নয়াদিল্লি: টিকটক সহ ৫৯টি চিনা অ্যাপকে ৭৯টি প্রশ্নের তালিকা পাঠিয়েছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। সেই প্রশ্নের জবাব দেওয়ার শেষ দিন আজ। কনটেন্ট সেন্সর, বিদেশি সরকারের হয়ে কাজ করা সহ অ্যাপ ব্যবহারকারীর তথ্য সংগ্রহ ইত্যাদি বিষয়ে জানতে চেয়েছে ভারত সরকার। চিনা সংস্থা বাইটডান্সের জনপ্রিয় অ্যাপলিকেশন টিকটক যদি সেই সব প্রশ্নের উত্তর সত্যি সত্যি দেয় এবং সরকার তাতে সন্তুষ্ট হয়, তাহলেই মিলবে ছাড়পত্র। উঠে যাবে নিষেধাজ্ঞা এবং আগের মতো রমরমিয়ে ব্যবসা করতে পারবে টিকটক, হ্যালো, ইউসি ব্রাউজার।




সংশ্লিষ্ট মহলের মতে ব্যান হওয়া অ্যাপগুলোর ফিরে আসার সম্ভবানা অতি ক্ষীণ। যদিও টিকটকের তরফে জানানো হয়েছে ভারতের সার্বভৌমত্ব এবং নিরাপত্তাকেই সর্বাধিক গুরুত্ব দিচ্ছে তারা। ভারতে ব্যবসা বৃদ্ধির তাগিদে সম্প্রতি বাইটডান্স বিপুল সংখ্যক টাকা বিনিয়োগও করেছে। তবে দেশের স্বার্থকেই যে সর্বাধিকার দেওয়া হবে, তা পরিষ্কার করেছে কেন্দ্রও।  আর সেজন্যই চিনা অ্যাপের জবাব পুনঃবিবেচনা করেই সিদ্ধান্ত নেবে তথ্য ও প্রযুক্তি মন্ত্রক।