নয়াদিল্লি: হিংসায় জ্বলছে উত্তরপূর্ব দিল্লি। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। প্রশ্ন উঠছে দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে। এই প্রেক্ষাপটে তাদের তীব্র নিন্দা করল সুপ্রিম কোর্ট। তাদের ‘পেশাদারিত্বের অভাব আছে’ বলে অভিমত জানাল সর্বোচ্চ আদালত। উত্তরপূর্ব দিল্লির বেলাগাম হিংসা নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য দিল্লি হাইকোর্টকে ব্যাপক তিরস্কার করে বিচারপতি কে এম জোসেফ বলেছেন, ইংল্যান্ডে যেমনটা করে থাকে, সেরকমই কাজ করতে হবে পুলিশকে। ওদের চোখের সামনেই সব ঘটছে।
শাহিনবাগে দু মাসের ওপর চলা সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী অবস্থান-বিক্ষোভের জেরে অবরুদ্ধ রাস্তা খুলে দেওয়ার জন্য নির্দেশ চেয়ে পেশ করা আবেদনের পরিপ্রেক্ষিতে তিনি এমন কড়া মন্তব্য করেন।
তিনি আরও বলেন, সংবিধানের প্রতি আমি অনুগত। তাই কয়েকটি কথা বলতেই হবে। সমস্যাটা পেশাদারিত্বের অভাবের, পুলিশের নিরপেক্ষতা, স্বাধীনতার। কেন আইন মেনে পদক্ষেপ করতে হলে পুলিশকে কারও নির্দেশের দিকে তাকিয়ে থাকতে হবে, অপেক্ষা করতে হবে? বিচারপতি জোসেফ আরও বলেন, যে মূহূর্তে বিস্ফোরক মন্তব্য করা হয়, তখনই পুলিশের পদক্ষেপ করা উচিত। শুধু দিল্লি নয়, সব রাজ্যের ক্ষেত্রে এটা প্রযোজ্য। পুলিশকে আইন মেনে ব্যবস্থা নিতে হবে।