WB News Live Updates: রাজ্যে গত ১ দিনে করোনা আক্রান্ত ৭৫২, মৃত্যু ১০ জনের

Get the latest West Bengal News and Live Updates: বিস্ফোরণে অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 20 Jul 2021 07:45 PM
WB News Live Updates: FIR দায়েরের দুদিনের মাথায় নদিয়ায় ভুয়ো IAS গ্রেফতার

FIR দায়েরের দুদিনের মাথায় নদিয়ায় ভুয়ো IAS গ্রেফতার। পুলিশ সূত্রে খবর, নবদ্বীপের একটি বেসরকারি লজ থেকে গ্রেফতার করা হয় তাঁকে। অভিযুক্তকে ছদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন কৃষ্ণনগর আদালতের বিচারক

WB News Live Updates: বিপুল পরিমাণ গাঁজাসহ ট্রাক আটক করল নদীয়ার কোতোয়ালী থানার পুলিশ

বিপুল পরিমাণ গাঁজাসহ একটি ট্রাক আটক করল নদীয়ার কোতোয়ালী থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে কৃষ্ণনগরের চার গেট থেকে একটি কলার ট্রাক আটক করে পুলিশ।

WB News Live Updates: সরকারি বিধি ভঙ্গের অভিযোগ মুর্শিদাবাদের বেলডাঙা দু-নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষের বিরুদ্ধে

একদিকে, পঞ্চায়েত সমিতির সদস্য হিসেবে সাম্মানিক ভাতা, অন্যদিকে স্কুল শিক্ষকের বেতন। সরকারি বিধি ভেঙে দুই-ই নিয়ে চলেছেন মুর্শিদাবাদের বেলডাঙা দু নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ। শোকজ করলেন বিডিও। বিডিওর বিরুদ্ধে দুর্নীতির পাল্টা অভিযোগ এনেছেন পূর্ত কর্মাধ্যক্ষ। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।


 


 

WB News Live Updates: রাজ্যে ১ দিনে করোনা আক্রান্ত ৭৫২, মৃত্যু ১০ জনের

মঙ্গলবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ৭৫২ জন। গত ১ দিনে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ১০ জন। 

WB News Live Updates: রেফার-হয়রানির অভিযোগ, জেলা থেকে কলকাতা, কাঠগড়ায় ৫টি হাসপাতাল

ফের রেফার-হয়রানির অভিযোগ উঠল সরকারি হাসপাতালের বিরুদ্ধে। জেলা থেকে কলকাতা, কাঠগড়ায় ৫টি হাসপাতাল। মুর্শিদাবাদের বাসিন্দা রোগিণীর পরিবারের দাবি, হাসপাতালে ভর্তি করা নিয়ে ২ দিন ধরে চলে টানাপোড়েন। শেষপর্যন্ত এসএসকেএমে ভর্তি হলেন রোগিণী।

WB News Live Updates: হুগলিতে জাতীয় সড়কে দুর্ঘটনা, পুলিশকর্মীর মৃত্যু, আহত ৩

হুগলিতে জাতীয় সড়কে দুর্ঘটনা, পুলিশকর্মীর মৃত্যু, আহত ৩। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে পুলিশের গাড়িতে ডাম্পারের ধাক্কা। দাঁড়িয়ে থাকা টহলদারি পুলিশের গাড়িতে ডাম্পারের ধাক্কা। দাদপুরে গাড়ি কেটে আহত পুলিশকর্মীদের উদ্ধার। পালাতে গিয়ে ডাম্পারের চালকও অন্য গাড়ির ধাক্কায় আহত।

WB News Live Updates: বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে তলিয়ে গেলেন সিআইএসএফ জওয়ান

বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে পুরুলিয়ার সাহেব বাঁধে তলিয়ে গেলেন সিআইএসএফ জওয়ান। পরিবার সূত্রে খবর, উত্তরাখণ্ডে কর্মরত ওই জওয়ান ছুটিতে তিনদিন আগে পুরুলিয়ার বাড়িতে ফেরেন। গতকাল এক বন্ধুর জন্মদিনে যান। রাতে বাড়ি ফেরেননি। আজ সকালে দুই বন্ধুকে নিয়ে সাহেব বাঁধে স্নান করতে নেমে তলিয়ে যান সিআইএসএফ জওয়ান। ডুবুরি নামিয়ে চলছে তল্লাশি। 

West Bengal News Live: লাল ও নীল বাতি লাগানো গাড়ি-অভিযান পুলিশের

ভুয়ো আইএএস-কাণ্ডের পর সতর্ক রাজ্য প্রশাসন। গাড়িতে লাল ও নীল বাতি লাগানো বৈধ কিনা দেখতে আজও চলছে কলকাতা ট্রাফিক পুলিশের অভিযান। গতকাল ১২১টা গাড়িকে চিহ্নিত করা হয়। বৈধতা না থাকায় খুলে নেওয়া হয় আলো। এনিয়ে এখনও পর্যন্ত কলকাতায় ১৯১টি গাড়িকে চিহ্নিত করে আলো খুলে নেওয়া হয়েছে।

WB News Live Updates: সভা থেকে পুলিশ সুপারকে হুমকি, শুভেন্দুর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা পুলিশের

তমলুকের সভা থেকে পুলিশ সুপারকে হুমকি। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল পুলিশ। সরকারি কাজে বাধা, কোভিড বিধি উপেক্ষা করে জমায়েত, পুলিশের ফোনে আড়িপাতা-সহ একাধিক অভিযোগে মামলা রুজু।

West Bengal News Live: ২১শে জুলাইয়ের প্রচার চালাতে কলকাতার রাস্তায় ঘুরবে সুসজ্জিত ট্রাম 

তৃণমূলের ২১শে জুলাইয়ের প্রচার চালাতে কলকাতার রাস্তায় ঘুরবে সুসজ্জিত ট্রাম। এদিন নোনাপুকুর ট্রাম ডিপোয় ট্রাম-প্রচারের উদ্বোধন করেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। মঙ্গল,বুধ ও বৃহস্পতিবার, এই তিনদিন শহরের রাস্তায় ঘুরবে ২১ জুলাইয়ের জন্য বিশেষভাবে সাজানো ট্রাম।  

WB News Live Updates: হিলিয়াম গ্যাস নিয়ে ব্যাঙ্ক কর্মী 'আত্মঘাতী'

সল্টলেকে ব্যাঙ্ক কর্মীর রহস্যমৃত্যুতে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। পুলিশের দাবি, ২০২০-তে বিশাখাপত্তনমে গ্যাস লিক দুর্ঘটনায় মৃত্যু হয় ব্যাঙ্ক কর্মী পি স্যামরিথের মা-বাবা। মৃত্যুশোক কাটিয়ে উঠতে না পেরেই পাইপের মাধ্যমে শরীরে হিলিয়াম গ্যাস নিয়ে ২৬ বছরের ব্যাঙ্ক কর্মী আত্মঘাতী হয়েছেন বলে পুলিশের দাবি। গতকাল সল্টলেকের একটি আবাসনের ফ্ল্যাট থেকে তাঁর দেহ উদ্ধার হয়। দেহ সনাক্ত করতে হায়দরাবাদ থেকে কলকাতায় আসেন মৃতের আত্মীয়রা। 

West Bengal News Live: মহেশতলার রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন

মহেশতলার রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, রাসায়নিক ভর্তি ড্রাম ফেটে বিস্ফোরণ ঘটে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এলাকাটি শিল্পতালুক হওয়ায় আশেপাশে আরও অনেক কারখানা রয়েছে। প্রত্যেকটি কারখানায় দাহ্য পদার্থ রয়েছে বলে অনুমান। ফলে, সেখানে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। আগুন দ্রুত ছড়াচ্ছে  বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত ঘটনাস্থলে ৪টি দমকলের ইঞ্জিন পৌঁছেছে। 

WB News Live Updates: বাগদায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, সভানেত্রীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি

পঞ্চায়েত সমিতির সভানেত্রীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, এলাকায় বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। উত্তর ২৪ পরগনার বাগদার ঘটনা। বাগদা পঞ্চায়েত সমিতির সভানেত্রীর দাবি, রবিবার রাতে তাঁর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। গতকাল তৃণমূলের ওই নেত্রীর বাড়ির সামনে থেকে উদ্ধার হয় দুটি কৌটো বোমা। তৃণমূলের ওই নেত্রীর অভিযোগ, নির্মাণ বিবাদকে কেন্দ্র করে বোমাবাজির ঘটনা ঘটে। এর নেপথ্যে দলেরই দুই নেতার হাত রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।যদিও অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত দুই শাসক-নেতা। তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, বিষয়টি দলের উচ্চস্তরে জানানো হয়েছে। বিজেপির কটাক্ষ, রাজ্যের সর্বত্র ভাগ-বাটোয়ারা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চলছে।

West Bengal News Live: শুভেন্দুর প্রাক্তন-নিরাপত্তারক্ষী খুনের তদন্তে কাঁথি থানার তৎকালীন আইসি-কে ভবানীভবনে তলব 

শুভেন্দু অধিকারীর প্রাক্তন-নিরাপত্তারক্ষী খুনের তদন্তে ভবানীভবনে তলব করা হল কাঁথি থানার তত্কালীন আইসি-কে। একইসঙ্গে তলব করা হয়েছে কাঁথি থানার তত্কালীন এক এএসআই ও এক কনস্টেবলকে। এই দুজনকে এর আগে কাঁথি থানায় জিজ্ঞাসাবাদ করে সিআইডি। ভবানী ভবনে তিনজনকে একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করবেন গোয়েন্দারা। 

WB News Live Updates: নিউটাউনে তরুণীর মৃত্যুর ঘটনায় গ্রেফতার লিভ-ইন-পার্টনার

লিভ-ইন-পার্টনারের মৃত্যুর ঘটনায় তথ্যপ্রযুক্তি কর্মীকে গ্রেফতার করল নিউটাউন থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে। ১৫ জুলাই থাকদাঁড়ি এলাকায় তথ্যপ্রযুক্তি কর্মীর রিচা সিংয়ের অস্বাভাবিক মৃত্যু হয়। পুলিশ সূত্রে খবর, মাসছয়েক ধরে তথ্যপ্রযুক্তি কর্মী দেবব্রত পতির সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন রিচা। গত বৃহস্পতিবার তাঁদের মধ্যে বচসা, হাতাহাতি হয়। দেবব্রত ধাক্কা মারায় পড়ে গিয়ে আঘাত পান রিচা। এরপর তাঁর মৃত্যু হয়। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আজ ভোরে অভিযুক্ত লিভ-ইন-পার্টনারকে গ্রেফতার করে পুলিশ।

West Bengal News Live: রেফার-হয়রানির অভিযোগ, কাঠগড়ায় কলকাতার ৩ সরকারি হাসপাতাল

ফের রেফার-হয়রানির অভিযোগ উঠল সরকারি হাসপাতালের বিরুদ্ধে। এবার কাঠগড়ায় কলকাতার ৩টি হাসপাতাল। স্ট্রোক হওয়ার পর ২ দিন কেটে গেলেও এখনও ভর্তি হতে পারেননি ডোমকলের ৬৫ বছরের প্রৌঢ়া। মস্তিস্কে রক্ত জমাট বাঁধা রোগিণীকে নিয়ে এনআরএস, এসএসকেএম, চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যালে ঘুরলেও ভর্তি করা যায়নি বলে অভিযোগ। এসএসকেএমে প্রতীক্ষালয়ে রাত কেটেছে। পরিবারের দাবি, আজ বহির্বিভাগে দেখানোর পরামর্শ দেওয়া হয়েছে। বিষয়টি জানা ছিল না, রোগিণীর চিকিত্সার ব্যবস্থা করা হবে, আশ্বাস হাসপাতালের সুপারের। 

WB News Live Updates: কালনায় সস্ত্রীক বিজেপি কর্মীকে মারধর করে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ

সস্ত্রীক বিজেপি কর্মীকে মারধর করে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কালনার কৈসাগরিয়া গ্রামের ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপি কর্মীর অভিযোগ, এলাকায় সক্রিয় হওয়ায় বেশ কিছুদিন ধরে তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল। রাজি না হওয়ায় রবিবার তাঁকে মারধর করে তৃণমূল কর্মীরা। বাধা দেওয়ায় বিজেপি কর্মীর স্ত্রীও আক্রান্ত হন। এরপর কেরোসিন এনে ওই দম্পতিকে পুড়িয়ে মারার চেষ্টা হয় বলে অভিযোগ। গতকাল কালনা থানায় অভিযোগ দায়ের হয়েছে। বিজেপির অভিযোগ, এলাকায় সংগঠন শক্তিশালী হওয়ায় আক্রোশবশত হামলা চালিয়েছে শাসকদল। রাজনীতি নেই, ব্যক্তিগত আক্রোশের জের, পাল্টা দাবি তৃণমূলের। 

West Bengal News Live: অনাস্থা আনলে দ্রুত পদক্ষেপের নির্দেশ

হরিশ্চন্দ্রপুরের দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে নতুন করে অনাস্থা আনলে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সম্প্রতি দলীয় প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে অনাস্থা আনেন তৃণমূলের ১২ জন সদস্য। বিডিওর বিরুদ্ধে তলবি সভা ডাকা নিয়ে টালবাহানার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হন তৃণমূল সদস্যরা। তার প্রেক্ষিতে আদালত নির্দেশ দেয়, নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ায় নতুন করে অনাস্থা আনতে হবে। সেই অনাস্থা আনা হলে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য বিডিওকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালতের নির্দেশ মেনেই ব্যবস্থা, জানিয়েছেন বিডিও। আগেই দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রধান।

WB News Live Updates: বিজেপি প্রধান স্মারকলিপি নিতে অস্বীকার করায় পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভ তৃণমূলের

বিজেপি প্রধান স্মারকলিপি নিতে অস্বীকার করায় পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভ তৃণমূলের। পুরাতন মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েতের ঘটনা। বিজেপির পাল্টা দাবি, তৃণমূলের দাবি ভিত্তিহীন। তাই ডেপুটেশন নেওয়ার প্রয়োজন নেই। 

West Bengal News Live: কোচবিহারে গ্রাম পঞ্চায়েতের দখল নিয়ে তৃণমূলের ২ গোষ্ঠীর সংঘর্ষ, চলল গুলি

কোচবিহারের গীতালদহে গ্রাম পঞ্চায়েতের দখল নিয়ে তৃণমূলের ২ গোষ্ঠীর সংঘর্ষ চলল গুলি। আহত ১ তৃণমূল কর্মী। নিজেরা গুলি করে নাম জড়ানোর চেষ্টা, দাবি প্রধানের। অন্তর্দ্বন্দ্বের কোনও যোগ নেই, দাবি নেতৃত্বের।

প্রেক্ষাপট

কলকাতা: কাঁথিতে সিআইডি তৎপরতার মধ্যেই তমলুকে এসপি অফিস ঘেরাও বিজেপির। পুলিশকে সিবিআই তদন্তের হুঁশিয়ারি শুভেন্দুর। সিবিআইয়ের উচিত আগে শুভেন্দুকে গ্রেফতার করা, খোঁচা কুণালের।


শিশু পাচারের চেষ্টায় অভিযোগ, বাঁকুড়ায় কেন্দ্রীয় স্কুলের অধ্যক্ষ গ্রেফতার। বিজেপিতে কি এমন দুষ্কৃতীর আশ্রয়? সাংসদের সঙ্গে ধৃতের ছবি পোস্ট করে আক্রমণে তৃণমূল। চক্রান্ত দেখছেন কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রী।


একই চক্রে জড়িত দেবাঞ্জন-সনাতন-অশোক চক্রবর্তী! দেবাঞ্জনেরহসঙ্গে জড়িয়ে পড়ায় তৃণমূল নেতার হয়ে তালতলা থানায় তদ্বির ভুয়ো সিবিআই আইনজীবীর। কোর্টে দাবি সরকারি আইনজীবীর।


১২ ঘণ্টা ঘুরেও বেড মিলল না এনআরএস, চিত্তরঞ্জন, এসএসকেএমে।মাথায় রক্তক্ষরণ নিয়ে এসএসকেএমের জরুরি বিভাগের সামনে স্ট্রেচারে শুয়ে মুর্শিদাবাদের প্রৌঢ়া। প্রতিক্রিয়া মেলেনি হাসপাতালের।


মুখ মোড়া প্লাস্টিকে, পাশে হিলিয়াম গ্যাসের সিলিন্ডার। প্যাকেট ফুটো করে পাইপ ঢোকানো মুখে। সল্টলেকের লাবণী এস্টেটে হায়দরাবাদের যুবকের মৃত্যুতে রহস্য। আত্মহত্যা, অনুমান পুলিশের।


করোনাকালে আজ মাধ্যমিকের ফলপ্রকাশ। সকাল ১০টা থেকে এবিপি আনন্দের ওয়েবসাইটে রেজাল্ট। প্রকাশিত হচ্ছে না মেধা তালিকা। স্কুল থেকে মার্কশিট দেওয়া হবে অভিভাবকদের।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.