বেঙ্গালুরু: ভারতীয় ফুটবল দলের (Indian Football Team) অধিনায়ক সুনীল ছেত্রীর (Sunil Chetri) স্ত্রী ডেঙ্গিতে আক্রান্ত। অন্তঃসত্ত্বা সোনম ভট্টাচার্য (Sunil Bhattacharya) ভর্তি রয়েছেন বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে (Bengaluru Private Hospital)। স্ত্রীর অসুস্থতার কারণে জাতীয় কোচ ইগর স্টিমাচের (Igor Stimach) কাছ থেকে ছুটি নিয়েছেন সুনীল। গতকাল সোনমের অক্সিজেন স্যাচুরেশন লেভেল অনেকটাই নেমে গিয়েছিল বলে জানা গেছে। তবে এখন ভাল আছেন সুনীল ছেত্রীর স্ত্রী। মেয়ে ডেঙ্গি আক্রান্ত হওয়ায় দুশ্চিন্তায় প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য (Subrata Bhattacharya)।


ইন্টারকন্টিনেন্টাল কাপে ভানুয়াটুর বিরুদ্ধে গোল করার পর ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri) ঘোষণা করেছিলেন, বাবা হতে চলেছেন তিনি৷ কিছুদিন আগে স্ত্রী সোনমের সাধ আয়োজিত হয়েছিল। সুনীলের শ্যালক তথা অভিনেতা সাহেব ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন৷ সেখানে হবু বাবা সুনীল ও হবু মা সোনমকে দেখা গিয়েছে বিশেষ পুজো অনুষ্ঠানে৷ সাধের অনুষ্ঠানে সোনম ও সুনীল, দুজনই ছিলেন বাঙালি সাজে। সোনম সম্পর্কে কিংবদন্তি ফুটবলার সুব্রত ভট্টাচার্যের মেয়ে। তাই সুনীল বাংলার জামাই। তিনি পরেছিলেন পাঞ্জাবি ও পাজামা। হলুদ শাড়ি পরেছিলেন সোনম।


ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ইন্টারকন্টিনেন্টাল কাপে ভানুয়াটুর বিরুদ্ধে গোল করে জার্সির পেটের ভেতর বল ঢুকিয়ে সেলিব্রেশনেই সুনীল বুঝিয়ে দিয়েছিলেন যে, পরিবারে নতুন সদস্য আসতে চলেছে। মৌখিক ঘোষণাও করে দিয়েছিলেন ম্যাচের পর।


ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে উঠে সাংবাদিক বৈঠকে আসতেই সুনীলের উদ্দেশে ভেসে গিয়েছিল প্রশ্ন। আপনার সেলিব্রেশন দেখে মনে হল যেন গোল ছাড়া আরও কিছু সুখবর রয়েছে? সুনীল বলেছিলেন, 'খুবই স্পষ্ট। আমি ও আমার স্ত্রী, দুজনই সন্তানসম্ভবা।'