নয়া দিল্লি: 'আর্থিকভাবে দুর্বলদের সংরক্ষণ মৌলিক কাঠামো লঙ্ঘন করে না'। আজ আর্থিকভাবে দুর্বলদের সংরক্ষণ (EWS Reservation) ইস্যুতে ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। আর্থিক অনগ্রসরদের (Ews Reservation) সংরক্ষণে সবুজ সঙ্কেত। আর্থিক অনগ্রসরদের জন্য শিক্ষা, চাকরিতে ১০ শতাংশ সংরক্ষণের পক্ষেই রায় দিল শীর্ষ আদালত। ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চের মধ্যে ৩ বিচারপতি সংরক্ষণের (Economically Backward Class) পক্ষে রায় দিয়েছেন। সোমবার বিচারপতিদের পর্যবেক্ষণ, অর্থনৈতিক মানদণ্ডের বিচারে এই সিদ্ধান্ত কোনও ভাবেই বৈষম্যমূলক নয়।


এ দিন বিচারপতি দীনেশ মাহেশ্বরী, বেলা এ ত্রিবেদী ও জে বি পর্দিওয়ালা সংরক্ষণের পক্ষে রায় দান করেছেন। সংরক্ষণের বিরুদ্ধে রায় দিলেন বিচারপতি এস রবীন্দ্র। সংরক্ষণের বিরুদ্ধে মত প্রধান বিচারপতি ইউ ইউ ললিতেরও। গত সেপ্টেম্বরে শুনানির পর রায় সংরক্ষিত রেখেছিল সুপ্রিম কোর্টের (Supreme Court)  সাংবিধানিক বেঞ্চ। 


এই মামলায় সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি উমেশ ললিতের নেতৃত্বে গঠিত ৫ সদস্যের বেঞ্চে ছিলেন বিচারপতি দীনেশ মহেশ্বরী, বিচারপতি এস রবীন্দ্র ভট্ট, বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি জেবি পাদ্রিওয়ালা। 


সোমবার আর্থিক অনগ্রসরদের সংরক্ষণের (Economically Backward Class) সাংবিধানিক বৈধতা জানায় সর্বোচ্চ আদালত (Supreme Court)। গত সেপ্টেম্বরে শুনানির পর রায় সংরক্ষিত রেখেছিল সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ।


‘আর্থিক অনগ্রসরদের (Economically Backward Class) ১০ শতাংশ সংরক্ষণ সংবিধানের মূল কাঠামোর পরিপন্থী নয়’। সুপ্রিম কোর্টকে আগে একথা জানিয়েছিলেন অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল। এই সংরক্ষণ সংবিধানের সাম্যের অধিকারকে ক্ষুণ্ণ করবে, শুনানিতে অভিযোগ করেন আবেদনকারী।  






উল্লেখ্য, এর আগে এই সংরক্ষণ ব্যবস্থার প্রস্তাব এনেছিল মোদী সরকার। ২০১৯ সালের জানুয়ারিতে আর্থিক ভাবে পিছিয়ে পড়াদের জন্য শিক্ষা এবং সরকারি চাকরিতে ১০ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত সংসদে পাশ হয়। তবে মোদী সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধেও শীর্ষ আদালতে আবেদন জমা পড়েছিল। আবেদনকারীদের দাবি ছিল, এই সংরক্ষণ ব্যবস্থায় সংবিধানের মূলগত সাম্যের নীতি লঙ্ঘিত হয়েছে। এই একই দাবি জানান অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল। তবে এবার সংরক্ষণের পক্ষেই রায় দিল সুপ্রিম কোর্ট।


আরও পড়ুন: Stock Market Opening: সোমের শুরুতেই দুর্দান্ত গতি ! আজ এভাবে বিনিয়োগ করুন বাজারে, বলছেন বিশেষজ্ঞরা