নয়াদিল্লি: এ বছরের নিট-ইউজি (NEET-UG 2024)-প্রশ্নপত্র নিয়ে কোনও সার্বিক বেনিয়ম হয়নি, প্রশ্নপত্র ফাঁসের ঘটনা শুধুমাত্র পটনা ও হাজারিবাগের মধ্যেই সীমাবদ্ধ ছিল- এমনই পর্যবেক্ষণ দিল দেশের শীর্ষ আদালত। ANI সূত্রের খবর, সুপ্রিম কোর্ট তার রায়ে জানিয়েছে যে, NTA-এর যাবতীয় কাঠামোগত বিষয়ে যে যে অভাব বা ঘাটতি রয়েছে তাতে নজর দেওয়া হয়েছে। পড়ুয়াদের জন্যই এই অবস্থা বরদাস্ত করা যাবে না বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, যে সমস্যার কথা উঠে এসেছে সেটা কেন্দ্রকে এই বছরেই মেটাতে হবে যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয়।
সুপ্রিম কোর্ট তার রায়ে এও জানিয়েছে কেন্দ্র যে কমিটি তৈরি করেছে, তারা এই পরীক্ষায় যে সাইবার নিরাপত্তা ব্যবস্থা রয়েছে তার সম্ভাব্য দুর্বলতাগুলি চিহ্নিত করে প্রযুক্তিগত উন্নয়নের জন্য SOP দেওয়ার কাজও করে দেখতে পারে। পরীক্ষার্থীদের পরিচয়পত্র পরীক্ষা, পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি নজরদারির দিকগুলিও খতিয়ে দেখবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: 'হাতে স্মার্টফোন আসায় দারিদ্র্য থেকে মুক্তি ৮০ কোটির', ভারতের ভূয়সী প্রশংসা কার মুখে?