রামবাসীদের অভিযোগ, লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম নিতে গেলে বলা হচ্ছে আগে পঞ্চায়েতের কর মেটাতে হবে।যাদের কর জমা দেওয়া আছে, তাদের ৫০ টাকা দিয়ে বংশ তালিকার শংসাপত্র সংগ্রহ করতে হচ্ছে বলে অভিযোগ। তৃণমূল প্রধানের দাবি, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সঙ্গে কর নেওয়ার সম্পর্ক নেই। প্রধান অস্বীকার করলেও, পঞ্চায়েত ভুল করেছে বলে স্বীকার করেছেন পূর্বস্থলী ১ নম্বর ব্লকের বিডিও। 

West Bengal News Live:মঙ্গলকোটে তৃণমূলের অঞ্চল সভাপতি খুনে দিল্লি থেকে ধৃত মূল চক্রী

মঙ্গলকোটে তৃণমূলের অঞ্চল সভাপতি অসীম দাস খুনে ধৃত মূল চক্রী। মাস্টারমাইন্ড শেখ রাজুকে দিল্লি থেকে গ্রেফতার করল সিআইডি

WB News Live Updates: ঝাড়গ্রাম জেলাজুড়ে হাতির তাণ্ডব,বেলপাহাড়িতে বাড়ি ভেঙে মৃত্যু হল এক মহিলার

ঝাড়গ্রাম জেলাজুড়ে হাতির তাণ্ডব। বেলপাহাড়ির কপাটকাটা গ্রামে হাতির হানায় বাড়ি ভেঙে মৃত্যু হল এক মহিলার। ৪-৫টা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিনপুরে হাতির হানায় ফসল নষ্টের অভিযোগ করেছেন গ্রামবাসীরা। জেলার বিভিন্ন জায়গায় দাপিয়ে বেড়াচ্ছে দাঁতালরা। 

West Bengal News Live:খেলা হবে দিবসের পাল্টা ক্রীড়া দিবস পালন করতে পথে নামল বিজেপি

১৬ অগাস্ট তৃণমূলের খেলা হবে দিবসের পাল্টা ১৩ অগাস্ট ক্রীড়া দিবস পালন করতে পথে নামল বিজেপি। এদিন রাজ্যজুড়ে ফুটবল ও কাবাডি টুর্নামেন্টের আয়োজন করেছে গেরুয়া শিবির। সল্টলেকের সিজে ব্লকে ফুটবল খেললেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ও বিজেপি নেতা কল্যাণ চৌবে।

WB News Live Updates: বড়বাজারের আমড়াতলা স্ট্রিটে সেলোটেপের গুদামে আগুন

বড়বাজারের আমড়াতলা স্ট্রিটে সেলোটেপের গুদামে আগুন। সকাল সাড়ে ১০টা নাগাদ পাঁচতলা বাড়ির নীচের তলায় আগুন লাগে। । ঘিঞ্জি এলাকায় আগুন লাগায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

West Bengal News Live: বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের কাছে মেট্রোর লাইন সংলগ্ন এলাকায় ধস

বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের কাছে মেট্রোর লাইন সংলগ্ন এলাকায় ধস। গত কয়েকদিন ধরে কলকাতা-সহ আশেপাশের এলাকায় বৃষ্টি চলছে। এর ফলে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের কাছে মেট্রো লাইনের পাশে ঢালু এলাকায় ধস নামে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ধীর গতিতে মেট্রো চলাচল করছে। দুর্ঘটনা এড়াতে এলাকায় মাটি শক্ত করার কাজ শুরু করেছে মেট্রো কর্তৃপক্ষ।

WB News Live Updates: মাকে কুপিয়ে আড়াই বছরের শিশুকে জলে ডুবিয়ে খুনের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে

মাকে কুপিয়ে আড়াই বছরের শিশুকে জলে ডুবিয়ে খুনের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। নৃশংস খুনের ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানা এলাকায়। অভিযোগ, মুখে কাপড় বাঁধা জনাচারেক দুষ্কৃতী গতকাল স্বামীর অনুপস্থিতির সুযোগে বাড়িতে ঢুকে গৃহবধূকে কুপিয়ে খুন করে। তাঁর আড়াই বছরের ছেলের দেহ উদ্ধার হয় বাড়ির পাশের পুকুর থেকে। স্থানীয় সূত্রে খবর, মৃত গৃহবধূর স্বামীর দুটি বিয়ে। প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে বিবাদ চলছিল। সেই কারণেই জোড়া খুন কিনা, খতিয়ে দেখছে ঢোলাহাট থানার পুলিশ।

West Bengal News Live: বয়স্কদের বিদায় নিতে হবে পার্টি থেকে, সিপিএমের রাজ্য কমিটির বৈঠকে প্রস্তাব

বয়স্কদের বিদায় নিতে হবে পার্টি থেকে। বৃহস্পতিবার আলিমুদ্দিনে সিপিএমের রাজ্য কমিটির বৈঠকে উঠে এল এমনই প্রস্তাব। কেন্দ্রীয় কমিটিতে ৭৫ ঊর্ধ্ব, রাজ্য কমিটিতে ৭২ ও জেলা কমিটিতে ৭০ পার হলেই, অবসর নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আজ। গতকালের বৈঠকে সূর্যকান্ত মিশ্র, বিমান বসুদের সঙ্গে ছিলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। বিধানসভা নির্বাচনে দলের ব্যর্থতা নিয়ে তীব্র সমালোচনা করেন তিনি

WB News Live Updates: মুখ্যমন্ত্রীকে কুরুচিকর ভাষায় আক্রমণের প্রতিবাদ করে আক্রান্ত তৃণমূল কর্মী

মুখ্যমন্ত্রীকে কুরুচিকর ভাষায় আক্রমণের প্রতিবাদ করায় মালদার চাঁচলে তৃণমূল কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে। বাঁচাতে যাওয়ায় তৃণমূল কর্মীর মাকেও মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় এক কংগ্রেস কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। 

West Bengal News Live: আজ ত্রিপুরায় যাচ্ছেন তৃণমূলের ৮ সাংসদ, ব্রাত্য বসুও

আজ ত্রিপুরায় যাচ্ছেন তৃণমূলের ৮ সাংসদ। দোলা সেন, কাকলি ঘোষ দস্তিদার, অর্পিতা ঘোষ, প্রসূন বন্দ্যোপাধ্যায়, প্রতিমা মণ্ডল, অপরূপা পোদ্দার, আবীররঞ্জন বিশ্বাস, আবু তাহের খান ছাড়াও এই দলে থাকছেন বসুন্ধরা গোস্বামী। আজ ত্রিপুরায় যাচ্ছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। আগরতলায় রয়েছেন সাংসদ শান্তনু সেন ও আইনমন্ত্রী মলয় ঘটক। সেখানে মিলিত হয়ে পরবর্তী কর্মসূচি স্থির করবে তৃণমূলের প্রতিনিধিদল।

WB News Live Updates: চেক জালিয়াতির জাল ছড়িয়েছিল ইন্ডিয়ান ব্যাঙ্কের বামনগাছি শাখাতেও

চেক জালিয়াতির জাল ছড়িয়েছিল ইন্ডিয়ান ব্যাঙ্কের বামনগাছি শাখাতেও। তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের দাবি, বছরখানেক আগে বামনগাছির ইন্ডিয়ান ব্যাঙ্কের শাখায় চেক জাল করে ১০ লক্ষ টাকা তুলে নেওয়া হয়। ব্যাঙ্কের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অভিজিৎ দাসই প্রতারণা চক্রের মাস্টার মাইন্ড বলে পুলিশের দাবি।

West Bengal News Live:পাশে থাকা নিয়ে তরজা

বজ্রাঘাতে মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যাওয়া নিয়ে নন্দীগ্রামে তৃণমূল-বিজেপি তরজা। দুই তৃণমূল নেতা আগেই গিয়েছিলেন, এরপর ফের মৃতদের বাড়িতে গেলেন শুভেন্দু অধিকারী। যা নিয়ে শুরু হয়েছে চাপানউতোর।

WB News Live Updates:মালদার ভূতনির চরের কেশরপুরে ভাঙল গঙ্গার বাঁধ, জল ঢুকছে একাধিক গ্রামে

মালদার ভূতনির চরের কেশরপুর ভাঙল গঙ্গার বাঁধ। একাধিক গ্রামে জল ঢুকতে শুরু করেছে। অস্থায়ী রিং বাঁধ তৈরি করে জল আটকানোর চেষ্টা করছে প্রশাসন। বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় সেচ দফতর ও বিডিও অফিসের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি, মানিকচকে চরম বিপদসীমার ওপর দিয়ে বইছে গঙ্গা। মানিকচক ও রতুয়া ১ নম্বর ব্লকের ২৭টা গ্রাম প্লাবিত।

West Bengal News Live: দলেরই উপপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যার

নন্দীগ্রামে তৃণমূল উপ প্রধানের বিরুদ্ধে সই জাল-সহ সরকারি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ তুললেন দলেরই পঞ্চায়েত সদস্যা। ফের একবার প্রকাশ্যে এল শাসকদলের গোষ্ঠীকোন্দল। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

প্রেক্ষাপট

আপাতত রাজ্যে বন্ধই থাকবে লোকাল ট্রেন। গ্রামাঞ্চলে ৫০ শতাংশ ভ্যাকসিনেশন হওয়ার পরেই চলবে ট্রেন, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। কিছুটা ছাড় দিয়ে বিধিনিষেধ রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত।


তৃণমূলের ত্রিপুরা-অভিযানে আরও ধরপাকড়। খুনের চেষ্টা, লুঠপাট, ষড়যন্ত্রের ধারায় মামলায় আমবাসায় দেবাংশুর গাড়ির চালক-সহ গ্রেফতার ২। ব্রাত্য-সহ আজ ফের ত্রিপুরা যাচ্ছেন ৪ সাংসদ।


নারী নির্যাতনের অভিযোগে রাজ্য জুড়ে বিজেপির মহিলা মোর্চার মিছিলে ধুন্ধুমার। মিছিলে বাধা পুলিশের, বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি। বাংলা-সহ ৫ রাজ্যে উপ নির্বাচন নিয়ে কী মত? করোনাকালে গাইডলাইন নিয়ে রাজনৈতিক দলগুলির কাছে জানতে চাইল কমিশন। জানিয়ে দেব, বললেন মমতা। সিদ্ধান্ত নেবে দিল্লি, জানালেন শুভেন্দু।


হাইকোর্টে ফের পিছিয়ে গেল নন্দীগ্রাম মামলার শুনানি। ভোট গণনাকে চ্যালেঞ্জ করে মমতার আবেদনের ফের শুনানি ১৫ নভেম্বর। কলকাতা হাইকোর্ট থেকে মামলা স্থানান্তরের আর্জি শুভেন্দুর।


লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম পূরণেও কাটমানি নেওয়ার অভিযোগ। জলপাইগুড়িতে তৃণমূল নেতার আত্মীয়ের ভিডিও ভাইরাল। এবিপি আনন্দের খবরের জেরে গ্রেফতার। শাসকের লক্ষ্মীলাভ, কটাক্ষ বিজেপির।


সোমবার থেকে ফের দুয়ারে সরকার। বিনামূল্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম। অভিযোগ পেলেই পদক্ষেপ, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। শুধুই ভাঁওতা, ডিম-ভাতের মতোই হবে অপমৃত্যু, অভিযোগ বিজেপির।


জল্পনা বাড়িয়ে দার্জিলিঙে বৈঠকে বিমল-বিনয়। আবার একমঞ্চে আসব কিনা ঠিক নেই, বললেন গুরুঙ্গ। ভোট বিক্রি ছাড়া আর কিছু জানে না, খোঁচা সিপিএমের। শান্ত থাকুক পাহাড়, বললেন গৌতম।


ইলামবাজারে ব্যবসায়ী-সহ ২জনকে অপহরণের পর খুন। জামালপুরে পরিত্যক্ত গাড়ির হদিশ। দেহের খোঁজে ডানকুনিতে তল্লাশি। জেরার মুখে লুঠের পরে খুনের কথা কবুল ৩ অভিযুক্তের, দাবি পুলিশের।


ডায়মন্ডহারবার হাসপাতাল চত্বরেই মদের আসর। এসডিপিও-র নেতৃত্বে অভিযান। গ্রেফতার তৃণমূল বিধায়কের ছেলে। গ্রেফতারের পর থানা থেকেই জামিন। আইন আইনের পথে চলবে, প্রতিক্রিয়া বিধায়কের।


সেবকে জাতীয় সড়কে ধস। প্রায় বিচ্ছিন্ন শিলিগুড়ি-কালিম্পং। ভারী বৃষ্টিতে বানভাসি মানিকচক। হিমাচলের কিন্নরে ধসে মৃত বেড়ে ১৪। ধ্বংসস্তূপে এখনও কয়েকজনের আটকে থাকার আশঙ্কা।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.