West Bengal News Live: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৭০৫ জন, মৃত্যু ১৩ জনের

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের সব খবরের আপডেট দেখতে থাকুন, এক নজরে

abp ananda Last Updated: 30 Nov 2021 08:54 PM
WB News Live Updates : উচ্চমাধ্যমিকে এবার বাধ্যতামূলক টেস্ট পরীক্ষা, শেষ করতে হবে ৩১ ডিসেম্বরের মধ্যে ; সিদ্ধান্ত সংসদের

ওমিক্রনের জন্য বাধ্যতামূলক উচ্চমাধ্যমিক টেস্ট ? করোনার নতুন প্রজাতির কারণে সিদ্ধান্ত বদল ? উচ্চমাধ্যমিকে এবার বাধ্যতামূলক টেস্ট পরীক্ষা। প্রতি বিষয়ে ৫০ নম্বর করে লিখিত পরীক্ষা।
পরীক্ষা শেষ করতে হবে ৩১ ডিসেম্বরের মধ্যে। পুরনো অবস্থান বদলে সিদ্ধান্ত সংসদের। ‘কোনও কারণে উচ্চমাধ্যমিক না হলে টেস্টের নম্বর দিয়েই মূল্যায়ন’। ইঙ্গিত উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের

WB News Live Updates : আরজি কর-এর আন্দোলনে কারা নির্দেশ অমান্য করেছেন ? ২১ ডিসেম্বরের মধ্যে জানাতে বলল কলকাতা হাইকোর্ট

আরজি কর-এর আন্দোলনে কারা হাইকোর্টের নির্দেশ অমান্য করেছেন? ২১ ডিসেম্বরের মধ্যে তাঁদের নাম জানানোর জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, জানাল আদালত।

WB News Live Updates : করোনায় আক্রান্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কম্পিউটার প্রশিক্ষক, পূর্বস্থলীতে শনিবার পর্যন্ত বন্ধ স্কুল

করোনায় আক্রান্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কম্পিউটার প্রশিক্ষক। এই কারণে পূর্বস্থলীতে শনিবার পর্যন্ত একটি স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করা হয়েছে স্যানিটাইজেশন। উদ্বিগ্ন অভিভাবকরা।

WB News Live Updates : করোনা আক্রান্ত গোখেল মেমোরিয়াল গার্লস কলেজের এক ছাত্রী

করোনা আক্রান্ত গোখেল মেমোরিয়াল গার্লস কলেজের এক ছাত্রী। একাধিক বিভাগের ছাত্রীকে কলেজে আসতে মানা করা হয়েছে। দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর কোভিড রিপোর্ট পজিটিভ। আরও একাধিক ছাত্রীর কোভিড সংক্রমণের আশঙ্কা। আপাতত এক সপ্তাহ কয়েকটি বিভাগে ক্লাস বন্ধ, জানাল কলেজ কর্তৃপক্ষ।

WB News Live Updates : গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৭০৫ জন, মৃত্যু ১৩ জনের

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৭০৫ জন, মৃত্যু ১৩ জনের। দৈনিক মৃত্যুতে শীর্ষে উত্তর ২৪ পরগনা, দৈনিক সংক্রমণে কলকাতা। একদিনে কলকাতায় সংক্রমিত ১৯২ জন, ২ জনের মৃত্যু ।
উত্তর ২৪ পরগনায় একদিনে সংক্রমিত ১৩৭ জন, মৃত্যু ৪ জনের।

WB News Live Updates : ভোটের দিন এলাকায় বহিরাগত প্রবেশ নিষেধ, কলকাতা পুরভোট নিয়ে জানাল কমিশন

১৯ ডিসেম্বর কলকাতা পুরভোট, ৪৮ ঘণ্টা আগে ১৪৪ ধারা জারি। নিরাপত্তারক্ষী নিয়ে এলাকায় ঘুরতে পারবেন না কোনও মন্ত্রী। ভোটের দিন এলাকায় বহিরাগত প্রবেশ নিষেধ। নির্দিষ্ট বুথের ভোটার হতে হবে নির্বাচনী এজেন্টকে। সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রচারে ব্যবহার করা যাবে মাইক। কলকাতা পুরভোট নিয়ে জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন। ১৫ ডিসেম্বর পর্যন্ত রাজ্যে বহাল রাত্রিকালীন কড়াকড়ি। রাত্রিকালীন বিধিনিষেধ নিয়ে জানিয়ে দিল রাজ্য সরকার।

WB News Live Updates : গাড়ির ধোঁয়া পরীক্ষার নামে হেনস্থার অভিযোগ, লেনিন সরণিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ ক্যাব চালকদের

গাড়ির ধোঁয়া পরীক্ষার নামে হেনস্থার অভিযোগ । লেনিন সরণিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ ক্যাব চালকদের। পুলিশকে ঘিরে প্রায় দেড় ঘণ্টা ক্যাব চালকদের বিক্ষোভ চলে। নারকেলডাঙা থানার পুলিশের আশ্বাসের পর বিক্ষোভ ওঠে।

WB News Live Updates : ফুলিয়ার কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা, মৃত ১

আজ ফের নদিয়ায় দুর্ঘটনা। শান্তিপুর থানা এলাকার ফুলিয়ার কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম সঞ্জয় বিশ্বাস(১৭)। বাড়ি শান্তিপুর থানার গবারচর এলাকায়।

WB News Live Updates : শেষ দিন আগামীকাল, কলকাতা পুরভোটের জন্য আজ মনোনয়ন জমা তৃণমূলের একাধিক প্রার্থীর

কলকাতা পুরভোটের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামীকাল। তার আগে আজ নেতাজি ইন্ডোরে মনোনয়নপত্র জমা দিলেন ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অতীন ঘোষ। অন্যদিকে, আলিপুর ট্রেজারি বিল্ডিংয়ে মনোনয়নপত্র জমা দিলেন ১০২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সীমা ঘোষ, ৯৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী, ১০৮ নম্বর ওয়ার্ডের সুশান্ত ঘোষ, ১০৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অনন্যা বন্দ্যোপাধ্যায়, ১৩১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়। মনোনয়নপত্র জমা দেন তারক সিংহ। তার ছেলে এবং মেয়েও মনোনয়নপত্র জমা দেন।

WB News Live Updates : পুরভোটে দলের প্রার্থী তালিকা নিয়ে ফের অসন্তোষ, প্রদেশ কংগ্রেস ভবনে বিক্ষোভ

পুরভোটে কংগ্রেসের প্রার্থী তালিকা নিয়ে ফের অসন্তোষ। প্রদেশ কংগ্রেস ভবনে বিক্ষোভ মহিলা কংগ্রেসের রাজ্য সম্পাদকের। প্রতিশ্রুতি দিলেও প্রার্থী করেনি দল, অভিযোগ নাগমা ইয়াসমিনের।  
দলের সিদ্ধান্তই চূড়ান্ত, জানাল কংগ্রেস নেতৃত্ব।

WB News Live Updates : বেহালায় লিফট থেকে নীচে পড়ে শ্রমিকের মৃত্যু

বেহালায় লিফট থেকে নীচে পড়ে শ্রমিকের মৃত্যু। ১৫তলা নির্মীয়মাণ আবাসনে লিফটের কাজের সময় দুর্ঘটনা ঘটে। লিফটের গর্তে পড়ে মুর্শিদাবাদের বাসিন্দা শ্রমিকের মৃত্যু হয়।

WB News Live Updates : প্রার্থীদের জন্য হেল্প ডেস্ক খোলা হল মুরলীধর সেন লেনে বিজেপির অফিসে

কলকাতা পুরভোটে কাল মনোনয়নপত্র জমার শেষ দিন। প্রার্থীদের জন্য হেল্প ডেস্ক খোলা হল মুরলীধর সেন লেনে বিজেপির অফিসে

WB News Live Updates : কেন্দ্রীয় বাহিনী দিয়ে কলকাতা পুরভোটের দাবি, রাজ্যপালের দ্বারস্থ বিজেপি

কেন্দ্রীয় বাহিনী দিয়ে কলকাতা পুরভোট চায় বিজেপি। কেন্দ্রীয় বাহিনীর দাবিতে রাজ্যপালের দ্বারস্থ হয় গেরুয়া শিবির। পঞ্চায়েত ভোটে হিংসার প্রসঙ্গ তুলে কেন্দ্রীয় বাহিনীর দরবার করে তারা।

WB News Live Updates : শেয়ার বাজারে বিনিয়োগের টোপ দিয়ে প্রতারণার অভিযোগ, গ্রেফতার চিকিত্‍সক

শেয়ার বাজারে বিনিয়োগের টোপ দিয়ে প্রতারণার অভিযোগে এক চিকিত্‍সককে গ্রেফতার করল প্রগতি ময়দান থানার পুলিশ। অভিযোগকারীও চিকিত্‍সক। সেই সূত্রেই তাঁর সঙ্গে পরিচয় হয় অভিযুক্ত চিকিত্‍সকের।  অভিযোগকারীর দাবি, অভিযুক্ত চিকিত্‍সক শেয়ারে প্রচুর টাকা মুনাফা করিয়ে দেবেন বলে তাঁর কাছ থেকে দফায় দফায় টাকা নেন। এইভাবে অন্য চিকিত্‍সকদের থেকেও টাকা নেওয়া হয়।  অভিযোগ, অভিযুক্ত চিকিত্‍সক তাঁর সংস্থার মাধ্যমে শেয়ার বাজারে বিনিয়োগের নাম করে মোট ১২ কোটি টাকা প্রতারণা করেন।   এই চক্রে আরও কেউ জড়িত কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ

WB News Live Updates : এবার এসএসসির গ্রুপ-সি নিয়োগেও দুর্নীতির অভিযোগ

এবার এসএসসির গ্রুপ-সি নিয়োগেও দুর্নীতির অভিযোগ। গ্রুপ সিতে ভুয়ো নিয়োগ হাতেনাতে ধরলেন বিচারপতি। ভুয়ো নিয়োগে পূর্ব মেদিনীপুরের একজনের বেতন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি ৪০০ জনের চাকরি সংক্রান্ত নথি জমা দিতে বলা হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে মামলাকারীকে তথ্য পেশের নির্দেশ। মধ্যশিক্ষা পর্ষদকেও মামলায় যুক্ত করতে বলল আদালত।

WB News Live Updates : আলিপুর চিড়িয়াখানায় অস্থায়ী কর্মীদের অবস্থান বিক্ষোভ

আলিপুর চিড়িয়াখানায় অস্থায়ী কর্মীদের অবস্থান বিক্ষোভ। "রাকেশ সিংহের প্ররোচনায় মহিলাদের সঙ্গে অভব্য আচরণ হেড ক্লার্কের"। এই অভিযোগে হেড ক্লার্কের অপসারণের দাবিতে চিড়িয়াখানায় অস্থায়ী কর্মীদের বিক্ষোভ। যোগাযোগ করা হলেও প্রতিক্রিয়া দিতে নারাজ অভিযুক্ত।

WB News Live Updates : শোভাবাজার এলাকায় বাড়ি বাড়ি প্রচার শশী-কন্যা পূজা পাঁজার

কলকাতা পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী মন্ত্রী শশী পাঁজার মেয়ে পূজা পাঁজা। আজ সকালে তিনি শোভাবাজার এলাকায় বাড়ি বাড়ি প্রচার করেন। সঙ্গে ছিলেন মা শশী পাঁজা। 

WB News Live Updates : মনোনয়নপত্র জমা ১৩১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের

মনোনয়নপত্র জমা দিলেন ১৩১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়। দলীয় সমর্থকদের সঙ্গে নিয়ে বাইক মিছিল করে মনোনয়ন জমা দিতে যান তিনি।

WB News Live Updates : প্রশাসকমণ্ডলীর পদত্যাগের দাবি-সহ একাধিক ইস্যুতে শিলিগুড়ি পুরসভা অভিযান বিজেপির

প্রশাসকমণ্ডলীর পদত্যাগের দাবি-সহ একাধিক ইস্যুতে বিজেপির অভিযান। শিলিগুড়ি পুরসভা অভিযান বিজেপির। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। পুরসভায় ঢুকতে বাধা পুলিশের। শিলিগুড়ি গান্ধীমূর্তির সামনে অবস্থান বিজেপি কর্মীদের।

WB News Live Updates: বিরোধী ঐক্য অটুট আছে, সংসদে বিভিন্ন দাবিতে একসঙ্গে সোচ্চার হচ্ছে সবাই

বিরোধী ঐক্য অটুট আছে। সংসদে বিভিন্ন দাবিতে একসঙ্গে সোচ্চার হচ্ছে সবাই। সেই কারণেই এই সমবেত প্রতিবাদকে আটকাতে চাইছে সরকার। দাবি তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েনের।

WB News Live: বাড়ির হাল্কা খাবারই পছন্দ মুখ্যমন্ত্রীর ভাতৃবধূর

৭৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী কাজরী বন্দ্যোপাধ্যায়। বাড়ির হাল্কা খাবারই পছন্দ মুখ্যমন্ত্রীর ভাতৃবধূর। মাঝে মধ্যে বাইরের খাবারও খান। সকাল-বিকেল দু’বেলাই বেরোচ্ছেন প্রচারে।

WB News Live Updates: ফের কংগ্রেসের প্রার্থী তালিকায় পরিবর্তন

ফের কংগ্রেসের প্রার্থী তালিকায় পরিবর্তন। পাঁচটি আসনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। ৭৩ নম্বর ওয়ার্ডে আগে ঘোষণা হয়েছিল ওই ওয়ার্ডে প্রার্থী হবেন দেবপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু এখন সেখানে দাঁড়াচ্ছেন প্রবীর পাল। ৮১ নম্বর ওয়ার্ডের প্রার্থী সুপ্রিয় দাস। ৭০ নম্বর ওয়ার্ডে দিলীপ রায়ের পরিবর্তে প্রার্থী হচ্ছেন দেবশুভ্র মজুদার। ৭৮ নম্বর ওয়ার্ডে প্রার্থী গুঞ্জা মল্লিক। ৭৯ নম্বর ওয়ার্ডে প্রার্থী আকিউব গুলজার।

WB News Live: মনোনয়নপত্র জমা দিলেন ১৩১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়

মনোনয়নপত্র জমা দিলেন ১৩১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়। দলীয় সমর্থকদের সঙ্গে নিয়ে বাইক মিছিল করে মনোনয়ন জমা দিতে যান তিনি।

WB News Live Updates: কলকাতা পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী মন্ত্রী শশী পাঁজার মেয়ে পূজা পাঁজা

কলকাতা পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী মন্ত্রী শশী পাঁজার মেয়ে পূজা পাঁজা। আজ সকালে তিনি শোভাবাজার এলাকায় বাড়ি বাড়ি প্রচার করেন। সঙ্গে ছিলেন মা শশী পাঁজা

WB News Live: পূর্ব যাদবপুর থানার অজয়নগরে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

পূর্ব যাদবপুর থানার অজয়নগরে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার। গতকাল রাতে নিজের ঘরেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় ঋত্বিক দাস ওরফে বুবাইয়ের মৃতদেহ। বাড়ির অ্যাকোরিয়াম থেকে উদ্ধার হয় তাঁর মোবাইল ফোন।  পরিবারের দাবি, গত ২৬ নভেম্বর এক বন্ধুর বাড়িতে পার্টি দিয়েছিলেন ঋত্বিক।  সেই পার্টিতে ছিলেন তিন তরুণীও।  পার্টি থেকে ফেরার পর থেকে মনমরা ছিলেন ঋত্বিক।  তারপর গতকাল উদ্ধার হল ঝুলন্ত মৃতদেহ।  পূর্ব যাদবপুর থানার পুলিশ এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। 

WB News Live Updates : মালিপাঁচঘড়া হোম কাণ্ডে নতুন মোড়

মালিপাঁচঘড়া হোম কাণ্ডে নতুন মোড়। গ্রেফতার  হাওড়া পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়রের ছেলে সুমিত অধিকারী।  সুমিত অধিকারীকে গ্রেফতার করল হাওড়া সিটি পুলিশ
এই ঘটনায় এর আগে দশজনকে গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে আছেন সুমিত অধিকারীর স্ত্রী গীতশ্রী অধিকারীও। একটি শিশুকে যৌন নির্যাতন সহ একাধিক অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। হোমটি এখন সিল করে দিয়েছে পুলিশ। 

WB News Live: এজেসি বোস রোডে নিজাম প্যালেসের কাছে গাড়ির ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর

এজেসি বোস রোডে নিজাম প্যালেসের কাছে গাড়ির ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর। গতকাল রাতে শেক্সপিয়র সরণি থানা এলাকায় ওই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর,  তপসিয়া রোডের বাসিন্দা, ২৬ বছরের মহম্মদ জাভেদ বাইকে যাচ্ছিলেন। সে সময়   একটি গাড়ি তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়।  তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে চিকিত্‍সকরা মৃত বলে ঘোষণা করেন।    

WB News Live Updates : ডেঙ্গি মোকাবিলায় অভিযান বিধাননগর ও বরানগর পুরসভার

ডেঙ্গি মোকাবিলায় অভিযান বিধাননগর ও বরানগর পুরসভার। বিধাননগরে বাড়ির ছাদে জল জমে রয়েছে কি না দেখতে, ওড়ানো হয় ড্রোন।  বরানগরে বাড়ি বাড়ি প্রচার করেন পুর কর্মীরা।

WB News Live: জায়গা দখলের প্রতিবাদ করায় সোনারপুরে এক ব্যবসায়ীকে মারধর ও তার দোকান ভাঙচুর

জোর করে জায়গা দখল করার প্রতিবাদ করায় সোনারপুরে এক ব্যবসায়ীকে মারধর ও তার দোকান ভাঙচুর। ঘটনায় গুরুতর জখম ব্যবসায়ী হাসপাতালে ভর্তি। ঘটনাটি ঘটেছে সোনারপুরের ঘাসিয়াড়ায়। আহত ব্যবসায়ীর নাম বাবলু মন্ডল। তাত ইমারতির ব্যবসা আছে। ঘাসিয়াড়ায় তার জায়গা দখল করার অভিযোগ অনিমেষ নস্কর-সহ আরও ৫ জনের বিরুদ্ধে। ঘটনায় সোনারপুর থানায় অভিযোগ দায়ের। তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা।

WB News Live Updates : দুর্গাপুরে পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু

দুর্গাপুরে পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু। স্থানীয় সূত্রে খবর, পরীক্ষা দিয়ে স্কুল থেকে বেরোতেই মাথা ঘুরে পড়ে যায় সে। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা। কী কারণে মৃত্যু, ধন্দে চিকিৎসকরাও। যদিও, এবিষয়ে মুখে কুলুপ এঁটেছে স্কুল কর্তৃপক্ষ।

WB News Live: সোনা পাচারের এক মামলায় কলকাতার এক ব্যবসায়ীকে মুম্বই থেকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট

সোনা পাচারের এক মামলায় কলকাতার এক ব্যবসায়ী সঞ্জয় আগরওয়ালকে মুম্বই থেকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট।  ইডি সূত্রে দাবি, গত ৬ মাস ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন ওই ব্যবসায়ী। গতকাল মুম্বইয়ের লোনাভালায় এক বিয়ের অনুষ্ঠান থেকে তাঁকে গ্রেফতার করা হয়।  অভিযোগ, ওই ব্যবসায়ী সোনা পাচারে যুক্ত ছিলেন।  ইতিমধ্যেই তাঁর একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি।   

WB News Live Updates : কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়ার সম্ভাবনা

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। ফলে কমবে শীত। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।  গতকালের তুলনায় ১ ডিগ্রি সেলসিয়াস বেশি।  উত্তুরে হাওয়া বাধার মুখে পড়ায়, তাপমাত্রার এই উর্ধ্বগতি।  আবহাওয়া দফতর সূত্রে খবর, আজই আন্দামান সাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হবে।  আগামী ৪৮ ঘণ্টায় আরও শক্তিশালী হবে সেই নিম্নচাপ।  ক্রমশ সেই নিম্নচাপ পশ্চিম, উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। 

WB News Live: যাদবপুরে কেন্দ্রীয় সরকারের গবেষণা প্রতিষ্ঠান ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সে কর্মী বিক্ষোভ

যাদবপুরে কেন্দ্রীয় সরকারের গবেষণা প্রতিষ্ঠান ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সে কর্মী বিক্ষোভ। কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্নীতি ও অনৈতিকভাবে বেতন কমিয়ে দেওয়ার অভিযোগ। যাদবপুর থানায় অভিযোগ দায়ের। কর্তৃপক্ষের বক্তব্য, যা হচ্ছে তা কেন্দ্রীয় সরকারের নীতি মেনেই হচ্ছে।

WB News Live Updates : আর একটু হলেই চলে যাচ্ছিলেন চাকার তলায়, দৌড়ে এসে বাঁচালেন আরপিএফ কনস্টেবল

কথায় বলে, রাখে হরি মারে কে। এখানে অবশ্য হরির ভূমিকায় এক আরপিএফ কনস্টেবল। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া স্টেশনে। সাঁতরাগাছিগামী আনন্দবিহার-সাঁতরাগাছি এক্সপ্রেসে ভুল করে উঠে পড়েন দুই মহিলা। ভুল যখন বুঝলেন তখন চাকা গড়াতে শুরু করেছে। তাড়াহুড়ো করে ট্রেন থেকে লাফ। একজন মোটামুটি নিরাপদে মাটিতে পড়লেও আর একজন আর একটু হলেই চলে যাচ্ছিলেন চাকার তলায়। দৌড়ে এসে বাঁচালেন আরপিএফ কনস্টেবল। 

WB News Live: কলকাতা পুরভোটের প্রস্তুতি

কলকাতা পুরভোটের প্রস্তুতি। সোমবার বরোর পর্যবেক্ষক ও রাজ্য স্বাস্থ্য দফতরের কর্তাদের সঙ্গে বৈঠক করল রাজ্য নির্বাচন কমিশন। কলকাতা পুরসভার প্রতি বরোতে থাকছেন একজন করে পর্যবেক্ষক। নিয়োগ করা হচ্ছে, ৪ জন বিশেষ পর্যবেক্ষকও।

WB News Live Updates : কলকাতা পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী প্রকাশ উপাধ্যায়

কলকাতা পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী প্রকাশ উপাধ্যায়। রাজনীতির ময়দান তাঁর চেনা। এত ব্যস্ততার মধ্যেও কীভাবে সুস্থ থাকছেন রাজনৈতিক নেতারা? কি খাচ্ছেন শরীর ঠিক রাখতে? পাওয়ার মিলে আজ প্রকাশ উপাধ্যায়ের খাওয়া-দাওয়ার ছবি৷

প্রেক্ষাপট

কলকাতা: বাদল অধিবেশনে হইচই, শীতকালীন অধিবেশনে শাস্তি। গোটা অধিবেশনের জন্যেই কংগ্রেস (Congress), তৃণমূল (TMC), বাম (cpm), শিবসেনার ১২ জন সাংসদ সাসপেন্ড।


আত্মপক্ষ সমর্থনে বলার সুযোগ না দিয়েই কেন শাস্তি? রাজ্যসভায় সাসপেনশন নিয়ে আক্রমণে কংগ্রেস-তৃণমূল। চেয়ারম্যানের সিদ্ধান্ত, পাল্টা বিজেপি। 


সাসপেনশনের প্রতিবাদেও দূরত্ব! রণকৌশল ঠিক করতে আজ কংগ্রেস-সহ ১৪দলের বৈঠকে নাম নেই তৃণমূলের। জানানোই হয়নি, দাবি সুখেন্দুর। 


পাখির চোখ ২০২৪। কংগ্রেসের মুখাপেক্ষী না হয়ে জাতীয় স্তরে লড়াইয়ের বার্তা মমতার। আজ যাচ্ছেন মুম্বই। ইডি ডাকতেই তালগোল, খোঁচা অধীরের। 


তৃণমূলের ৩দিন পরে কলকাতা পুরভোটের প্রার্থী ঘোষণা বিজেপির। প্রাধান্য পেলেন মহিলারা। 


কলকাতা পুরভোটে তৃতীয় দফায় আরও ৩১টি ওয়ার্ডের প্রার্থীর নাম ঘোষণা প্রদেশ কংগ্রেসের। বদল ৫ প্রার্থী। ৩ দফায় ঘোষিত হল ১২০ জন প্রার্থীর নাম।


প্রার্থী নিয়ে অসন্তোষ। সন্তোষপুরে তৃণমূল কর্মীদের একাংশের বিক্ষোভ। একটা ওয়ার্ডে সবাই টিকিট পেতে পারেন না, জানিয়ে দিলেন ফিরহাদ। 


লোকসভা-রাজ্যসভায় ধ্বনিভোটে পাস কৃষি আইন প্রত্যাহার বিল। তুমুল বিক্ষোভ বিরোধীদের। 
প্রত্যাহার-বিল পাস 


বিরোধী জোটে আরও ফাটল। কংগ্রেসের ডাকা বৈঠকে গরহাজির তৃণমূল।পাল্টা গাঁধীমূর্তির পাদদেশে বিক্ষোভ। রণকৌশল নিয়ে কালীঘাটে বৈঠক। 


বিজেপি-ত্যাগের পর বাসন্তীতে তৃণমূলের মঞ্চে শ্রাবন্তী। 


ভ্যাকসিনেশনে অনেক এগিয়ে বিজেপি শাসিত রাজ্য। গোয়া-হিমাচলে ১০০ শতাংশ প্রথম ডোজ। ৯০ শতাংশের আগেই আটকে বাংলা-সহ বিরোধী শাসিত রাজ্য, দাবি সূত্রের। 


রাজ্যে একদিন ৫১১জন করোনা আক্রান্ত, ১১জনের মৃত্যু। দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা। ২ সপ্তাহের মধ্যেই বুস্টার ডোজ নিয়ে সিদ্ধান্ত, জানাল কেন্দ্র। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.