West Bengal News Live: শ্রাবন্তীর নির্বাচনী এজেন্টের সঙ্গে তৃণমূল নেতাদের ছবি পোস্ট করে ট্যুইট তথাগতর
Get the latest West Bengal News and Live Updates:বিজেপির পুরসভা অভিযানে মিলল না অনুমতি।অনুমতি না পেলেও কর্মসূচিতে অনড় বিজেপি।
LIVE
Background
কলকাতা: বিজেপির পুরসভা অভিযানে মিলল না অনুমতি। জোর করে করলে ব্যবস্থার হুঁশিয়ারি পুলিশের। অভিযান আটকাতে মোতায়েন থাকবেন এক হাজার পুলিশকর্মী। থাকছে জলকামানও।
অনুমতি না পেলেও কর্মসূচিতে অনড় বিজেপি। পুলিশ পুলিশের কাজ করবে, আমরা আমাদের, বললেন দিলীপ। মহামারী আটকাতে নামেনি, মহামারীর সময় রাস্তায় নামছে, আক্রমণ অতীনের।
সরকারি আইনজীবী অভিযুক্তকে পরামর্শ দিতে পারেন না। আজ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের আগে ট্যুইট ডেরেক-কুণালের। আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা, বলছে বিজেপি।
বেলঘরিয়ায় তৃণমূলের অফিসে ঢুকে ২ কর্মীকে মার। পালানোর সময় দুষ্কৃতীদের ফায়ারিং। গ্রেফতার ৬। নেপথ্যে বিজেপি, অভিযোগ মদনের। তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব, বলছেন অর্জুন।
শিলিগুড়িতেও প্রতারণার ফাঁদ দেবাঞ্জনের। কালিম্পঙে টি বোর্ডের ধাঁচে আলাদা পর্ষদ তৈরির প্রতিশ্রুতি। দায়িত্ব দেওয়ার টোপ দিয়ে ৩ লক্ষ টাকা হাতানোর অভিযোগ।
কলকাতায় একশো ছুঁইছুঁই পেট্রল, কয়েকটি জেলায় সেঞ্চুরি পার। নব্বইয়ের ঘরে ডিজেল। জনবিরোধী সরকারের উপহার। কটাক্ষ সৌগতর। রাজ্য আগে ভ্যাট কমাক, দাবি অর্জুনের।
সোশাল মিডিয়ায় বর্ণবিদ্বেষমূলক মন্তব্য। অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করল সাইবার সেল। দেওয়া হয়েছে ষড়যন্ত্র, ভয় দেখানো সহ একাধিক ধারা।
বেপরোয়া গতির জেরেই রেড রোডে বাস দুর্ঘটনা। অনুমান ফরেন্সিক বিশেষজ্ঞদের। ঘাতক বাসের বিরুদ্ধে রয়েছে ৮০টি মামলা। চালকের ১৪ দিনের পুলিশ হেফাজত।
West Bengal News Live: শ্রাবন্তীর নির্বাচনী এজেন্টের সঙ্গে তৃণমূল নেতাদের ছবি পোস্ট করে ট্যুইট তথাগতর
এবার তথাগত রায়ের নিশানায় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী ছিলেন শ্রাবন্তী। শ্রাবন্তীর নির্বাচনী এজেন্টের সঙ্গে তৃণমূল নেতাদের ছবি পোস্ট করে ট্যুইট। শ্রাবন্তীর নির্বাচনী এজেন্ট ছিলেন সোহেল দত্ত। ‘এবার বিজেপির নিচুতলার কর্মীরা বিচার করুন’। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সোহেলের ছবি ট্যুইট করে মন্তব্য তথাগতর। ট্যুইট না করে দলে আলোচনা করলে ভাল হত, প্রতিক্রিয়া সায়ন্তন বসুর।
West Bengal News Live: হালিশহরের পর এবার কাঁচরাপাড়ায় কাটা হাত-পা উদ্ধার
হালিশহরের পর এবার কাঁচরাপাড়ায় কাটা হাত-পা উদ্ধার। গতকাল হালিশহরে পাওয়া দিয়েছিল প্যাকেটবন্দি মুণ্ড। আজ কাঁচরাপাড়ার সিটি বাজারে উদ্ধার কাটা হাত-পা। দেহাবশেষগুলি একই ব্যক্তির কিনা, তদন্তে পুলিশ।
West Bengal News Live: ৩০ মার্চের পর ফের রাজ্যে দৈনিক সংক্রমণ ৯০০-র নিচে
৩০ মার্চের পর ফের রাজ্যে দৈনিক সংক্রমণ ৯০০-র নিচে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৮৮৫ জন, মৃত ১৮। একদিনে সুস্থ হয়েছেন ১ হাজার ৬৯৭ জন। সক্রিয় রোগীর কমে ৮৩০ জন, বাড়ল সুস্থতার হার।
West Bengal News Live: নিজের বাড়িরই ২০ মিনিটের সিসিটিভি ফুটেজ সামনে আনতে পারলেন না ? তুষারকে ট্যুইট-খোঁচা অভিষেকের
দেশের সম্মানীয় সলিসিটর জেনারেল তুষার মেহতা, ৭২ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও নিজের কথার প্রমাণ হিসাবে, নিজের বাড়িরই ২০ মিনিটের সিসিটিভি ফুটেজ সামনে আনতে পারলেন না। সলিসিটর জেনারেল, এরকম দুর্বল যুক্তি দিয়ে আপনি দেশে বিজেপির সিক্রেট জেনারেল হিসাবে কাজ চালিয়ে যেতে পারবেন, সলিসিটর জেনারেল হিসাবে নয়। শুভেন্দু অধিকারীর সঙ্গে তুষার মেহতার সাক্ষাৎ জল্পনা প্রসঙ্গে ট্যুইটে কটাক্ষ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
West Bengal News Live: "দুঃখের", অভিজিৎ-এর কংগ্রেস-ত্যাগে ট্যুইট প্রণব-কন্যা শর্মিষ্ঠার
দুঃখের!!! দাদা অভিজিৎ মুখোপাধ্যায়ের কংগ্রেস ছেড়ে তৃণমূলে যাওয়ার পরে ট্যুইটে প্রতিক্রিয়া প্রণব-কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের। আজ কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন প্রণব-পুত্র অভিজিৎ। জঙ্গিপুরে কংগ্রেসের প্রাক্তন সাংসদ অভিজিৎ।