কলকাতা: আজ উপ-রাষ্ট্রপতি নির্বাচন (Vice President Election)। তার আগে শিশির অধিকারী ( Sisir Adhikari)ও দিব্যেন্দু অধিকারীকে (Dibyendu Adhikari) চিঠি দিলেন তৃণমূলের (TMC) লোকসভার দলনেতা (Lok Sabha Leader) সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee)। কাঁথি ও তমলুকের দুই সাংসদকে (MP) চিঠিতে লেখা হয়েছে, উপ রাষ্ট্রপতি পদে ভোটদানে বিরত থাকছে তৃণমূল। হঠাৎ কেন এই চিঠি? এর আগে এনডিএ-র প্রার্থী জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar) পক্ষে সওয়াল করেছিলেন শিশির অধিকারী। তৃণমূলের অনুমান, ধনকড়কেই ভোট দেবেন অধিকারী পরিবারের দুই সাংসদ শিশির ও দিব্যেন্দু। সেই কারণেই দলের অবস্থান জানিয়ে দুই সাংসদকে চিঠি তৃণমূলের। 


উপ-রাষ্ট্রপতি নির্বাচন...
আজ উপ-রাষ্ট্রপতি নির্বাচন। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ ভবনে চলবে ভোটগ্রহণ। উপ-রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে এগিয়ে NDA-র প্রার্থী তথা বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়। অন্য দিকে, বিরোধী জোটের প্রার্থী হয়েছেন কংগ্রেসের মার্গারেট আলভা। উপ-রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের সিদ্ধান্ত জানিয়ে শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীকে চিঠি দিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। গেলেও দেখতে পাবেন, না গেলেও দেখতে পাবেন, প্রতিক্রিয়া শিশির অধিকারীর। উপ-রাষ্ট্রপতি পদের জন্য মোট ভোট ৭৮৮। এর মধ্যে NDA-র হাতে রয়েছে ৪৪০-টিরও বেশি ভোট। উপ রাষ্ট্রপতি পদে বেঙ্কাইয়া নায়ডুর মেয়াদ শেষ হচ্ছে ১০ অগাস্ট। ১১ অগাস্ট শপথ নেবেন নতুন উপ রাষ্ট্রপতি। 


রাষ্ট্রপতি পদে জয়...
উল্লেখ্য, গত ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়েছেন দ্রৌপদী মুর্মু। এনডিএ-র প্রার্থীর বিরুদ্ধে বিরোধীরা সর্বসম্মতভাবে প্রার্থী করেছিল যশবন্ত সিন্হাকে। সার্বিক পরিস্থিতির বিচারে দ্রৌপদী মুর্মুর জয় একরকম নিশ্চিত ছিলই। ২১ জুলাই ফলগণনায় দেখা যায়, তার কোনও হেরফের হয়নি। দেশের পঞ্চদশ রাষ্ট্রপতি পদে গত ২৬ জুলাই শপথ নেন দ্রৌপদী মুর্মু।
উপরাষ্ট্রপতি নির্বাচনেও কি তাই-ই হবে? গণিতের হিসেব অন্তত সেরকমই বলছে। 


আরও পড়ুন:মহিলাদের হকিতে স্বপ্নভঙ্গ, সেমিতে হেরে বিদায় সবিতাদের