নয়াদিল্লি: বালাকোটের জঙ্গি লঞ্চপ্যাডে যখন আকাশপথে হানা দিয়েছিল ভারতীয় বায়ুসেনা, তখন তার ত্রিসীমানায় কোনও পাক যুদ্ধবিমান ছিল না। পাকিস্তান জানতেই পারেনি, ভারত কখন জঙ্গি-শিবিরগুলি ধ্বংস করে বেরিয়ে এসেছে। ঘটনার বর্ষপূর্তিতে এমনটাই জানালেন বায়ুসেনার তৎকালীন প্রধান এয়ার চিফ মার্শাল (অবসরপ্রাপ্ত) বি এস ধানোয়া।


২০১৯ সালের ২৬ ফেব্ররয়ারি, আকাশপথে হানা দিয়ে পাক-অধিকৃত কাশ্মীরের বালাকোট সেক্টরে থাকা জঙ্গি লঞ্চপ্যাডে বোমাবর্ষণ করে ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান। ওই এয়ার-স্ট্রাইকের পর ঘটনার কথা প্রকাশ করে কেন্দ্র।


এদিন ধানোয়া জানান, ভারতীয় যুদ্ধবিমানের ১৫০ কিলোমিটারের ব্যাসার্ধের মধ্যে কোনও পাক যুদ্ধবিমান ছিল না। তিনি বলেন, সরকার যে তথ্য সামনে এনেছে, তাতে এটা নিশ্চিত যে অভিযান পুরোপুরি সফল ছিল।


বালাকোট নিয়ে পাকিস্তানের তত্ত্বে বলা হয়েছিল, ভারতীয় বায়ুসেনা কোনও জঙ্গি শিবির নয়, স্রেফ জঙ্গলে বোমাবর্ষণ করেছে। কিছু গাছ ধ্বংস করেছে। এদিন ইসলামাবাদের সেই দাবিকে পুরোপুরি উড়িয়ে দিয়ে ধানোয়া পাল্টা তত্ত্ব পেশ করেন। বলেন, পাকিস্তান জানত না আমরা কোথায় অভিযান চালিয়েছি, কোন অস্ত্র, তার ক্ষমতা ও কার্যকারিতা, প্রযুক্তি ব্যবহার করেছি। এসব না জেনে, ওরা বলছে কি করে?


প্রাক্তন বায়ুসেনা প্রধান বলেন, ভওয়ালপুরে জয়েশ-ই-মহম্মদের সদর। এই তথ্য কারও অজানা নয়। ফলে, পাক বায়ুসেনা ভেবেছিল আমরা সেখানে হানা দেব। সেইমতো তারা প্রস্তুতি সেরে রেখেছিল। চূড়ান্ত সতর্ক ছিল। কিন্তু, ওরা কল্পনা করতে পারেনি, আমরা লঞ্চপ্যাডে হানা দেব।


একটা বিষয় পরিষ্কার। উরির পর আমরা প্রত্যাঘাত করেছিলাম। ফলে, পাকিস্তান জানতই যে, আমরা এবারও প্রত্যাঘাত করব। কিন্তু, কীভাবে করব, তারা তা কল্পনা করেনি। ধানোয়া জানান, ভারতীয় বায়ুসেনা অনেক একেবারে নিশ্চিত হয়েই অভিযান চালিয়েছে।


তিনি বলেন, আমরা তিনটি বাড়িতে বোমাবর্ষণ করেছি। আমরা জানতাম, কোনও বিল্ডিংয়ে কতজন রয়েছে। কে কে রয়েছে, কোন বিল্ডিংয়ে কোন জঙ্গিনেতা রয়েছে, তারা কী প্রস্তুতি সারছে। আমরা যে অস্ত্র ব্যবহার করেছি, তাতে কোনওভাবেই সেখান থেকে কেউ বাঁচতে পারে না।