নয়াদিল্লি: করোনার তৃতীয় ঢেউয়ের জন্য কেন্দ্রীয় সরকারকে তৈরি হতে বলল শীর্ষ আদালত। বিশেষজ্ঞরা আগেই জানিয়েছিলেন যে কোনও সময়ে ভারতে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ। এ ক্ষেত্রে ছোটদের ওপরেই বেশি প্রভাব পড়বে। সেই মতোই বৃহস্পতিবার কেন্দ্রকে আরও একবার সতর্ক করল শীর্ষ আদালত।


ইতিমধ্যেই বিশ্বজোড়া পরিসংখ্যানে সামনে উঠে এসেছে শিউরে দেওয়ার মতো তথ্য। জানা গিয়েছে, করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ সবথেকে বেশি ভয়ঙ্কর হয়ে উঠবে শিশুদের ক্ষেত্রে। 


বৃহস্পতিবার বিচারপতি চন্দ্রচূড় এবং এমআর শাহের একটি বেঞ্চ টিকাকরণের ওপর জোর দেওয়ার কথা বলেছেন। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, 'পরিস্থিতি সামাল দিতে যত তাড়াতাড়ি সম্ভব ছোটদের ভ্যাকসিনের ব্যবস্থা করতে হবে। কারণ এটি তাঁদের পরিবারের ওপর প্রভাব ফেলতে পারে।'


সম্প্রতি কেন্দ্রের প্রধান বিজ্ঞান উপদেষ্টা ডঃ কে বিজয় রাঘবন জানান, 'করোনার তৃতীয় ঢেউ অনিবার্য। কিন্তু কখন আছড়ে পড়তে পারে এই তৃতীয় ঢেউ, তা স্পষ্ট নয়।' তবে সতর্কবার্তা দিয়ে তিনি এও জানিয়েছিলেন, 'নতুন স্ট্রেন মোকাবিলায় উন্নত করতে হবে ভ্য়াকসিনও। করোনার তৃতীয় ঢেউয়ের জন্য প্রস্তুত থাকা উচিত।'


এদিন আদলত জানায়, 'বিশেষজ্ঞদের মতে ভারতে করোনার দ্বিতীয় ঢেউ শিশুদের ওপর প্রভাব ফেলবে। কাজেই ওই শিশু ষখন হাসপাতালে যাবে তার বাবা-মাকেও সঙ্গে যেতে হবে। কাজেই এই গ্রুপের জন্য অবিলম্বে টিকাকরণ শেষ করতে হবে।' আদালত আরও জানিয়েছে, বিজ্ঞানসম্মতভাবে এই টিকাকরণ কর্মসূচির ব্যবস্থা করতে হবে। আজ থেকেই ব্যবস্থা নিলে, সে ক্ষেত্রে পরবর্তীতে পরিস্থিতি সামাল দেওয়া যেতে পারে।'


আদালত অবিলম্বে স্বাস্থ্যক্ষেত্রে কর্মী সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে। পাশাপাশি MBBS পাশ করেছে এমন পড়ুয়াদেরও  কোভিড মোকাবিলার কাজে নিয়োগ করার পরামর্শ দিয়েছে আদালত। 


উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউই কার্যত সুনামির আকার ধারণ করেছে, মিউটেশনের কারমে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে করোনার দ্বিতীয় ঢেউ। একথা আগেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে এবার তৃতীয় ঢেউ নিয়েও শঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। সেই মতো সতর্কতা জারি করেছে সুপ্রিম কোর্টও।