সন্দীপ সরকার, কলকাতা : সরকারি হাসপাতালে (Government Hospital) ভর্তি হয়ে চিকিৎসা করাতে গেলে স্বাস্থ্য সাথী কার্ড (Swastha Sathi Card) বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার (West Bengal Government)। কিন্তু কার্ডের ৫ লক্ষ টাকা শেষ হয়ে গেলে নিখরচায় পরিষেবা কি আর মিলবে না? সেই সংশয়ে দাঁড়ি টানলেন রাজ্যের স্বাস্থ্য আধিকর্তা। জানালেন, কার্ডের টাকা ফুরিয়ে গেলেও, বিনামূল্যে চিকিৎসা মিলবে সরকারি হাসপাতালে। স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী বলেছেন, 'স্বাস্থ্যসাথী কার্ডে টাকা ফুরিয়ে গেলেও মানুষ সরকারি হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা পাবেন। সরকারি হাসপাতালে ভর্তি হতে গেলে, টাকা আছে কি নেই, সেটা বড় কথা নয়।'


গত ২৬ অক্টোবর নির্দেশিকা জারি করে রাজ্যের স্বাস্থ্য দফতর জানিয়েছে, সরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করাতে গেলে স্বাস্থ্যসাথী। বলা হয়েছে, রাজ্য সরকারের স্বাস্থ্য প্রকল্প, কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য প্রকল্প কিংবা ESI কার্ড থাকা বাধ্যতামূলক। এর মধ্যে কোনওটাই না থাকলে, সরকারি হাসপাতালেই স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করে দেওয়া হবে। শুধু ভর্তি হয়ে চিকিৎসা নয়, সরকারি হাসপাতালে PPP মডেলে তৈরি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা-নিরীক্ষা করাতে গেলেও, স্বাস্থ্যসাথী কার্ড থাকা বাধ্যতামূলক।


যদিও স্বাস্থ্য দফতরের নতুন নির্দেশিকা ঘিরে নানা মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করে, তাহলে কি সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার দিন শেষ? স্বাস্থ্য সাথী প্রকল্পে বছরে পরিবার পিছু ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা মেলে। পরিবারের একজনের চিকিৎসায় পাঁচ লক্ষ টাকা লেগে গেলে, বাকিরা কি সরকারি হাসপাতালে আর বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন না? সেই সংশয়ের অবসান ঘটালেন স্বাস্থ্য অধিকর্তা। জানালেন কার্ডে টাকা ফুরিয়ে গেলেও, সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা মিলবে। 



পাশাপাশি, স্বাস্থ্য অধিকর্তার দাবি, স্বাস্থ্যসাথী পরিষেবা সংক্রান্ত তথ্য ভাণ্ডার গড়ে তুলতেই সরকারি হাসপাতালে ওই কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। 


আরও পড়ুন- শনি-রবির ছুটিতেও বন্ধ নয়, এবার থেকে রোজই স্বাস্থ্যসাথী কার্ডের ক্লেমে মিলবে ক্লিয়ারেন্স