WB News Live Updates: রাজ্যে ১ দিনে করোনা আক্রান্ত ৭১৭, মৃত্যু ৯ জনের
Get the latest West Bengal News and Live Updates:ভ্যাকসিনের জন্য সন্ধে থেকে লম্বা লাইন। পুলিশের সঙ্গে মহিলাদের বচসায় উত্তপ্ত শিলিগুড়ি। সমস্যা সমাধানের আশ্বাস প্রশাসনের।
উপনির্বাচনে পর্যুদস্ত হবে তৃণমূল কংগ্রেস, হারবে ত্রিপুরাতেও। মুখ ফস্কে মন্তব্য, না কি অসুস্থতা, না কি অন্য কোনও কারণ? মুকুল রায়ের মন্তব্যে জল্পনা। মনের কথা, কটাক্ষ বিজেপির। ভুল ব্যাখ্যা, প্রতিক্রিয়া শাসক দলের।
চুল কেটে, মারধর করে স্বামীর মৃত্যুর জন্য স্ত্রীকে সাজা প্রতিবেশীদের। মধ্যযুগীয় বর্বরতার ছবি এবার ধরা পড়ল, উত্তর ২৪ পরগনার হাবড়ায়। বধূকে নির্যাতনের অভিযোগে ২ গ্রামবাসীকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি, মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার বধূও।
মুর্শিদাবাদের ফারাক্কায় জাতীয় সড়কে পণ্যবাহী গাড়ি চেকিং-এর সময় অ্যাসিস্ট্য়ান্ট রোড ট্যাক্স অফিসারকে খুনের চেষ্টার অভিযোগ। হাসপাতালে দেখতে গেলেন ফিরহাদ হাকিম। দোষীদের কড়া শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন পরিবহণমন্ত্রী। ঘটনায় রাজনীতির রঙ লেগেছে।
ডিভিসির রঘুনাথপুর তাপবিদ্যুত্কেন্দ্রের নোংরা জলে ক্ষতিগ্রস্ত বিঘার পর বিঘা কৃষিজমি। মাথায় হাত কৃষকদের। অভিযোগ পেয়ে এলাকা ঘুরে দেখলেন রাজ্য মানবাধিকার কমিশনের সদস্যরা। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস মিলেছে তাপবিদ্যুত্ কেন্দ্রের তরফে।
সাত কেন্দ্রে দ্রুত ভোটের দাবিতে ফের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করলেন তৃণমূলের প্রতিনিধিরা। যা নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি।
তাঁর অনুমতি ছাড়াই সরকারি হোম থেকে মেয়েকে দত্তক দেওয়া হয়েছে। চাঞ্চল্যকর অভিযোগ তুললেন জলপাইগুড়ির বাসিন্দা এক মহিলা। যদিও সংশ্লিষ্ট জেলার শিশু কল্যাণ সমিতির চেয়ারম্যানের দাবি, বিধি মেনেই দত্তক দেওয়া হয়েছে। ২০১৬-তে অগ্নিদগ্ধ হন মহিলা।তাঁর ছেলে মেয়েকে হোমে পাঠানো হয়।
শহরে কোভিশিল্ডের আকাল। পুরসভার সব স্বাস্থ্যকেন্দ্রেই কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়া বন্ধ। আজ সকালে উল্টোডাঙার মুরারিপুকুরে দেখা যায়, পুরসভার স্বাস্থ্যকেন্দ্র বন্ধ। আজ কোভিশিল্ড দেওয়া হবে না বলে পুরসভার তরফে দেওয়া হয়েছে নোটিস। সেই নোটিস দেখে ফিরে যাচ্ছেন গ্রাহকরা
দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের পর এবার কোচবিহারের তুফানগঞ্জ। তৃণমূলের পার্টি অফিস থেকে করোনার ভ্যাকসিন দেওয়ার অভিযোগ। বিজেপির অভিযোগ, গত ৪ অগাস্ট, তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের বাকলা এলাকায় তৃণমূলের মহিষকুচি পার্টি অফিস থেকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়। সরকারি ওই বিনামূল্যের ভ্যাকসিন সরকারি দফতর থেকেই দেওয়ার কথা। না তা হওয়ায় তৃণমূলের বিরুদ্ধে দলবাজির অভিযোগ তোলে বিজেপি। আজ প্রতিবাদে বাকলা বাজার এলাকায় পথ অবরোধ করেন বিজেপি কর্মীরা।
সিপিএমের শোকজের জবাব দিলেন অনিল বিশ্বাসের মেয়ে অজন্তা বিশ্বাস। জবাবে তিনি জানিয়েছেন, “আমি যা লিখেছি, সেটা আমার গবেষণার বিষয়। তৃণমূলের মুখপত্র থেকে লেখা চাওয়া হয়েছিল বলে দিয়েছি। দলকে বিড়ম্বনায় ফেলার কোনও উদ্দেশ্য ছিল না আমার। ’’ যদিও সিপিএম সূত্রে খবর, অজন্তার জাবাবে সন্তুষ্ট নয়। অজন্তার জবাবের সব দিক খতিয়ে দেখছে দল, সিপিএম সূত্রে খবর।
কৃষি আইনের বিরুদ্ধে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ। রাহুল গান্ধীর নেতৃত্বে একজোট বিরোধীরা, সামিল তৃণমূলও। সংসদভবন থেকে যন্তরমন্তর পর্যন্ত বাসে গেলেন বিরোধী নেতারা। বাসে বিরোধী নেতাদের সঙ্গে ছিলেন রাহুল গান্ধীও। যন্তরমন্তরে গিয়ে তাঁরা ধর্নায় অংশ নেন। তবে, ছিলেন না আম আদমি পার্টি বা বিএসপির কেউ।
ফের এক ভুয়ো আইপিএস অফিসার গ্রেফতার। ধৃতের নাম অঙ্কিত কুমার সিং। গ্রেফতার করল লালবাজার।লালবাজারের সাইবার থানার আইপিএস বলে পরিচয় দিতেন তিনি।
ব্যবহার করতেন কলকাতা পুলিশের লোগো।কলকাতা পুলিশের সিনিয়র অফিসারদের ছবিও ব্যবহার করতেন।ছবি ব্যবহার করে তোলাবাজি করতেন বলে অভিযোগ
আগামী ডিসেম্বরে বিজেপির রাজ্য সভাপতি বদল।কে আসবেন দিলীপ ঘোষের পর? জল্পনা তুঙ্গে।চার মাস আগেই দৌড়ে একাধিক নাম।কেন্দ্রীয় সভাপতি নাড্ডার কাছে একাধিক নাম প্রস্তাব দিলীপের। নাড্ডা নিজেই নাম চেয়েছিলেন দিলীপের কাছে, খবর সূত্রের
রাজ্যে বিধানসভা উপনির্বাচনের দিনক্ষণ নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত জানায়নি নির্বাচন কমিশন। এই প্রেক্ষিতে ৫ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন সহ ৭টি কেন্দ্রে দ্রুত ভোট করানোর দাবিতে আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করল তৃণমূলের এক প্রতিনিধিদল।
রাজ্যে এ বছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ৯২ হাজার ৬৯৫ জন পরীক্ষার্থী নাম নথিভুক্ত করেছিলেন। কোভিড পরিস্থিতিতেও ৭১ শতাংশ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন।
৯৯ শতাংশের উপর পরীক্ষার্থী সফল হয়েছেন। ৭৪ শতাংশ ছাত্র, ২৬ শতাংশ ছাত্রী পরীক্ষা দিয়েছিলেন। ২৩ শতাংশ পরীক্ষার্থী এসেছিলেন রাজ্যের বাইরে থেকে।
হাওড়ার উদয়নারায়ণপুর থেকে ধীরে ধীরে নামতে শুরু করেছে জল। কিন্তু এখনও দুর্ভোগ কাটেনি। বিস্তীর্ণ এলাকা এখনও জলের তলায়। বিঘার পর বিঘা কৃষিজমি জলের তলায়। কোথাও খাবারের সঙ্কট। কোথাও পানীয় জলের জন্য হাহাকার।
হুগলির খানাকুলের কিছু জায়গায় জল সামান্য কমলেও এখনও বিস্তীর্ণ এলাকা জলের তলায়। বহু মানুষ ছাদে আশ্রয় নিয়েছেন। অনেকে আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে। আজ কুশালি প্রাথমিক বিদ্যালয়ের ত্রাণ শিবিরে দেখা যায়, গবাদি পশু ও মানুষ পাশাপাশি।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের সদস্যরা। আজ সকালে আচমকাই লেকটাউনের কালিন্দীতে মন্ত্রীর বাড়ির সামনে হাজির হন পুরসভার চুক্তিভিত্তিক শিক্ষিকারা। কেন তাঁদের শিক্ষা দফতরের আওতায় আনা হচ্ছে না, এই নিয়ে তাঁরা বিক্ষোভ দেখান। মন্ত্রীর সঙ্গে তাঁরা দেখা করতে চান। সেই সময় পুলিশ তাঁদের সরিয়ে দেয়। এরপর বিক্ষোভকারীরা লাল গোলাপ নিয়ে অবস্থান করেন।
ট্যাঙ্কার মালিকদের ধর্মঘটের জেরে তেল সরবরাহ নিয়ে সঙ্কটের আশঙ্কা। বহু পেট্রোল পাম্পে বন্ধ ইন্ডিয়ন ওয়েলের পেট্রোল ও ডিজেল সরবরাহ। গতকাল অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে নেমেছে ওয়েস্ট বেঙ্গল ট্যাঙ্কার্স অ্যাসোসিয়েশন। তাদের দাবি, ইন্ডিয়ান অয়েল তাদের টেন্ডারে পরিবহণ খরচ অনেকটাই কমিয়েছে। এরই প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে তারা। সেই কারণে গতকাল এবং আজ মৌরীগ্রামের ইন্ডিয়ান অয়েলের ডিপো থেকে পেট্রোল, ডিজেল নিয়ে কোনও ট্যাঙ্কার বেরোয়নি। দ্রুত সমস্যা না মিটলে অনেক পেট্রোল পাম্পে সঙ্কট দেখা দেওয়ার আশঙ্কা।
পশ্চিম মেদিনীপুরের ঘাটালে গ্রামের দিকে জল কিছুটা কমলেও শহরের অবস্থা একই। এখন ঘাটাল শহরের বিভিন্ন রাস্তা জলের তলায়। ২ নম্বর ওয়ার্ডের অবস্থা সবথেকে খারাপ। ওই ওয়ার্ডে দোকানপাট এখনও জলের তলায়। নৌকা নিয়ে চলছে বাজারহাট। স্কুলেও ঢুকেছে জল।
শহরে কোভিশিল্ডের সঙ্কটের ছবি ধরা পড়ল হাজরায় কলকাতা পুরসভার আর্বান প্রাইমারি হেলথ সেন্টারে। এই কেন্দ্রে পুর কর্মীরা রয়েছেন। পুলিশ রয়েছে। তবে বন্ধ ভ্যাকসিনেশন। ভ্যাকসিন নিতে আসা গ্রাহকদের ফিরে যেতে হচ্ছে। এই কেন্দ্রে শুধু কোভিশিল্ডের ডোজই দেওয়া হয়। যেহেতু, কোভিশিল্ডের আকাল, তাই আজ বন্ধ রাখা হয়েছে ভ্যাকসিনেশন। তবে পুরকর্মীরা আশাবাদী, সোমবার সমস্যা মিটতে পারে।
পশ্চিম বর্ধমানের অন্ডালে বন দফতরের ঘুম পাড়ানি গুলিতে ষাঁড়ের মৃত্যুকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। স্থানীয় সূত্রে দাবি, অন্ডালের রয়্যালটি মোড়ে গতকাল ওই ষাঁড়ের হামলায় কয়েকজন আহত হন। তাঁদের মধ্যে ২ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। খবর দেওয়া হয় বন দফতরে। এরপর বন দফতরের কর্মীরা এসে ঘুম পাড়ানি গুলিতে ষাঁড়টিকে কাবু করার চেষ্টা করেন। অভিযোগ, ডোজের হেরফেরে মৃত্যু হয় ষাঁড়ের।
তৃণমূল পার্টি অফিস থেকে ভ্যাকসিন দেওয়ার অভিযোগ কোচবিহারে তুফানগঞ্জে। ঘটনার প্রতিবাদে এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপির। শোকজ করা হয়েছে সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের, খবর প্রশাসন সূত্রে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি বিষয়টি তারা জানেন না। তবে পার্টি অফিসে ভ্যাকসিন দেওয়া হলে তা ঠিক হয়নি।
কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ সকাল নটা পর্যন্ত- মানিকতলায় ৪৭ মিলিমিটার। পামার ব্রিজে ৪২ মিলিমিটার, ঠনঠনিয়ায় ৫৩ মিলিমিটার, উল্টোডাঙায় ২৫ মিলিমিটার, ধাপায় ২২ মিলিমিটার ও তপসিয়ায় ২২ মিলিমিটার।
এবার কোভিশিল্ড ভ্যাকসিনের ডোজের সঙ্কট। অমিল কোভিশিল্ডের ডোজ। তাই পুরসভার সব ক্লিনিকে আজ কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়া হবে না বলে নোটিস দিয়েছে কলকাতা পুরসভা। তবে কোভ্যাকসিনের ডোজের ক্ষেত্রে সমস্যা নেই। তাই পুরসভা সূত্রে জানানো হয়েছে, কোভ্যাকসিনের ভ্যাকসিনেশেসন আজ চলবে।
কার্বাইন, ৭ এম এম পিস্তল, কার্তুজ সহ গ্রেফতার ১। বিহারের মুঙ্গেরের বাসিন্দা এক যুবক গ্রেফতার।গ্রেফতার করল রাজ্য পুলিশের এসটিএফ।গোপন সূত্রে খবর পেয়ে ভোর রাতে এসটিএফ-এর অভিযান।ডানকুনিতে একটি বাস থেকে মুঙ্গেরের বাসিন্দা গ্রেফতার ।চক্রে আর কারা আছে, জানতে ধৃতকে ম্যারাথন জেরা, খবর পুলিশ সূত্রে
পরীক্ষার ২০দিনের মাথায় আজ রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফল প্রকাশ। দুপুর আড়াইটেয় রেজাল্ট আউট। সাড়ে ৩টে থেকে ডাউনলোড করা যাবে র্যাঙ্ক-কার্ড। পরীক্ষার্থী ৯২ হাজারেরও বেশি।
হাওড়ার জগৎবল্লভপুরে বাস দুর্ঘটনায় মৃত ১। নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায় কলকাতাগামী বাস।ঘটনাস্থলেই মৃত্যু একজনের।এখনও চলছে উদ্ধারকাজ
সকাল থেকেই ঘন মেঘে ঢাকা আকাশ। আজও বিক্ষিপ্তভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গে। তবে ঘূর্ণাবর্ত সামান্য বাংলাদেশের দিকে সরেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, ঘূর্ণাবর্ত বাংলাদেশের দিকে সরে যাওয়ার ফলে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। আগামী সোমবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা।
অভিনব কায়দায় ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ। সল্টলেকের বাসিন্দা ব্যবসায়ীকে ই সিম ব্যবহারের প্রস্তাব প্রতারকদের। তিনি একবার ফোন রিসিভ করার পরই নিষ্ক্রিয় করে দেওয়া হয় তাঁর মোবাইল ফোন। অভিযোগ, এরপরই ব্যবসায়ীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নেওয়া হয় প্রায় ৮৪ লক্ষ টাকা। অভিযোগ দায়ের হেয়ার স্ট্রিট থানায়।
হাওড়ার উদয়নারায়ণপুর থেকে ধীরে ধীরে নামতে শুরু করেছে জল। কিন্তু এখনও দুর্ভোগ কাটেনি। বিস্তীর্ণ এলাকা এখনও জলের তলায়। এরইমধ্যে, বাঁধ কেটে জল বের করা নিয়ে পাঁচারুল ও হরাল, দুই গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে শুরু অশান্তি।
সরকারি অ্যাম্বুল্যান্সেই যাত্রী পরিবহণ! ১০ জন যাত্রীকে নিয়ে জঙ্গিপুর থেকে ডানকুনি আসার সময় বর্ধমানে পাকড়াও সরকারি অ্যাম্বুল্যান্স। সরকারি অ্যাম্বুল্যান্সে যাত্রী তোলা ভুল হয়েছিল, ধরা পড়ে দোষ কবুল করলেন চালক।
প্রেক্ষাপট
পুজোর পরে রাজ্যে খুলতে পারে স্কুল। একদিন অন্তর স্কুল খোলার ভাবনা রাজ্য সরকারের। জানালেন মুখ্যমন্ত্রী। দেড় বছরের ক্ষতি সামলাতে ক্লাস চালু হোক। স্বাগত জানিয়ে মত চিকিৎসক থেকে শিক্ষাবিদদের।
ভ্যাকসিন না পাওয়ার বিক্ষোভে রণক্ষেত্র অশোকনগর। পুলিশের বেধড়ক লাঠিচার্জ। রেহাই নেই প্রৌঢ় থেকে মহিলার! এবিপি আনন্দে সম্প্রচারের পরেই এএসআই সাসপেন্ড। রিপোর্ট তলব ডিএমের।
ভ্যাকসিনের জন্য সন্ধে থেকে লম্বা লাইন। পুলিশের সঙ্গে মহিলাদের বচসায় উত্তপ্ত শিলিগুড়ি। সমস্যা সমাধানের আশ্বাস প্রশাসনের।
বাংলা বঞ্চিত হলে নীরব দর্শক হয়ে বসে থাকব না। ভ্যাকসিন নিয়ে ফের প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। সীমান্তবর্তী রাজ্য হিসেবে গুরুত্ব দেওয়ার দাবি। করোনাকালেও শুধু বিভাজনের রাজনীতি, পাল্টা বিজেপি।
চাহিদা অনুযায়ী যোগান দিতে পারছে না কেন্দ্র। এটাই বড় সমস্যা। ভ্যাকসিন নিয়ে কেন্দ্রকে তোপ নোবেলজয়ী অভিজিতের। গুজরাত-কর্নাটকের উদাহরণ দিয়ে বাংলার সঙ্গে বঞ্চনার অভিযোগ মুখ্যমন্ত্রীর।
রাজ্য কি স্বাস্থ্যব্যবস্থা ভেঙে ফেলতে চাইছে ? এখনও কেন ক্ষতিপূরণ দেওয়া হয়নি? কোভিড ক্ষতিপূরণ মামলায় রাজ্যের সমালোচনায় হাইকোর্ট। ১২ অগাস্টের মধ্যে তথ্য তলব ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির।
অর্থনীতিতে গুরুত্বপূর্ণ পরিযায়ী শ্রমিকদের আয়। দেশের অর্থনীতির উন্নতি হলেই, সুফল পাবে বাংলা। নবান্নে মন্তব্য নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়কের। প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে রাজ্য, বললেন মুখ্যমন্ত্রী।
ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে পথে নামছে বিজেপি। ১৬ থেকে ১৮ অগাস্ট কেন্দ্রীয় মন্ত্রীদের নিয়ে আশীর্বাদ যাত্রা বাংলায় বদলাচ্ছে শহিদ সম্মান যাত্রায়। আগে দুর্গতদের বাঁচান, তারপরে আসবেন, খোঁচা তৃণমূলের।
বানভাসির জন্য দায়ী কে? জল ছাড়ার সম্মতি দিয়েও, ডিভিসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ বিজেপির। প্রধানমন্ত্রীকে চিঠি দিচ্ছেন শুভেন্দু।সেচমন্ত্রী থাকার সময় তো অন্য কথা বলতেন, খোঁচা তৃণমূলের।
পরীক্ষার ২০দিনের মাথায় আজ রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফল প্রকাশ। দুপুর আড়াইটেয় রেজাল্ট আউট। সাড়ে ৩টে থেকে ডাউনলোড করা যাবে র্যাঙ্ক-কার্ড। পরীক্ষার্থী ৯২ হাজারেরও বেশি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -