WB News Live Updates: রাজ্যে গত ১ দিনে করোনা আক্রান্ত ৭৫২, মৃত্যু ১০ জনের
Get the latest West Bengal News and Live Updates: বিস্ফোরণে অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে
LIVE
Background
কলকাতা: কাঁথিতে সিআইডি তৎপরতার মধ্যেই তমলুকে এসপি অফিস ঘেরাও বিজেপির। পুলিশকে সিবিআই তদন্তের হুঁশিয়ারি শুভেন্দুর। সিবিআইয়ের উচিত আগে শুভেন্দুকে গ্রেফতার করা, খোঁচা কুণালের।
শিশু পাচারের চেষ্টায় অভিযোগ, বাঁকুড়ায় কেন্দ্রীয় স্কুলের অধ্যক্ষ গ্রেফতার। বিজেপিতে কি এমন দুষ্কৃতীর আশ্রয়? সাংসদের সঙ্গে ধৃতের ছবি পোস্ট করে আক্রমণে তৃণমূল। চক্রান্ত দেখছেন কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রী।
একই চক্রে জড়িত দেবাঞ্জন-সনাতন-অশোক চক্রবর্তী! দেবাঞ্জনেরহসঙ্গে জড়িয়ে পড়ায় তৃণমূল নেতার হয়ে তালতলা থানায় তদ্বির ভুয়ো সিবিআই আইনজীবীর। কোর্টে দাবি সরকারি আইনজীবীর।
১২ ঘণ্টা ঘুরেও বেড মিলল না এনআরএস, চিত্তরঞ্জন, এসএসকেএমে।মাথায় রক্তক্ষরণ নিয়ে এসএসকেএমের জরুরি বিভাগের সামনে স্ট্রেচারে শুয়ে মুর্শিদাবাদের প্রৌঢ়া। প্রতিক্রিয়া মেলেনি হাসপাতালের।
মুখ মোড়া প্লাস্টিকে, পাশে হিলিয়াম গ্যাসের সিলিন্ডার। প্যাকেট ফুটো করে পাইপ ঢোকানো মুখে। সল্টলেকের লাবণী এস্টেটে হায়দরাবাদের যুবকের মৃত্যুতে রহস্য। আত্মহত্যা, অনুমান পুলিশের।
করোনাকালে আজ মাধ্যমিকের ফলপ্রকাশ। সকাল ১০টা থেকে এবিপি আনন্দের ওয়েবসাইটে রেজাল্ট। প্রকাশিত হচ্ছে না মেধা তালিকা। স্কুল থেকে মার্কশিট দেওয়া হবে অভিভাবকদের।
WB News Live Updates: FIR দায়েরের দুদিনের মাথায় নদিয়ায় ভুয়ো IAS গ্রেফতার
FIR দায়েরের দুদিনের মাথায় নদিয়ায় ভুয়ো IAS গ্রেফতার। পুলিশ সূত্রে খবর, নবদ্বীপের একটি বেসরকারি লজ থেকে গ্রেফতার করা হয় তাঁকে। অভিযুক্তকে ছদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন কৃষ্ণনগর আদালতের বিচারক
WB News Live Updates: বিপুল পরিমাণ গাঁজাসহ ট্রাক আটক করল নদীয়ার কোতোয়ালী থানার পুলিশ
বিপুল পরিমাণ গাঁজাসহ একটি ট্রাক আটক করল নদীয়ার কোতোয়ালী থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে কৃষ্ণনগরের চার গেট থেকে একটি কলার ট্রাক আটক করে পুলিশ।
WB News Live Updates: সরকারি বিধি ভঙ্গের অভিযোগ মুর্শিদাবাদের বেলডাঙা দু-নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষের বিরুদ্ধে
একদিকে, পঞ্চায়েত সমিতির সদস্য হিসেবে সাম্মানিক ভাতা, অন্যদিকে স্কুল শিক্ষকের বেতন। সরকারি বিধি ভেঙে দুই-ই নিয়ে চলেছেন মুর্শিদাবাদের বেলডাঙা দু নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ। শোকজ করলেন বিডিও। বিডিওর বিরুদ্ধে দুর্নীতির পাল্টা অভিযোগ এনেছেন পূর্ত কর্মাধ্যক্ষ। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
WB News Live Updates: রাজ্যে ১ দিনে করোনা আক্রান্ত ৭৫২, মৃত্যু ১০ জনের
মঙ্গলবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ৭৫২ জন। গত ১ দিনে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ১০ জন।
WB News Live Updates: রেফার-হয়রানির অভিযোগ, জেলা থেকে কলকাতা, কাঠগড়ায় ৫টি হাসপাতাল
ফের রেফার-হয়রানির অভিযোগ উঠল সরকারি হাসপাতালের বিরুদ্ধে। জেলা থেকে কলকাতা, কাঠগড়ায় ৫টি হাসপাতাল। মুর্শিদাবাদের বাসিন্দা রোগিণীর পরিবারের দাবি, হাসপাতালে ভর্তি করা নিয়ে ২ দিন ধরে চলে টানাপোড়েন। শেষপর্যন্ত এসএসকেএমে ভর্তি হলেন রোগিণী।