নয়াদিল্লি: গরু। চারপেয়ে, অত্যন্ত নিরীহ এবং উপকারী এই প্রাণীটির জন্য হিংসার ঘটনা কম ঘটেনি। গোরক্ষার নামে একাধিক হিংসার ঘটনা ঘটেছে, তার জন্য প্রাণও হারিয়েছেন অনেকে। গরুকে বিশেষ মর্যাদা দেওয়ার কথা বলে হিংসাত্মক প্রচারও এদেশে দেখা গিয়েছে। সেই প্রাণীটি জাতীয় পশু তকমা দেওয়ার দাবিও নতুন নয়। এবার সেই প্রশ্নই উঠল সংসদে। 


সংসদে বিজেপি সাংসদ ভগীরথ চৌধুরী প্রশ্ন করেছিলেন যে গরু বা 'গোমাতা'কে জাতীয় পশু হিসেবে কি মর্যাদা দেওয়া হবে? সংস্কৃতি মন্ত্রকের কাছে এই প্রশ্ন রেখেছিলেন তিনি। তারই উত্তরে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী জি কিষাণ রেড্ডি জানান, ইতিমধ্যেই জাতীয় পশু ও জাতীয় পাখি স্থির করা হয়েছে। এখন গরুকে জাতীয় প্রাণীর পরিচয় দেওয়ার কোনওরকম চিন্তাভাবনা করছে না কেন্দ্রীয় সরকার। ভারতের জাতীয় পশু বাঘ এবং জাতীয় পাখি ময়ূর। এই দুটি প্রাণীই ১৯৭২ সালের বন্যপ্রাণ সংরক্ষণ আইন অনুসারে শিডিউল-১ এর অন্তর্ভুক্ত। 


বিজেপি সাংসদ ভগীরথ চৌধুরীর প্রশ্ন ছিল, ভারতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ 'গোমাতা', সেটাকে মান্যতা দিতে এবং তার সুরক্ষার জন্য ও 'সনাতন সংস্কৃতি'কে তুলে ধরার জন্য কোনও আইন আনা যায় কিনা সেই প্রশ্নও করেছিলেন ওই সাংসদ। 


এই বিষয়টি নিয়ে বলতে গিয়ে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী জি কিষাণ রেড্ডি বলেছেন, যে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইন প্রণয়নের ক্ষমতা বণ্টনের যে অধিকার রয়েছে তাতে পশু সংক্রান্ত বিষয়গুলি নিয়ে রাজ্য আইনসভার আইন প্রণয়নের ক্ষমতা রয়েছে। 


গরুর সুরক্ষা নিয়ে কেন্দ্রের আলাদা প্রকল্প রয়েছে বলেও জানিয়েছেন তিনি। পশুপালন ও ডেয়ারি মন্ত্রক রাষ্ট্রীয় গোকুল মিশন শুরু করেছে, যার অধীনে ভারতীয় গরু এবং অন্যান্য গৃহপালিত জীবের সংখ্যাবৃদ্ধি ও উন্নতির জন্য় একাধিক পদক্ষেপ করার কাজ চলছে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী। গরুর সুরক্ষা জন্য অ্যানিমাল ওয়েলফেয়ার বোর্ডও তৈরি করা হয়েছে বলে দাবি করেছেন তিনি।


গরুকে রক্ষা করা নিয়ে একাধিক দাবি করা হয় দেশের বিভিন্ন সামাজিক গোষ্ঠী বা সংগঠনের তরফে। কেন্দ্রে ক্ষমতা থাকা বিজেপির সহযোগী দল থেকে শুরু করে একাধিক হিন্দুত্ববাদী সংগঠন, সঙ্ঘ পরিবার ঘনিষ্ঠ অনেক ব্যক্তি বা সংগঠনই গরুকে ভারতের জাতীয় পশু হিসেবে ঘোষণা করার প্রসঙ্গ তুলেছে। আলাদা করে গরুর জন্য বিশেষ প্রকল্প বা ব্যবস্থার পদক্ষেপের দাবিও জানানো হয়েছে। তারই মধ্যে সংসদে দাঁড়িয়ে বিজেপি সরকারেরই মন্ত্রী জানিয়ে দিলেন যে অন্য প্রকল্প থাকলেও আপাতত গরুকে জাতীয় পশু ঘোষণা করার কোনও পরিকল্পনা নেই সরকারের।   


আরও পড়ুন: সুতোর কারিকুরিতে জড়িয়ে দেশের সংস্কৃতি, আজ জাতীয় তন্তু দিবস