West Bengal News Live: ক্যামাক স্ট্রিটের বহুতলে আগুন
Get the latest West Bengal News and Live Updates: কাঁথি থানার তৎকালীন আইসি সহ ৮ পুলিশকর্মীকে তলব
কলকাতা পুরসভার ফুড ইন্সপেক্টর পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টার অভিযোগ। হাতেনাতে পাকড়াও ‘ভুয়ো’ ফুড ইন্সপেক্টর। ধৃতের নাম স্বপন সমাদ্দার। গ্রেফতার করল ভবানীপুর থানার পুলিশ। ধৃতের কাছ থেকে কলকাতা পুরসভার রবার স্ট্যাম্প। অভিযুক্তের বিরুদ্ধে প্রতারণা সহ একাধিক ধারায় মামলা রুজু। কাল ধৃতকে আদালতে পেশ, নিজেদের হেফাজতে চাইবে পুলিশ।
ভোররাত থেকে লাইনে দাঁড়িয়েও মেলেনি ভ্যাকসিন। এই অভিযোগে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে বিক্ষোভ দেখালেন ভ্যাকসিন গ্রাহকরা। পুলিশকে ঘিরেও চলে বিক্ষোভ। ভ্যাকসিনের আকালের মেনে নিয়েছে জেলা স্বাস্থ্য দফতর।
বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৭৯৩ জন। এই সময় পর্বে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। সরকারি হিসেব অনুযায়ী রাজ্যে আজ সুস্থতার হার ৯৮.০১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৯৬৬ জন।
বারবার লকগেট বিপর্যয় এড়াতে আজ রাত থেকে দুর্গাপুর ব্যারেজে শুরু হচ্ছে বড় মাপের সংস্কার। তার জেরে মঙ্গলবার পর্যন্ত প্রতি রাতে বন্ধ থাকবে সেতু। রাত এগারোটা থেকে ভোর চারটে পর্যন্ত দুর্গাপুর ব্যারেজের ওপর দিয়ে কোনও যান চলাচল করবে না। আগামী ছদিন রাতে রানিগঞ্জ হয়ে ঘুরপথে বাঁকুড়া যেতে হবে সব গাড়িকে।>>
জোড়াবাগানে স্টোনম্যানের ধাঁচে হামলা, আহতের মৃত্যু। খুনের ধারায় মামলা শুরু, তদন্তে জোড়াবাগান-লালবাজার। সিসিটিভি ফুটেজ দেখে একজনকে সনাক্ত করল পুলিশ।
পুরনো আক্রোশের জেরেই খুন বলে অনুমান পুলিশের। মেডিক্যালে চিকিৎসায় গাফিলতির অভিযোগে বিক্ষোভ। হাসপাতালে সঠিক চিকিৎসা না করার অভিযোগ। লিখিত অভিযোগ পাওয়ার পরে পদক্ষেপের আশ্বাস কর্তৃপক্ষের।
অভিনেত্রীকে ইনস্টাগ্রামে ধর্ষণের হুমকি, অভিযুক্ত গ্রেফতার। প্রত্যুষা পালকে ধর্ষণের হুমকিতে গ্রেফতার করা হয় তাঁকে। অবশেষে গ্রেফতার ধর্ষণের হুমকিতে অভিযুক্ত ঐশিক মজুমদার। গত বছর থেকে ইনস্টাগ্রামে লাগাতার হুমকির অভিযোগ। এবিপি আনন্দে খবর সম্প্রচারের পরে তৎপর হয় পুলিশ। ছবি সুপার ইম্পোজ করে সোশাল মিডিয়ায় হুমকির অভিযোগ।
শহিদ দিবসের রাতেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে তৃণমূলকর্মী খুন। ১ মিনিটে ৫টি গুলি, নেপথ্যে সুপারি কিলার, অনুমান পুলিশের। অভিযুক্ত বাবুলালের সঙ্গে বিজেপি-যোগের অভিযোগ তৃণমূলের। শুভেন্দু-অর্জুনের সঙ্গে ছবি দেখিয়ে দাবি তৃণমূলের। ‘অনেকেই ছবি তুলতে আসে, সম্ভবত তৃণমূলে থাকাকালীন এসেছিল। চিনতে পারছি না।' অভিযুক্তের সঙ্গে যোগ উড়িয়ে দাবি অর্জুন সিংহের।
পেগাসাস-বিতর্কে আজ লোকসভায় মুলতুবি প্রস্তাব আনতে চেয়ে নোটিস দেয় তৃণমূল। দলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, কেন্দ্রীয় তথ্য প্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের বক্তব্যে তাঁরা সন্তুষ্ট নন। এনিয়ে প্রধানমন্ত্রী অথবা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদে দাঁড়িয়ে বলতে হবে যে ইজরায়েলি সংস্থা NSO এবং পেগাসাসের সঙ্গে ভারত সরকারের কোনও যোগ নেই। অথবা স্পাইওয়্যারের অপব্যবহার ও ফোন হ্যাকিং নিয়ে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিতে হবে কেন্দ্রকে।
'কালীঘাটের অফিসে সুব্রত বক্সি, অভিষেক, পিকের সঙ্গে মিটিং করছিলাম, আমরা ফোনে কথা বলিনি, তাও পুরো বিষয়টি রেকর্ড হয়ে গেছে। পিকের ফোন অডিট করে দেখেছে, মিটিংয়ে কী আলোচনা হয়েছে, সব রেকর্ডিং হয়েছে। আমরা ফোনে কথা বলিনি, তাও সব রেকর্ডিং হয়ে গেছে। অভিষেক, পিকে, আমারও ফোন ট্যাপ করা হয়েছে। এত কিছুর পরেও লজ্জা নেই।' পেগাসাসকাণ্ড নিয়ে কেন্দ্রকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের
পেগাসাস ওয়াটার গেট কেলেঙ্কারির থেকেও বড় কেলেঙ্কারি। পেগাসাস ইত্যাদি নানান কেলেঙ্কারি করে ভয় দেখানো হচ্ছে। সাংবাদিক, আরএসএস করে এমন প্রচুর মানুষের ফোন ট্যাপ করেছে।
১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। ১৬ অগাস্ট থেকে ১৫ সেপ্টেম্বর ফের দুয়ারে সরকার কর্মসূচি চালু হচ্ছে। অনিয়ম দেখলেই জানানোর নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস।
চলতি মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮ লক্ষ ১৯ হাজার ২০২ জন। পাশের হার ৯৭.৬৯ শতাংশ। ছেলে পাশের হার ৯৭.৭০ শতাংশ। ৬০ শতাংশ ফার্স্ট ডিভিশন পেয়েছে। কলা বিভাগে উত্তীর্ণ ৯৭.৩৯। বিজ্ঞানে উত্তীর্ণ ৯৯.৩৯। বানিজ্যে উত্তীর্ণ ৯৯.৮। চলতি বছর সর্বোচ্চ নম্বর ৪৯৯। এককভাবে সর্বোচ্চ নম্বর নম্বর পেয়েছেন মুর্শিদাবাদের এক সংখ্যালঘু ছাত্রী।
করোনা আবহেই আজ প্রকাশিত হচ্ছে উচ্চমাধ্যমিকের ফলাফল। ৩ টের সময় ফল প্রকাশ। ইতিমধ্যেই শুরু সাংবাদিক বৈঠক শুরু করেছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস। এর পর বিকেল ৪টে থেকে এবিপির ওয়েবসাইটে লগ ইন করে ফল জানতে পারবেন ছাত্র ছাত্রীরা। ওয়েবসাইটটি হল wb12.abplive.com
কোচবিহারের পানিশালায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ। এলাকায় বোমাবাজি। উদ্ধার তাজা বোমা। পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ দুই দলের। বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।
নাগরদোলা থেকে থুতু ছেটানো নিয়ে রক্তারক্তি কাণ্ড মালদার ইংরেজবাজারে। মেলার মধ্যে যুবককে খুনের অভিযোগ উঠল। অভিযুক্ত যুবকের খোঁজ চালাচ্ছে পুলিশ। কোভিডের মধ্যে কেন মেলা চলছিল তা নিয়ে উঠেছে প্রশ্ন।
ভাতারের পর কেতুগ্রাম। ফের পূর্ব বর্ধমানে বাড়িতে মজুত বোমা ফেটে বিস্ফোরণ। কেতুগ্রামের সুজাপুরে উড়ে গেল কংক্রিটের ছাদ, পিলার। ভেঙে দুমড়ে মুচড়ে যায় লোহার গ্রিল। স্থানীয় সূত্রে খবর, ভোর ৪টে নাগাদ বিস্ফোরণ হয়। ঘটনার পর থেকেই পলাতক বাড়ি মালিক সাক্ষী ঘোষ ও তাঁর পরিবারের সদস্যরা। বিজেপির অভিযোগ, বাড়ি মালিক এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত। এলাকায় অশান্তি বাধাতেই বোমা মজুত করা হয়েছিল। যদিও অভিযুক্তের দলীয়-যোগ অস্বীকার করেছে তৃণমূল।
শুভেন্দুর প্রাক্তন দেহরক্ষীকে খুনের অভিযোগ। কাঁথি থানার তৎকালীন আইসি সহ ৮ পুলিশকর্মীকে তলব। ভবানীভবনে জিজ্ঞাসাবাদ সিআইডির।
জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে একাধিক অসঙ্গতি। ভোটের আগের হিংসার ঘটনারও উল্লেখ রয়েছে রিপোর্টে। হাইকোর্টে সওয়াল অভিষেক মনু সিংভির।
বাজারে জোগান নেই। তাই বাঙালির সাধের ইলিশের দামে আগুন। ব্যবসায়ীরা আশাবাদী ছবিটা কয়েকদিনের মধ্যেই বদলাবে। গড়িয়াহাট বাজারের ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্র।
চিটফান্ডকাণ্ডে সিবিআইয়ের এসপি-কে বদলি করা হল। শান্তনু করকে পাঠানো হল ব্যাঙ্গলোরে। তাঁর জায়গায় দিল্লি থেকে আনা হচ্ছে একজন আইপিএস-কে। সিবিআই সূত্রে খবর, সারদা, রোজভ্যালি ছাড়াও এমপিএস, আইকোর চিটফান্ড তদন্তের দ্রুত নিষ্পত্তি করে চার্জশিট জমা দিতে হবে। এই মর্মেই দিল্লির সদর দফতর থেকে নির্দেশ দেওয়া হয়েছে।
ছোট ভাই বিজেপি করায় তাঁর ওপর হামলার অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে। ছোট ছেলেকে মারধরের অভিযোগে বড় ছেলের বিরুদ্ধে হারউড কোস্টাল থানায় নালিশ জানিয়েছেন বাবা। পরিবার সূত্রে খবর, ভোটের ফল ঘোষণার পর থেকেই ঘরছাড়া বিজেপি কর্মী ছোট ভাই। বাবার অসুস্থতার খবর পেয়ে মঙ্গলবার বাড়িতে ফেরেন। অভিযোগ, সেইসময় দলবল নিয়ে ভাইকে বেধড়ক মারধর করেন বড় ভাই। ছোট ভাই বিজেপি এবং দাদা তৃণমূল করায় এই হামলা বলে অভিযোগ পরিবারের। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত তৃণমূল কর্মী। স্থানীয় তৃণমূল বিধায়কের দাবি, নেপথ্যে রাজনীতি নেই, পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা। বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।
বাদল অধিবেশনের দ্বিতীয় দিনেও পেগাসাস-বিতর্কে উত্তাল সংসদের দুই কক্ষই। সরব তৃণমূল। লোকসভার ওয়েলে নেমে বিক্ষোভ। বারোটা পর্যন্ত মুলতুবি সংসদের দুই কক্ষের অধিবেশন। কৃষক ইস্যুতে সোচ্চার কংগ্রেস। আন্দোলনরত কৃষকদের সমর্থনে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে সংসদ ভবনের সামনে বিক্ষোভ কংগ্রেস ও বাম সাংসদদের। যোগ দিলেন রাহুল গান্ধীও। এদিকে আজই রাজ্যসভায় পেগাসাস নিয়ে বক্তব্য পেশ করবেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এর আগে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ভারতী প্রবীণ পাওয়ার অক্সিজেনের অভাবে কারও মৃত্যু হয়নি বলে দাবি করেন। এনিয়ে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনতে চেয়ে রাজ্যসভায় নোটিস দিয়েছে সিপিআই।
স্পাইওয়্যার পেগাসাস নিয়ে বিশ্বজুড়ে বিতর্কের মধ্যে এবার নড়েচড়ে বসল ইজরায়েল। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, ফোন হ্যাকিংয়ের অভিযোগ খতিয়ে দেখতে মন্ত্রীদের বিশেষ দল গঠন করা হয়েছে। ইজরায়েলের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নেতৃত্বে এই দলটিই গোটা বিষয় খতিয়ে দেখে প্রধানমন্ত্রী নাফতালি বেনেটকে রিপোর্ট দেবে। একই রিপোর্ট দেওয়া হবে ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রককেও। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে NSO। তাঁদের তরফে বলা হয়েছে, ইজরায়েল সরকারের যে কোনও সিদ্ধান্তকেই তাঁরা স্বাগত জানাচ্ছেন। অন্যদিকে, আগেই এই অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেছে প্যারিসের আইনবিভাগ। এ নিয়ে বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাকরঁ। ভারতে বিরোধীরা এ নিয়ে তদন্তের দাবি জানালেও, এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি মোদি সরকার।
ধূপগুড়িতে ভ্যাকসিন না পেয়ে বিক্ষোভ। ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে ভোর থেকে লাইনে গ্রাহকরা। ভ্যাকসিন না পাওয়ায় পুলিশকে ঘিরে বিক্ষোভ গ্রাহকদের।
এবার রক্তদান শিবির আয়োজন ঘিরেও শুরু হয়েছে রাজনৈতিক তরজা। গতকাল অশোকনগর-কল্যাণগড় পুরসভার ৫ নম্বর ওয়ার্ডে তৃণমূলের উদ্যোগে পেট্রোল-ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদকে সামনে রেখে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেখানে রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হয় স্টোভ। বিজেপির কটাক্ষ, টোপ দিয়ে রক্তদান শিবিরে ডেকে এনে কাটমানির টাকায় স্টোভ দিয়েছে তৃণমূল। শাসক শিবিরের পাল্টা দাবি, মূল্যবৃদ্ধির কারণে রান্নার গ্যাস কিনতে পারছেন না সাধারণ মানুষ। তাই স্টোভ বিলি করে তাদের চাপ লাঘব করার চেষ্টা করা হয়েছে।
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে হাড়োয়ায় গুলি। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে ১ তৃণমূলকর্মীর। ধস্তাধস্তির মাঝে পড়ে মৃত্যু হয় বৃদ্ধার!জখম হয়েছেন আরও কয়েকজন। ঘটনায় গ্রেফতার ২১। আহতদের কয়েকজনকে ভর্তি করা হয়েছে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে। অঞ্চল সভাপতি ও যুব তৃণমূল নেতার বিবাদের জেরে বুথ সভাপতির বাড়ি থেকে গুলি চালানোর অভিযোগ। এলাকার দখল নিয়ে, তৃণমূলের মোহনপুর অঞ্চলের সভাপতি যজ্ঞেশ্বর প্রামাণিকের সঙ্গে যুব তৃণমূল নেতা তাপস রায়ের দীর্ঘদিনের বিবাদ। বুধবার, শহিদ দিবস উপলক্ষ্যে জায়ান্ট স্ক্রিন লাগান যুব তৃণমূল নেতা। অভিযোগ, ভার্চুয়াল সভা দেখে ফেরার পথে যুব তৃণমূল নেতার সমর্থকদের উপর হামলা হয়। আক্রান্ত তৃণমূল কর্মীদের দাবি,দলের অঞ্চল সভাপতির অনুগামী বুথ সভাপতি ভাস্কর দাসের বাড়ি থেকে গুলি চলে।
পার্ক হোটেলে কীভাবে বিদেশিনি ও মহিলাদের নামে রুম বুক করে পার্টি চলত? হোটেলের করিডরেই বা কীভাবে চলছিল ডিজে পার্টি? হোটেল কর্তৃপক্ষের অজ্ঞাতসারে কী তা সম্ভব? তাহলে কী পার্টি আয়োজনে হোটেল কর্তৃপক্ষের যোগসাজস ছিল? সূত্রের খবর, এইসব প্রশ্নের উত্তর জানতে পার্ক হোটেলের ম্যানেজার ও পদস্থ আধিকারিক-সহ ৬ জনকে ফের লালবাজারে তলব করা হয়েছে। সূত্রের খবর, এর আগে জিজ্ঞাসাবাদে তাঁদের বয়ানে অসঙ্গতি মেলে। সেই কারণে আগামীকাল বেলা ১২টা নাগাদ ফের লালবাজারে জিজ্ঞাসাবাদ করা হবে।
দুর্গাপুর ব্যারাজের সেতুতে যান চলাচল বন্ধ রাখার নির্দেশ দিল বাঁকুড়া জেলা প্রশাসন। ব্যারাজের মেরামতির কারণেই এই নিয়ন্ত্রণ জারি করা হয়েছে। আজ থেকে আগামী সোমবার, এই পাঁচদিন রাত ১১টা থেকে ভোর ৪টে পর্যন্ত দুর্গাপুর ব্যারাজ সেতুতে বন্ধ থাকবে যান চলাচল। তবে দমকল, অ্যাম্বুল্যান্স-সহ জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত গাড়িগুলোকে ছাড় দেওয়া হয়েছে।
১৬ অগাস্ট খেলা হবে দিবস ঘোষণা নিয়ে কটাক্ষ করলেন তথাগত রায়। বিজেপি নেতার ট্যুইট, খেলা হবে, খেলা হবে! রাজ্য জুড়ে, ভারত জুড়ে খেলা হবে। শুধু খেলা নয়, ভাতা হবে। ভিক্ষা হবে। মোচ্ছব হবে। শুধু চাকরি হবে না।
ত্রিপুরায় শহিদ দিবস পালনের আগে গ্রেফতার তৃণমূলের রাজ্য সভাপতি। যা নিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। যদিও পুলিশের দাবি, কোভিড বিধি ভাঙার কারণে গ্রেফতার করা হয়।
স্বস্তি দিয়ে আজও অপরিবর্তিত পেট্রোল-ডিজেলের দাম।
তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি, স্বজনপোষণের অভিযোগ তুলল বিজেপি। মুর্শিদাবাদের নওদা ব্লকের রায়পুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। অভিযোগ মানতে নারাজ পঞ্চায়েত প্রধান। প্রশাসনের তরফে জানানো হয়েছে, লিস্ট খতিয়ে দেখা হচ্ছে।
হাড়োয়ার পর এবার বিরাটি, তৃণমূলকর্মীকে গুলি করে খুন। বণিক মোড়ে বাড়ি ফেরার সময় বাইক চেপে দুষ্কৃতীদের এলোপাথাড়ি গুলি। নেপথ্যে বিজেপি, দাবি তৃণমূলের। কারণ নিয়ে তদন্তে পুলিশ।
প্রেক্ষাপট
শহিদ দিবসের দিনেই হাড়োয়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে গুলি, ২জনের মৃত্যু, ৭ থেকে ৮জন আহত। ভার্চুয়াল সভা সেরে ফেরার পথে হামলা, সংঘর্ষের মাঝে পড়ে বৃদ্ধার মৃত্যু। দুষ্কৃতী-হামলা, দাবি নেতৃত্বের।
হাড়োয়ার পর এবার বিরাটি। তৃণমূলকর্মীকে গুলি করে খুন। বণিক মোড়ে বাড়ি ফেরার সময় বাইক চেপে দুষ্কৃতীদের এলোপাথাড়ি গুলি। নেপথ্যে বিজেপি, দাবি তৃণমূলের। কারণ নিয়ে তদন্তে পুলিশ।
কালীঘাট থেকে ভাষণ মমতার। দিল্লি-লখনউ-গুজরাতে সরাসরি সম্প্রচার। রাজধানীতে তৃণমূলের আমন্ত্রণে হাজির পাওয়ার, চিদম্বরম, দিগ্বিজয়। পাশে থাকার বার্তা দিয়ে এলেন সমাজবাদী পার্টি, আপ-সহ ৯ দলের নেতৃত্ব।
ফের বিজেপি বিরোধী ফ্রন্ট গড়ে তোলার ডাক মমতার। কটাক্ষ বিজেপির।
হ্যাকিং রুখতে ফোনের ক্যামেরায় টেপ লাগাতে হচ্ছে। স্পাইওয়্যার নিয়ে বিস্ফোরক মমতা। নেত্রীর আক্রমণের পরেই ফোনে টেপ লাগালেন নেতা-কর্মীরাও। ফোনে আড়ি পাতছে তৃণমূলের সরকারই, পাল্টা দিলীপ।
ভোট পরবর্তী হিংসা নিয়ে বিজেপিকে আক্রমণে মমতা। শান্তিতে কাউকে বাঁচতে দেবে না বলে আক্রমণ। রাজ্য জুড়ে তৃণমূলের মদতেই লাগাতার হিংসা, পাল্টা বিজেপি। দিল্লিতেও শহিদ শ্রদ্ধাঞ্জলি দিবস পালন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -