চেন্নাই: তামিলনাড়ুতে বিষ মদ (Tamil Nadu Hooch Tragedy) খাওয়ার ফলে এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা ২০ ছাড়াতে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি বিষ মদে খেয়ে ইতিমধ্যেই আরও ৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে। বুধবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কাল্লাকুরিচি জেলায় (Kallakurichi hooch tragedy)।


আরও পড়ুন: Ayodhya : অযোধ্যা রামমন্দির চত্বরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু কনস্টেবলের !


এই ঘটনার খবর পেতেই কড়া পদক্ষেপ নিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। তিনি সিবি-সিআইডি তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি ইতিমধ্যে কাল্লাকুরিচি জেলার কালেক্টর শ্রাবণকুমার জাটাভাতকে ট্রান্সফার করে দিয়ে এমএস পরশনাথকে কাল্লাকুরচি জেলার নতুন কালেক্টর হিসেবে নিযুক্ত করেছেন। সেই সঙ্গে ওই জেলার পুলিশ সুপার সময়সিং মীনাকে বরখাস্ত করে সেই জায়গায় নতুন পুলিশ সুপার হিসেবে নিযুক্ত করেছেন রজত চর্তুবেদীকে। অনেক পুলিশ আধিকারিককেও বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।


 



স্থানীয় সূ্ত্রে জানা গেছে, বুধবার তামিলনাড়ুর কাল্লাকুরচি জেলায় বিষ মদে খেয়ে পরপর একাধিক জনের মৃত্যু ও অসুস্থ হওয়ার খবর আসতেই নড়েচড়ে বসে ডিএমকে সরকার। তড়িঘড়ি জেলা কালেক্টরকে ট্রান্সফার করার সঙ্গে সঙ্গে পুলিশ সুপারকে বরখাস্ত করে নতুন পুলিশ সুপার নিযুক্ত করার পাশাপাশি একাধিক পুলিশ আধিকারিকদের বরখাস্ত করা হয়। ইতিমধ্যে বিষ মদ বিক্রেতাকে গ্রেফতার করার পাশাপাশি ২০০ লিটার মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ। বিষয়টিকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা দেখা দিয়েছে তামিলনাড়ুতে। আশঙ্কা করা হচ্ছে আরও অনেকে অসুস্থ হয়ে পড়েছেন এই বিষ মদ খেয়ে তবে সংখ্যা ঠিক কত তা এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি। মুখ্যমন্ত্রী স্ট্যালিনের নির্দেশের পরেই তল্লাশির পাশাপাশি তদন্তও শুরু হয়েছে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Kolkata Road Accident: রাতের শহরে ফের বেপরোয়া গতির বলি; বাঘাযতীন উড়ালপুলে দুর্ঘটনায় মৃত যুবক !